Skip to main content

Posts

Showing posts from June, 2019

ওরা আমাকে বাঁচতে দিলো না: অরুমিতা চাকমাঃ

আমি তো তোমাদের হয়ে ছিলাম জীবনের প্রতিটি সকালে উজ্জীবিত হয়ে, সকলের আত্ম মর্যাদাবোধ প্রতিরোধক রূপে; বাঁচতে দিলো না আমাকে। ম্রো আদিবাসী ব্লগ  সংগৃহীত পোস্ট  প্রকাশিতঃ ২৯/০৬/২০১৯ সময়ঃ ০২:৪০AM পোস্ট লেখিকাঃ অরুমিতা চাকমা "ওরা আমাকে বাঁচতে দিলোনা"     ------অরুমিতা চাকমা। আমি তো তোমাদের হয়ে ছিলাম জীবনের প্রতিটি সকালে উজ্জীবিত হয়ে, সকলের আত্ম মর্যাদাবোধ প্রতিরোধক রূপে; বাঁচতে দিলো না আমাকে। কি এমন চেয়েছি আমি.............. চেয়েছি তাজা রক্ত ঝরা বন্ধ হোক, মায়ের বুক ফাটা কান্না, পুত্র শোক থেমে যাক, পিতার স্নেহে সন্তান গর্বিত সন্তান হয়ে উঠুক, পত্মীর হৃদয় বিদীর্ণ হবে! মানতে পারিনি, ভ্রাতৃঘাতি সংঘাত মানতে পারিনি। ঝুঁকে পড়া রাতগুলো বিষন্ন মনে তাড়া করতো আমাকে, যখন গোপন বৈঠকে স্বার্থ লোভী ক্ষমতার কোলে অধিকার হারা মানুষের কথা, প্রাণের দাবী দুলে! লুটোপুটি করে স্বাধীনতা!! তখন নিরীহ বেদনার্ত সমাজের চোখ ভেসে উঠে। চেয়েছিলাম চেতনার গান, আগুয়ান, একতার বান, অস্তিত্ব রক্ষার বলিষ্ঠ মানবতার শ্লোগান, শাসন শোষনের বিরুদ্ধে কেঁপে উঠবে সবুজ প্রান্তর। সা...

দেশটা কি উচ্ছন্নে গেলো?-ধীমান ওয়াংজা:

একসাথে অনেকগুলো হত্যাকাণ্ডের খবর। কী পাহাড়ে, কী সমতলে সর্বত্র একই অবস্থা। মানুষ কিংবা নিরীহ প্রাণী, কেউই আর এখন রেহাই পাচ্ছে না। অন্যদিকে সড়ক-রেল দুর্ঘটনায়ও নিরীহ মানুষের প্রাণ ঝরছে তো ঝরছেই! ক্রসফায়ারেও প্রায় প্রতিদিন কোনো না কোনো মাদক কারবারি কিংবা মানব পাচারকারির প্রাণ চলে যাচ্ছে। কিন্তু তবুও এদেশে অপরাধ, নৃশংসতা, হত্যাকাণ্ড, দুর্বৃত্তি, দুষ্ক্রিয়া কোনো কিছুই থামনো যাচ্ছে না। বরং দিনদিন সেসব আরও বাড়ছে। তাহলে প্রশ্ন, দেশটা কি সত্যিই আরেকবার উচ্ছন্নে যেতে বসেছে? ম্রো আদিবাসী ব্লগ  নির্বাচিত পোস্ট তারিখঃ ২৮/০৬/২০১৯ প্রকাশিতঃ ২৯/০৬/২০৯। ০২:২০AM লিখেছেনঃ ধীমান ওয়াংজা (Dhiman Wangzha) সংগৃহীত ছবিঃ গত বুধবার (২৬/০৬/১৯) বরগুনায় ধারালো অস্ত্র দিয়ে প্রকাশ্য দিবালোকে স্ত্রীর সামনে স্বামীকে নৃশংসভাবে খুন করা হলো। বছর কয়েক আগে ছাত্রনেতা নামধারী অনেক দুর্বৃত্ত মিলে যেভাবে নিরীহ বিশ্বজিতকে কুপিয়ে মেরেছিলো, দৃশ্যটা অনেকটা সেরকমই। মানুষ এমন নির্মম, নৃশংস, বর্বর কীভাবে হতে পারে? এ জাতীয় হত্যাকাণ্ডের দৃশ্য ধর্মোন্মাদ কিছু জনগোষ্ঠীতে ও রাষ্ট্রে দৃষ্ট হওয়াটা অস্বাভাবিক কিছু নয়। যেমনটি...

