পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ সাবেক কেন্দ্রীয় কমিটির সহ -সাধারণ সম্পাদক ও বান্দরবান জেলা শাখা পিসিপি কমিটির সাবেক সহ-সভাপতি পাসেন বম মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার কাছথেকে ২০১৯ সালের জাতীয় তরুণ উদ্যোক্তার পুরস্কার গ্রহণ করেছেন, একই সাথে বিদেশ ভ্রমণের সুযোগও পেয়েছেন তিনি। ম্রো আদিবাসী ব্লগ ডেস্ক পাবলিশ তারিখঃ ০৯/০২/২০২০ পাবলিশ টাইমঃ ২:৩৩ ছবিতেঃ পাসেন বম এবং জাতীয় তরুণ উদ্যোক্তার পুরস্কারের ছবি । পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ বান্দরবান জেলা শাখা কমিটির পক্ষ থেকে পাসেন বমকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন এবং একই সাথে গর্বিত প্রকাশ করে তার সহকর্মীরা বলেন- পিসিপিরাই সমাজের আদর্শীক ও আত্মনির্ভরশীল হয়ে প্রতিষ্ঠিত হতে শেখায় এটাই প্রমাণিত। পাসেন বম সম্প্রীতির বান্দরবান জেলার ফারুক পাড়া বাসিন্দা। তিনি পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ সাবেক কেন্দ্রীয় কমিটির সহ -সাধারণ সম্পাদক ও বান্দরবান জেলা শাখা পিসিপি কমিটির সাবেক সহ-সভাপতি। ছবিঃ জাতীয় তরুণ উদ্য...
সত্যের সন্ধানে ম্রো আদিবাসী ব্লগ। সত্যের সংবাদ প্রকাশ করা ম্রো আদিবাসী ব্লগের মূল উদ্দেশ্য।