বিষয়ঃ শিক্ষা বিভাগ প্রতিবেদকঃ ম্রো আদিবাসী পেইজ মে ৫, ২০১৯। ১০:১০ Photo: Reng Hai Mru -------------------------------- কবিতাঃ পবিত্র আচারনুষ্ঠান লেখকঃ রেংহাই ম্রো ----------- আমি তোমার আত্না বহন করব প্রতিকনা বাতাসে স্বপ্নের উপহার হিসেবে এবং আমি প্রতি পদক্ষেপে তোমার আশা এবং শব্দের পথপ্রদর্শক হবো আমার শব্দ সহযাত্রী হবে তোমার ভেতরের বর্জপাত গর্জিত তুমি আমার বাহুতে বিশ্রাম নেবে। ভালোবাসা, যেন শুরুর আগুন, আমাদের ধৈর্য এবং স্বপ্নরাজ্যে ডানা দাও! আমি তোমার সকল উম্মাদ এবং পরমান্দদায়ক আকাঙ্খার সঙ্গ দেব, আমি তোমার সকল সফলতার সাক্ষী হবো স্তুতিগানের প্রতিধ্বনির মাধ্যমে, সুখের চিহ্ন সহযোগে। তোমার চোখ দুটো রাতের গভীরে তারার ★ মতো, তুমি আমাকে পথ দেখাও ছায়ার মতো ভালোবাসার সত্যিকার হৃদয়ের দিকে। আমি তোমার একাগ্রগতার আলিঙ্গন চাই, জড়িয়ে ধরো বন্দি করো, অসম্ভবের বাইরে জাগতিকতার বাইরে। #সমাপ্ত📝
সত্যের সন্ধানে ম্রো আদিবাসী ব্লগ। সত্যের সংবাদ প্রকাশ করা ম্রো আদিবাসী ব্লগের মূল উদ্দেশ্য।