Skip to main content

Posts

Showing posts from May 14, 2019

সবার সহযোগীতায় ও আশীর্বাদে স্নাতকোত্তর সম্পন্ন করলামঃ মংক্য থোয়াই মারমা

গরীবের ছাত্র মংক্য থোয়াই মারমা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। তিনি বিশ্ববিদ্যালয়ে ভর্তিকালীন সময়ে খুবই অর্থের অভাব মধ্য দিয়ে কাটিয়েছেন বলে জানান। তারপর বন্ধু বান্ধব ও দেশ বিদেশ থেকে পরিচিত ব্যক্তিরা মংক্য মারমা পাশে দাড়ান এবং অর্থ সহযোগিতা করেন। তারপর শুরু হয় তার বিশ্ববিদ্যালয় জীবন। মংক্য মারমা অত্যন্ত মেধাবী ছাত্র এবং গ্রামাঞ্চলের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুল কলেজ  থেকে ভালো রেজাল্ট করে সরকারি বিশ্ববিদ্যালয় অর্থাৎ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্স পাই তিনি।  মংক্য মারমা ফেসবুক আইডি লিংকঃ   Mongkya Thowai  ------------------------ Post Graduated Today চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাড়ে পাঁচবছরের অধ্যায় স্নাতকোত্তর পর্যায়ে ভাইভার মাধ্যমে শেষ হল। গ্রামের স্কুল কলেজে পড়ে বিশ্ববিদ্যালয়ে আসা আমার জন্য অনেক কঠিন ছিল। তারপরও সবার সহযোগিতায় এবং নিজের একাগ্রতায় সরকারি বিশ্ববিদ্যালয়ে পড়তে পারাটা আমার কাছে স্বপ্নকে ছুঁটে পারার মত। বিশ্ববিদ্যালয়ে পড়তে এসে ...