‘রাষ্ট্র চায়নি কল্পনা চাকমার অপহরণকারী চিহ্নিত হোক’:জোবাইদা নাসরীন:

২৩টি বছর পেরিয়েও কল্পনা চাকমার অপহরণের বিচার হয়নি। মামলা চলছে কিন্তু সঠিক তদন্ত করেনি আইনশৃঙ্খলা বাহিনী কর্মকর্তারা। - MRU INDIGENOUS BLOG ‘রাষ্ট্র চায়নি কল্পনা চাকমার অপহরণকারী চিহ্নিত হোক’ প্রকাশ: ২০১৯-০৬-২৭  সময়: ৮:২২:০৫PM লিখেছেনঃ জোবাইদা নাসরীন   লেখকঃ জোবাইদা নাসরিন  জোবাইদা নাসরীন পেশায় শিক্ষক। পড়াচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগে। নিবন্ধকার হিসেবেও তিনি পরিচিত। তাঁর লেখার প্রধান বিষয় আদিবাসী জীবন ও নারী। তাঁর একাধিক প্রবন্ধ দেশ-বিদেশের জার্নালে প্রকাশিত হয়েছে। সেগুলোতে উঠে এসেছে নিন্মবর্গের মানুষের জীবন ও ইতিহাস। রাজনীতি সচেতন জোবাইদা নাসরীন এই সাক্ষাৎকারে মূলত কথা বলেছেন আদিবাসী নারী নেত্রী কল্পনা চাকমার অপহরণ,  পাহাড়ে রাজনীতি, আদিবাসীদের ভবিষ্যত ইত্যাদি বিষয়ে। সাক্ষাৎকার নিয়েছেন স্বরলিপি।  স্বরলিপি: ‘কল্পনা চাকমা বলে কেউ ছিল না!’ এই শিরোনামে সম্প্রতি আপনি একটি নিবন্ধ লিখেছেন। কল্পনা চাকমা অপহরণের শিকার হয়েছেন ১৯৯৬ সালের ১২ জুন। বহুদিন পর আপনি বিস্মৃতপ্রায় কল্পনা চাকমাকে মনে করিয়ে দিলেন। জোবাইদা নাসরীন:  ব্যক্তিগত...

