পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির আলীকদম উপজেলার থানা শাখার সক্রিয় কর্মী সাবেক ছাত্রনেতা বাচিংনু মারমা গতকাল ব্রেইন স্ট্রোক হয়ে মারা গেছেন। নিজস্ব প্রতিবেদক আলীকদম বিভাগের সংবাদ বান্দরবান প্রতিনিধি মে ২৯, ২০১৯। প্রকাশিতঃ রাত ০৯ঃ৪৫। ছবিঃ লড়াকু সৈনিক বাচিংনু মারমা ছবিঃ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাচিংনু মারমা ------------------------------------------------> জনসংহতি সমিতির সক্রিয় কর্মী সাবেক ছাত্রনেতা বাচিংনু মারমা গতকাল ব্রেইন স্ট্রোক হয়ে চট্টগ্রাম ইপিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বাচিংনু মারমার দাদা মংনু হেডম্যান জানায়, গত কয়েক দিন ধরে বাচিংনু মারমা অসুস্থ ছিলেন এবং উচ্চ রক্তচাপের কারণে হঠাৎ ব্রেইন স্ট্রোক করেন। ব্রেইন স্ট্রোক হওয়ার কয়েক ঘন্টার পর চট্টগ্রাম উদ্দেশ্যে বাচিংনু মারমাকে নিয়ে যাওয়া হয়। চট্টগ্রাম ইপিক হাসপাতালে নেওয়া হলে প্রথমে তাকে CHCR চিকিৎসা দেওয়া হয়। এরপর চিকিৎসাধীন অবস্থায় আনুমানিক সন্ধ্যায় ০৬:৫৫ মিনিটে তিনি প্রাণ ত্যাগ করেন। বাচিংনু মারমা বাড়ি আলীকদম উপজেলার বাজার পাড়া। নির্দিষ্ট গ্রামের ন...
সত্যের সন্ধানে ম্রো আদিবাসী ব্লগ। সত্যের সংবাদ প্রকাশ করা ম্রো আদিবাসী ব্লগের মূল উদ্দেশ্য।