থানচি উপজেলা সরকারি হাসপাতালে ভুল চিকিৎসায় এক শিশু রোগী মারা গেছে বলে খবর পাওয়া গেছে। Mru Indigenous Blog Date: 26.09.2019 Published Date: 27.09.2019 Time: 10:10am ছবিঃ থানচি সরকারি হাসপাতাল সম্প্রতি বান্দরবান পার্বত্য জেলা থানচি উপজেলা সরকারি হাসপাতালে ভুল চিকিৎসায় ২ মাস ৫দিন বয়সের এক শিশু মারা গেছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগ করেছেন নিহত শিশুর পিতা থানচি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক খেমং মারমা। নিহত শিশু মারা যাওয়ার কয়েক ঘন্টা পর নিহত শিশুর পিতা খেমং মারমা তার নিজস্ব ফেসবুক টাইমলাইনে ভুল চিকিৎসায় তার নিষ্পাপ সন্তান মারা গিয়েছেন বলে পোস্ট করেন। উল্লেখ্য যে, খেমং মারমা এর একমাত্র পুত্র যার বয়স এখনো মাত্র ২ মাস ৫ দিন শিশু। অসুস্থ হওয়ায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে ভুল চিকিৎসায় শিশুটি মারা যায়। তার নিজস্ব ফেসবুক আইডিতে পোস্ট করা নিহতের শিশুর পিতা খেমং মারমা এর আবেগময় ও দুঃখের ভাষ্য স্ট্যাটাস। নিহত শিশুর পিতার ভাষ্যমতে জানা যায়, তার সন্তানকে ভুল চিকিৎসা করার কারণে তার একমাত্র পুত্র অকালে প্রাণ হারিয়েছে। শুধু তাই নই, থানচি উপজেলায় পর্যাপ্ত চিকিৎসার সামগ...
সত্যের সন্ধানে ম্রো আদিবাসী ব্লগ। সত্যের সংবাদ প্রকাশ করা ম্রো আদিবাসী ব্লগের মূল উদ্দেশ্য।