মসজিদ নির্মাণে বরাদ্দ ৪৩১ কোটি টাকা, মন্দির গির্জা বিহার নির্মাণে বরাদ্দ নেইঃ

স্বাধীন বাংলাদেশের নমুনা।  নমুনা নয় বরং অন্যের ধর্মের প্রতি মুসলমানদের কোন শ্রদ্ধা সম্মান নেই বললে চলে। মসজিদ নির্মাণের জন্য ৪৩১ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। অথচ হিন্দু মন্দির,  খ্রিস্টানদের গীর্জা, বৌদ্ধ বিহার নির্মাণের কোন বাজেট দেওয়া হয়নি সরকার। এটা গণতান্ত্রিক বাংলাদেশ নাকি সরকারের রাজতন্ত্রের বাংলাদেশ? MRU INDIGENOUS BLOG Date: 24 June 2019 Published: 08:50AM   প্রকাশের সময় : জুন ২৩, ২০১৯, ২:৫১ অপরাহ্ণ আপডেট সময় : জুন ২৩, ২০১৯ at ৩:০৬ অপরাহ্ণ আমাদের সময় সংবাদ প্রতিবেদকঃ 👇 মসজিদ নির্মাণে বরাদ্দ ৪৩১ কোটি টাকা, মন্দির গির্জা প্যাগোডা  নির্মাণে বরাদ্দ নেইঃ প্রকাশের সময় : জুন ২৩, ২০১৯, ২:৫১ অপরাহ্ণ আপডেট সময় : জুন ২৩, ২০১৯ at ৩:০৬ অপরাহ্ণ আসিফ হাসান কাজল: হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক, অ্যাডভোকেট রানা দাশ গুপ্ত বলেছেন, ২০১৯-২০ অর্থ বছরে জেলা ও উপজেলায় ৫৬০টি মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র স্থাপনে ৪৩১ কোটি সাত লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে অথচ ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য অনুরূপ মডেল মন্দির...

আমি পৃথিবীর আলো দেখতে চাই। শিক্ষার আলো পেতে চাই, আমাকে আশার আলো দাওঃ

সুপ্রিয় চাকমা অনেকদিন ধরে চোখের ক্যান্সার রোগে ভোগছে। বিগত ২০১৭ সাল থেকে সুপ্রিয় চাকমা এর চোখের সমস্যা দেখা দিয়েছে। প্রথমত চোখের তালু ফুলতে থাকে এবং প্রচুর ব্যাথা অনুভব করে। অনেকবার ডাক্তার দেখানো হয়েছে। বছর পর বছর মাসের পর মাস ওষুধও সেবন করেছে। কিন্তু কোন কাজ হয়নি। পরে আসতে আসতে চোখের সমস্যা বাড়তে থাকে।  হঠ্যাৎ চোখে একেবারে ফুলে যায়। দ্রুতভাবে উন্নমানের হাসপাতালে ডাক্তার দেখানো হলে সুপ্রিয় চাকমার চোখের ক্যান্সার হয়েছে বলে বিশেষজ্ঞ ডাক্তার জানায় এবং সুপ্রিয় চাকমাকে দ্রুত ইন্ডিয়া নিয়ে গিয়ে চিকিৎসা করতে পরামর্শ দেন। MRU INDIGENOUS BLOG Date: 22 June 2019 Published: 10:05PM Post by Mru Indigenous Page Admin ছবিতেঃ চোখ ক্যান্সার রোগে আক্রান্ত সুপ্রিয় চাকমা। বন্ধুগণ, আমরা জানি যে চোখ না থাকলে পুরো দুনিয়াটাই অন্ধকার।  আর অন্ধ হওয়ার মানে মৃত্যু সমান। সুপ্রিয় চাকমা অন্ধ হয়ে থাকতে চাই না। সেই পৃথিবীর আলো দেখতে চাই। সবার সাথে হাটা চলা করতে চাই। পড়াশোনা করতে চাই। পড়াশোনা শেষ করে জাতির কল্যাণে কাজ করতে চাই। সুশিক্ষিত হয়ে পাহাড়ে শিক্ষার আলো ছড়াতে চাই। সুপ্রিয় চাকমার এই স্বপ্...

আদিবাসীদের প্রত্যাশার প্রতিফলন নেই বাজেটে:

