এমএন লারমা স্মরণে এবং তার আদর্শ সংগ্রামকে স্মৃতিচারণে তুলে ধরেছেন। ছবিঃ জুম্ম জাতির মহান নেতা এমএন লারমা লিখেছেনঃ সৌরব চাকমা দশই নভেম্বর এমএন লারমা! তুমি পাহাড়ের মুক্তির দিশারি নিপীড়িত মানুষের মুক্তির কন্ঠস্বর। তোমার দেখানো রক্ত পিচ্ছিল পথে হাজারো তরুন আজও অগ্রসর। নভেম্বর কেড়ে নিয়েছে তোমার তাজা প্রাণ কেড়ে নিতে পারেনি চিন্তা-চেতনা। তোমার নির্দেশিত মুক্তির পথই আজ তরুন-প্রজন্মের সাধনা। গিরি-প্রকাশ-দেবেন-পলাশ চক্রের আক্রমনে নিভে যায় পাহাড়ের প্রদীপ। তোমার চিন্তা-চেতনা,মুক্তির দর্শন আজও তোমাকে রেখেছে সজীব। রক্তাক্ত ১০ই নভেম্বর! ফিরে আসে অশ্রু সিক্ত নয়নে রক্তাক্ত ১০ই নভেম্বর! নিয়ে আসে শোকের ছায়া প্রতিবাদী মানুষের মননে। ১০ই নভেম্বর দিন! অস্থায়ী শহীদ বেদী ভরে যায় শত রক্ত জবা,হাস্নাহেনা,গাদা ফুলে। শোকার্ত মানুষের ভীড় জমে বেদীতে কালো ব্যাজ,জুতা খুলে। প্রত্যুষে পায়ে চলা পথে খালি পায়ে বেরিয়ে পড়ে বেদনার্ত মানুষের দল। যেতে হবে গিরি-ঝরনা,জুম-প াহাড়ের পথ বেয়ে তবুও তারা লারমার শহীদ বেদীতে যেতে অবিচল। শীতের কুয়াশা-শিশিরে ভেজা মেঠো পথ পেরিয়ে। শাসকের মেশিনগান,বেয়নেটের ভয় এড়িয়ে শা...
সত্যের সন্ধানে ম্রো আদিবাসী ব্লগ। সত্যের সংবাদ প্রকাশ করা ম্রো আদিবাসী ব্লগের মূল উদ্দেশ্য।