মিলিন্দ প্রশ্ন মতে, রাজা মিলিন্দের জন্ম হয় আলাসান্দ্রার কালাসি নামক গ্রামে। উক্ত স্থান বর্তমানে আফগানিস্থানের কান্দাহারে। ওনার রাজধানী ছিল সালাগায়, যেটি বর্তমান ভারতের পাঞ্জাবে। মিলিন্দ ছিলেন ইন্দো-গ্রীক রাজা (সম্ভবত বুদ্ধাব্দ ১৬৫ বা ১৫৫-১৩০) যিনি দক্ষিণ এশিয়াতে এক বিশাল সাম্রাজ্য স্থাপন করেন এবং পরবর্তীতে বৌদ্ধ ধর্মের পৃষ্টপোষকতা করেন। মিলিন্দ কোকাসাসে জন্মগ্রহণ করেন এবং বাক্ট্রিয়ার রাজা হন। ভারত মহাদেশে ওনার সাম্রাজ্যর পরিমাণ ছিল পশ্চিমের বর্তমান আফগানিস্থানের কাবুল নদীর উপত্যকা থেকে পূর্বের রবি নদীর উপত্যকা পর্যন্ত, উত্তরের শোয়াত নদীর উপত্যকা থেকে হ্যামল্যান্ড প্রদেশ পর্যন্ত। প্রাচীন ভারতীয় লেখকগণ মনে করেন তিনি অ্যালেকজান্ডার থেকেও বেশি প্রদেশ জয় করেন, যেমন রাজস্থান আর পাটলিপুত্রের অভিযান। ম্রো আদিবাসী ব্লগ প্রকাশঃ ১৫ মার্চ ২০২০ সময়ঃঃ ০৭:৫০ ছবিঃ রাজা মিলিন্দ। সম্রাট অশোকের পর বৌদ্ধ ধর্মের মশাল উজ্জীবিত রাখেন রাজা মিলিন্দ। মৌর্য সাম্রাজ্যর অবসানের পর অধিরাজত্ব আসে গ্রীকদের হাতে। বৌদ্ধ ধর্মে মিলিন্দ সর্বাপেক্ষা পরিচিতি লাভ করেন মিলিন্দ প্রশ্ন গ্রন্থের দ্বারা। ম...
সত্যের সন্ধানে ম্রো আদিবাসী ব্লগ। সত্যের সংবাদ প্রকাশ করা ম্রো আদিবাসী ব্লগের মূল উদ্দেশ্য।