আদিবাসীদের প্রত্যাশার প্রতিফলন নেই বাজেটেঃ MRU INDIGENOUS BLOG নিজস্ব প্রতিবেদকঃ  ২১ জুন ২১০৯ প্রকাশিতঃ রাত ৮:৫০মিনিটে  প্রস্তাবিত ২০১৯-২০ অর্থবছরের বাজেটে আদিবাসীদের স্বার্থ উপেক্ষা করা হয়েছে, তাদের প্রত্যাশার প্রতিফলন ঘটেনি। বরং চলতি অর্থবছরের তুলনায় প্রস্তাবিত বাজেটে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ে বরাদ্দ কমানো হয়েছে। তাই বাজেটে পার্বত্য চুক্তির পূর্ণ বাস্তবায়নে বরাদ্দ বাড়ানোসহ সমতলের আদিবাসীদের জন্য একটি পৃথক মন্ত্রণালয় গঠনের দাবি জানানো হয়। গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে ‘পার্বত্য চট্টগ্রামসহ আদিবাসীদের উন্নয়নে অগ্রাধিকার এবং জাতীয় বাজেটে পর্যাপ্ত বরাদ্দের দাবি’ শিরোনামে তিন সংগঠনের সংবাদ সম্মেলনে এসব বিষয় তুলে ধরা হয়। সংগঠন তিনটি হলো, বাংলাদেশ আদিবাসী ফোরাম, অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট (এএলআরডি) এবং কাপেং ফাউন্ডেশন। লিখিত বক্তব্যে বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং বলেন, জাতীয় বাজেটে আদিবাসীরা বরাবরই অবহেলার শিকার হয়েছে। বিগত কয়েক বছরের বাজেট বক্তৃতায় আদিবাসীদের সম্পর্কে কোনো স্পষ্ট বিবরণী, একটি আলাদা অন...

মুরুং, মুরং,ম্র নাকি ম্রো- কোনটা সঠিক?- রেংহাই:

ম্রো জাতিতে একটি নির্দিষ্ট ডাক নাম কোনটা এই নিয়ে বিশ্লেষণ করছি যা অন্যেকেরই অজানা। MRU INDIGENOUS BLOG Date: 21 June 2019 Published: 01:50PM ক্ষুদ্র লেখকঃ রেংহাই (Reng Hai) আমাদের ম্রো জাতিতে একটি নির্দিষ্ট ডাক নাম রয়েছে। আমাদের একটি নির্দিষ্ট জাতির ডাক নাম হচ্ছে "ম্রো"। কিন্তু ভিন্ন জাতিরা আমাদেরকে বিভিন্ন রকমের নামে ডাক দিয়ে থাকেন যা ম্রো , মুরং, মুরুং, ম্র নামে। এর বিশেষ কারণ কি? ক. পার্বত্য চট্টগ্রাম সাধারণ জ্ঞান বইয়ের একটি ডায়েরিতে দেখলাম "মুরং" জাতি উল্লেখ্য রয়েছে। পার্বত্য চট্টগ্রাম ডায়েরিতে ম্রো জাতির সম্পর্কে যেগুলো উল্লেখ্য রয়েছে সব তথ্য সূত্রে সাবেক ইউপি চেয়ারম্যান রাংলাই ম্রো ও আওয়ামী লীগের সদস্য  সিংইয়ং ম্রো। ★কোন জাতিরা কি নামে আমাদের জাতিকে সম্বোধন করেনঃ #বাঙ্গালীঃ "মুরং" ডাকটা হচ্ছে বাঙ্গালীদের চাপিয়ে দেওয়া নাম। সাধারণত বাঙ্গালীরা ম্রো জাতিকে মুরং/মুরংগিয়া বলে ডাকেন। এটি  খুব একটা নিচু মনে আমাদের জাতিকে ডাকা হয়েছে যা জাতির মানহানি বলা যায়। ★মারমাঃ সাধারণত মারমা জাতিরা আমাদের জাতিকে "ম্র" নামে ডাকেন। কিন্তু ...

