বান্দরবান জেলা লামা আলীকদম উপজেলায় বন্ধ হচ্ছে না অবৈধ পাথর উত্তোলন। এর ফলে পাহাড়ের অঞ্জলে পানির সংকট দেখা দিয়েছে। নিজস্ব প্রতিবেক বান্দরবান জেলা তারিখঃ ৬ জুন ২০১৯ প্রকাশিতঃ ১০:১০মিনিট (সকাল) লামা-আলীকদমে বিভিন্ন নদী, ঝিরি, খাল, ছড়া ও ঝর্ণা থেকে পানির উৎস নষ্ট করে অবৈধভাবে পাথর উত্তোলন করা হচ্ছে। এসব এলাকার বেশকিছু স্থানে উত্তোলনকৃত প্রায় ৬ লক্ষাধিক ঘনফুট পাথর পাচারের জন্য মজুদ করা হয়েছে। বান্দরবান জেলা প্রশাসন কর্তৃক কোন প্রকার সরকারি অনুমোদন বা পারমিট না দিলেও নির্বিচারে অবৈধ পাথর উত্তোলন বন্ধ করা যাচ্ছে না। লামা-আলীকদমের বেশ কয়েকটি স্থানে বিশাল স্টক করে উত্তোলনকৃত এইসব অবৈধ পাথর রাখা হয়েছে। এদিকে কর্তৃপক্ষ যেন বিষয়টি জেনেও না জানার ভান করছেন। কখনো কখনো একে অন্যের দায়িত্ব বলে বিষয়টি এড়িয়ে গিয়ে পাথর ব্যবসায়ীদের সুযোগ সৃষ্টি করে দিচ্ছেন বলেও অভিযোগ উঠেছে। বান্দরবান জেলা প্রশাসক মো. দাউদুল ইসলাম জানিয়েছেন, চলতি বছরে লামা-আলীকদমে কোন পাথর উত্তোলনের পারমিট দেওয়া হয়নি। অবৈধ পাথর ব্যবসায়ী ও জড়িতদের আইনের আওতায় আনা হবে। এলাকাবাসী বলছে, লামা-আ...
সত্যের সন্ধানে ম্রো আদিবাসী ব্লগ। সত্যের সংবাদ প্রকাশ করা ম্রো আদিবাসী ব্লগের মূল উদ্দেশ্য।