বান্দরবানে হত্যা ও অপহরণ আতঙ্কে আদিবাসী গ্রাম গুলোতে কোন পুরুষ রাতে নিজ ঘরে রাত্রিযাপন করছে না। কয়েকদিন ধরে বান্দরবান জেলায় চলছে খুনাখুনি ও অপহরণ ঘটনা। নিজস্ব প্রতিবেদক বান্দরবান বিভাগের সংবাদ আপডেটঃ ২৪ মে, ২০১৯। প্রকাশিতঃ ১০:৫৫। উল্লেখ্য যে, বান্দরবানে হত্যা আর অপহরণ আতঙ্কে পুরুষ শূন্য হয়ে পড়েছে বান্দরবান সদর উপজেলার কুহালং ও রাজভিলা ইউনিয়নের বেশ কয়েকটি আদিবাসী গ্রাম। গত ২ সপ্তাহে এসব গ্রাম থেকে ৩ জনকে হত্যা ও ২ জনকে অপহরণ করে নিয়ে গেছে সন্ত্রাসীরা। সর্বশেষ গত বুধবার উজিমুখ পাড়া থেকে আ.লীগ নেতা চ থোই মংকে অপহরণ করে নিয়ে যায় সন্ত্রাসীরা। একের পর এক হত্যা আর অপহরণের কারনে আতঙ্ক আর ভয়ে এলাকা ছেড়ে বাইরে অবস্থান করছে এসব এলাকার প্রায় শতাধিক পুরুষ। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্ত্রাসী গ্রুপ একে অপরের উপর প্রতিশোধ নেয়ার জেরে হত্যা করছে সাধারণ নিরীহ মানুষকে শুধু তাই নয়, অপহরণ করেও নিয়ে যাচ্ছে। তাই তাদের হাত থেকে পালিয়ে বাঁচতে এলাকা ছেড়ে অন্যত্র অবস্থান নিয়েছে বুড়ি পাড়া, উজিমুখ হেডম্যান পাড়া, জর্দান পাড়া ও রাবার বাগান এলাকাসহ বেশ কয়েকটি পাড়ার যুবক ও...
সত্যের সন্ধানে ম্রো আদিবাসী ব্লগ। সত্যের সংবাদ প্রকাশ করা ম্রো আদিবাসী ব্লগের মূল উদ্দেশ্য।