প্রসঙ্গ, এমএন.লারমা ও সন্তু লারমা দুই ভাইয়ের নেতৃত্বে লড়াই-সংগ্রামঃ বাচ্চু চাকমা:

পার্বত্যাঞ্চলের তথাকথিত ভ্রাতৃঘাতী প্রসঙ্গ ও লারমা দুই ভাইয়ের নেতৃত্বে লড়াই-সংগ্রাম: বাচ্চু চাকমা MRU INDIGENOUS BLOG Date: 17 June 2019 Published: 20 June 2019 Time: 10:10PM Writer: Bachchu Chakma কাউকে বা কোন পক্ষকে প্রশংসার জন্য কিংবা স্রেফ সমালোচনার জন্য বিশেষ উদ্দেশ্য নিয়ে আমার এ লেখা নয়। পার্বত্য চট্টগ্রামের তথাকথিত ভ্রাতৃঘাতী সংঘাত, নানা বিভক্তির প্রসঙ্গে বাস্তব সত্যটাকে জনগণের সম্মুখে উপস্থাপন করার জন্যে আমার এই ক্ষুদ্র প্রয়াস। প্রথমে বলে রাখা শ্রেয় মনে করছি যে, পাহাড়ের জুম্ম জনগণের আন্দোলনকে ভিন্নভাবে উপস্থাপন করার জন্যে শাসকশ্রেণির ষড়যন্ত্রের কোন শেষ নেই। বিভক্তি মানে কি? অভিধানের ভাষায় যদি বলি বিভক্তি মানে হল ভাগ বা বিভাজন! আমি যদি রাজনৈতিক গ্রামারে চলে যাই তাহলে দেখবো যে, বিভক্তি মানে পার্থক্য আর পার্থক্য মানেই হল দ্বন্দ্ব। পার্থক্যটা কোন দৃষ্টিকোণ থেকে বিচার-বিশ্লেষণ করা হবে, চিন্তা-চেতনা বা নীতি, আদর্শগত পার্থক্য ও দৃষ্টিভঙ্গির পার্থক্য, মতাদর্শগত পার্থক্য একই সমাজের মানুষের চিন্তা-চেতনা তথা দৃষ্টিভঙ্গির অমিল।  অপরদিকে মানবসমাজের ক্রমবিকাশের দিকে যদ...

খাগড়াছড়িতে নিখোঁজের দুইদিন পর যুবকের লাশ উদ্ধারঃ

খাগড়াছড়ির জেলায় নিখোঁজের দুইদিন পর প্রভাকর ত্রিপুরা নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। MRU INDIGENOUS BLOG Date: 20 June 2019 Published: 09:30PM প্রভাকর ত্রিপুরা (নিহত) নিজস্ব প্রতিবেদক: খাগড়াছড়ি সদরের খাগড়াপুর এলাকায় নিখোঁজের দুইদিন পর এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।  বৃহস্পতিবার দুপুর ১২টায় বাড়ির পেছনের একটি গর্ত থেকে পুলিশ প্রভাকর ত্রিপুরা রানার লাশ উদ্ধার করে। নিহত রানা খাগড়াপুর এলাকার সুরেন্দ্র ত্রিপুরার ছেলে এবং ঢাকার সরকারি বাংলা কলেজের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী। নিহতের স্বজনরা জানান, গত মঙ্গলবার রাতে ভাইয়ের বাড়িতে ঘুমায় রানা। সকাল থেকে তার কোন খোঁজ খবর না পাওয়ায় এবং বাড়ির পেছনের দরজায় রক্তের দাগ দেখে বিভিন্ন জায়গায় তার খোঁজ নেওয়া হয়। বৃহস্পতিবার সকালে বাড়ির পেছনে সেপটিক ট্যাকের জন্য তৈরী করা গর্তে তার লাশ দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। খাগড়াছড়ি প্রতিদিন প্রতিবেকঃ খাগড়াছড়ি সদর থানার ওসি মুহম্মদ আব্দুর রশিদ জানান, নিহতের শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে।  ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত করছে বলেও জানান তিন...

