ফেইসবুক ওয়ালে, টুইটারে, ইনস্টাগ্রামে, গুগলে আমরা কত কিছুই না দেখছি , কি কি ঘটেছে সব প্রায় দেখে থাকি। দেখেছি গলি বয় রানা, দেখেছি কালোঘাটের রানু মন্ডলকে, দেখেছি জিরো থেকে হিরো হওয়া হিরো আলমকে। কিন্তু এবার দেখছি এক অসহায় ছেলের আর্তনাদ । যে মায়ের চিকিৎসার জন্য নিজের কিডনি বিক্রি করার সিধান্ত নিয়ে ফেইসবুকে একটি পোস্ট দেন। তার নাম জুনান চাকমা। ফেইস বুকের আইডির নাম “জুনান নে” আইডি লিংকঃ https://www.facebook.com/profile.php?id=100011693405691 গত ০৯/০২/২০২০তারিখ এ পোস্ট করেন তার আইডিতে । এ অসহায় ছেলেটির সাথে যোগাযোগ করে জানা যায়, তার মা বেশ কয়েক মাস যাবত অসুস্থ। প্রথমে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে চিকিৎসা গ্রহন করলে সেখানে জানতে পারে তার মা ব্রেইন ক্যানসার রোগে আক্রান্ত। বর্তমানে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন। এ যাবত চিকিৎসার জন্য প্রায় ৩লাখ এর কাছাকাছি নিজের খরচে ব্যয় করেছেন। আরো উন্নত চিকিৎসার জন্য প্রায় ৩লাখ টাকা প্রয়োজন বলে জানান তিনি। কিন্তু কৃষক পরিবারের সন্তানের এ টাকা জোগাড় করতে হিমশিম খাচ্ছে। তাই নিজের কিডনি বিক্রি করার জন্...
সত্যের সন্ধানে ম্রো আদিবাসী ব্লগ। সত্যের সংবাদ প্রকাশ করা ম্রো আদিবাসী ব্লগের মূল উদ্দেশ্য।