কবিতার মাধ্যমে লড়াইয়ের জন্য তৈরি হওয়ার আহবান জানিয়েছেন আমাদের অনুজ সংগ্রামী উথোয়াইনু মারমা। "এবারে তৈরি হও" বসে থাকা আর নয়; ধ্বংসের মুখোমুখি আমরা। এবারে তৈরি হও। মরনে ভয়ে বসে থাকা আর না; এসে গেছে ধ্বংসের বার্তার। এবারে তৈরি হও। রাষ্ট্রযন্ত্রে যুগ যুগ শোষণে পাহাড় আজ বির্বণ; পাহাড়ে ফুল-পাখি বে-সুরে গাইছে বিষাদের গান। রাষ্ট্রযন্ত্র কর্তৃক নির্যাতিত-শোষিত-নিপীড়িত বোনের চোখে জলে পাহাড়ে রন্ধ্রে রন্ধ্রে প্লাবিত। প্রতিটি মায়ের চোখে রয়েছে অপ্রকাশিত মেয়ের নিরাপদ জীবনে প্রতীক্ষা আর ক্ষোভ। রাষ্ট্রযন্ত্র ষড়যন্ত্রে পাহাড়ে জুম্ম ক্ষত-বিক্ষত আর রক্তাক্ত; রাষ্ট্রযন্ত্র 'বিভেদ কর, শাসন কর' নীতি'র সুরে পাহাড়ে জুম্ম ক্ষত-বিক্ষত আর রক্তাক্ত। কান পেতে শুনলে - শুনতে পায়; চোখ খুলে দেখলে - দেখতে পায়; বোন বলছে - দাদা, রাষ্ট্রযন্ত্র কর্তৃক জুম্ম নারীর প্রতি সহিসংতা থেকে রক্ষা করো। মা ছেলেকে বলছে - তোমার বোনকে ধর্ষণের হাত রক্ষা করো, আমার দামাল ছেলে। শুধু নির্বাক হয়ে চেয়ে আছে - শত শত যন্ত্রণা মাঝে একটায় স্বপ্ন জুম্ম জাতির একদিন মুক্তি পাবে; বিজয় হবে। বসে থাকা আর...
সত্যের সন্ধানে ম্রো আদিবাসী ব্লগ। সত্যের সংবাদ প্রকাশ করা ম্রো আদিবাসী ব্লগের মূল উদ্দেশ্য।