মাতা-পিতার প্রতি অশ্রদ্ধায় ১০টি ফলঃঅাশিন ধর্মপাল:

  নিজের ভুল থাকুক বা নাই থাকুক মা-বাবার প্রতি অশ্রদ্ধা করে উচ্চশব্দে কথা বলা, মুখের উপর তর্ক করা, কথায় কথায় রাগের বহিঃপ্রকাশ করা অপরাধের৷  MRU INDIGENOUS BLOG Date: 20 June 2019 Published: 07:443AM সংগৃহীত ছবিঃ  নিজের ভুল থাকুক বা নাই থাকুক মা-বাবার প্রতি অশ্রদ্ধা করে উচ্চশব্দে কথা বলা, মুখের উপর তর্ক করা, কথায় কথায় রাগের বহিঃপ্রকাশ করা অপরাধের৷ অার সেই অপরাধের ফল দশটি দন্ডকর্মের অন্তত একটি হলেও ইহলোকেই ভোগ করবে,, ১—তীব্র অসহ্য সন্ত্রনাময়ে জীবন পার করা৷ ২—অঙ্গ-প্রত্যঙ্গ নষ্ট হওয়া৷ ৩—রোগের তাড়নায় জীবন অতিবাহিত করা৷ ৪—উন্মাদ হওয়া৷ ৫—বিভিন্ন কারণে রাজার দন্ডে দণ্ডিত হওয়া৷ ৬—বড় ধরণের মামলা মোকদ্দমায় ফেঁসে যাওয়া৷ ৭—স্ত্রী-পুত্র-কন্যা, পরিবারের, সাংসারিক সুখ নষ্ট হওয়া৷ ৮—ধন সম্পত্তির ধীরে ধীরে পরিহানি হওয়া৷ ৯—ঘর-বাড়ি অগ্নির রাগে দগ্ধ হওয়াা৷ ১০—এবং সবশেষে নরকে পতিত হওয়া৷  অার তাই, যদিও নিজের কোন ভুল নেই, তারপরও পিতা-মাতার ক্রোধের সময় ক্ষান্তি পরায়ন হয়ে সহনশীল হও৷ পরে ক্রোধ কমে গেলে ধীরে ধীরে তা বিনয়ের সাথে বলার চেষ্টা কর৷ এতে তোমার উপর ...

চট্টগ্রামে ভুয়া ডাক্তার বিকিরন বড়ুয়াকে ৬ মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতঃ

চট্টগ্রামের দক্ষিন পতেঙ্গা এলাকার বিজয় নগরে বিকিরন বড়ুয়া  নামে এক ভুয়া ডাক্তারকে ছয় মাসের কারাদন্ড ও এক লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। এ সময় আয়েশা মেডিকেল নামে এক ফার্মেসিকে মেয়াদোত্তীর্ণ ও ভেজাল ঔষধ বিক্রির দায়ে পঞ্চাশ হাজার টাকা জরিমানা ও এর মালিক ফরিদুল আলমকে তিন মাসের কারাদন্ড প্রদান করা হয়। পতেঙ্গা সার্কেল এর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়, এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের ডাঃ মোহাঃ ওয়েজেদ চৌধুরী অভি এবং র‍্যাব ৭ এর সিনিয়র পুলিশ সুপার  মিমতানূর সহ অন্যান্য র‍্যাব সদস্যবৃন্দ। গতকাল বিকালে কথিত ডাক্তার বিকিরন বড়ুয়াকে ধরার জন্য তার কাছে রোগী সেজে এক র‍্যাব সদস্যের মাধ্যমে সিরিয়াল নেওয়া হয়। সন্ধ্যা ৬ টায় চেম্বারে আসতে বলা হয় তাকে। দক্ষিন পতেঙ্গার বিজয়নগরের আয়েশা মেডিকেলে তার চেম্বারে গিয়ে দেখা যায় বাইরে অসংখ্যা রোগীর ভীড়। নিজেকে ডায়েবেটিস, মেডিসিন ও শিশু রোগের চিকিৎসক দাবি করা বিকিরনের চেম্বারের বাইরে বেশ কয়েকজন অন্তঃস্বত্তা মহিলা ও কয়েকটি শিশুকে দে...