Skip to main content

Posts

Showing posts from May 24, 2019

বান্দরবানে হত্যা ও অপহরণ আতঙ্ক : রাতে আদিবাসী গ্রামগুলো পুরুষ শূন্যঃ

বান্দরবানে হত্যা ও অপহরণ আতঙ্কে আদিবাসী গ্রাম গুলোতে কোন পুরুষ রাতে নিজ ঘরে  রাত্রিযাপন  করছে না। কয়েকদিন ধরে বান্দরবান জেলায় চলছে খুনাখুনি ও অপহরণ ঘটনা। নিজস্ব প্রতিবেদক  বান্দরবান বিভাগের সংবাদ  আপডেটঃ ২৪ মে, ২০১৯। প্রকাশিতঃ ১০:৫৫। উল্লেখ্য যে, বান্দরবানে হত্যা আর অপহরণ আতঙ্কে পুরুষ শূন্য হয়ে পড়েছে বান্দরবান সদর উপজেলার কুহালং ও রাজভিলা ইউনিয়নের বেশ কয়েকটি আদিবাসী  গ্রাম। গত ২ সপ্তাহে এসব গ্রাম থেকে ৩ জনকে হত্যা ও ২ জনকে অপহরণ করে নিয়ে গেছে সন্ত্রাসীরা। সর্বশেষ গত বুধবার উজিমুখ পাড়া থেকে আ.লীগ নেতা চ থোই মংকে অপহরণ করে নিয়ে যায় সন্ত্রাসীরা। একের পর এক হত্যা আর অপহরণের কারনে আতঙ্ক আর ভয়ে এলাকা ছেড়ে বাইরে অবস্থান করছে এসব এলাকার প্রায় শতাধিক পুরুষ। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্ত্রাসী গ্রুপ একে অপরের উপর প্রতিশোধ নেয়ার জেরে হত্যা করছে সাধারণ নিরীহ মানুষকে শুধু তাই নয়, অপহরণ করেও নিয়ে যাচ্ছে। তাই তাদের হাত থেকে পালিয়ে বাঁচতে এলাকা ছেড়ে অন্যত্র অবস্থান নিয়েছে বুড়ি পাড়া, উজিমুখ হেডম্যান পাড়া, জর্দান পাড়া ও রাবার বাগান এলাকাসহ বেশ কয়েকটি পাড়ার যুবক ও...

গরিবরা নয়, শিক্ষিত-জ্ঞানপাপীরা দুর্নীতি করেঃ

চট্টগ্রাম বিভাগ এপ্রিল ২৪,২০১৯ প্রকাশিতঃ ১৯:৪৫ বক্তব্য দেন দুদক কমিশনার ড. মোজাম্মেল হক খান। চট্টগ্রাম: দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার (অনুসন্ধান) ড. মোজাম্মেল হক খান বলেছেন, ‘গরিব মানুষ, সাধারণ মানুষ দুর্নীতি করে না। শিক্ষিত জনগণ, যারা জ্ঞানপাপী তারা দুর্নীতি করে। তাদেরকে বুঝানো যায় না। তাদেরকে ধরাও কঠিন ব্যাপার।’ বুধবার (২৪ এপ্রিল) বিকেলে চট্টগ্রাম সার্কিট হাউজের সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তাদের সঙ্গে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম বিভাগীয় ও জেলা প্রশাসন এবং দুদক বিভাগীয় কার্যালয় এ মতবিনিময় সভা আয়োজন করে। দুদক কমিশনার ড. মোজাম্মেল হক খান বলেন, ‘দুর্নীতিবাজদের বিরুদ্ধে কেউ মুখ খুলতে চায় না, শঙ্কিত থাকে। নিচের লোকেরা (নিম্ন পদস্থ কর্মকর্তা-কর্মচারী) ১০০/২০০ টাকা দুর্নীতি করে, কিন্তু উপরের লোকেরা (উচ্চ পদস্থ কর্মকর্তা-কর্মচারী) কোটি কোটি টাকা দুর্নীতি করে। এসব শুধু প্রতিষ্ঠান নয়, রাষ্ট্রের জন্যও ক্ষতিকারক। এসব বিষয় আমাদের দেখা দরকার।’ সভায় দুদক কমিশনার ড. মোজাম্মেল হক খানসহ অতিথিরা। ছবি: উজ্জ্বল ধরতিনি বলেন, ‘দুর্নীতি প্রতিরোধে ...

পুলিশ কোন সাহসে থানায় বিচার বসায়ঃ প্রশ্ন হাইকোর্টেরঃ

প্রকাশ : ০২ এপ্রিল ২০১৯, ১৫:৪৬ | আপডেট : ০২ এপ্রিল ২০১৯, ২১:৫০ | নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস মামলা না নিয়ে থানায় পুলিশের বিচার কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলেছেন হাইকোর্ট। আদালত বলেন, মামলা না নিয়ে থানার ওসিরা কোন সাহসে নিজেরাই বিচার বসায়, সমঝোতার চেষ্টা করে? ওসিরা সব জায়গায় রাতে কোর্ট বসায় কিভাবে? সাতক্ষীরার শ্যামনগর থানায় একটি মামলার ঘটনায় ওসির মধ্যস্থতা করার অভিযোগে করা এক রিট শুনানিতে মঙ্গলবার হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এ মন্তব্য করেন। বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ ওই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন। আদালত বলেন, ১৩ হাজার পুলিশ থানায় বসে মামলার আগেই অভিযোগের সমঝোতা করে ফেলছে। এতে দুই পক্ষের ন্যায়বিচার নিশ্চিত হচ্ছে না। গোটা পুলিশ বিভাগের বদনাম হচ্ছে তাতে। আদালত বলেন, থানা পুলিশ সুবিধা মতো মামলা দেয়। এছাড়া টাকা ছাড়া জিডিও হয়না বলেও মন্তব্য করেন আদালত। নানা কারণে নাগরিকদের থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রয়োজন পড়ে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই ‘চা-পানি’র ব্যবস্থা অর্থাৎ টাকা ছাড়া জিডি করা সম্ভব হয় না বলে অভিযোগ রয়েছে। এ কারণে সাধারণ মানুষ নিতান...

সমাজতন্ত্রে আগ্রহী প্রতি ১০ জনে ৪ মার্কিন: গ্যালপের জরিপ:

ম্রো আদিবাসী  ডেস্ক আমেরিকান সংবাদ ২০:৪৫:০০ মিনিট, মে ২৩, ২০১৯ সমাজতন্ত্র প্রশ্নে মার্কিনদের মধ্যে বিভক্তি আগের যেকোনো সময়ের তুলনায় আরো স্পষ্ট হয়েছে। সম্প্রতি এক জরিপে দেখা গেছে, ৬০ শতাংশ প্রাপ্তবয়স্ক মনে করেন সমাজতন্ত্র তাদের দেশের জন্য খারাপ আর ৪৩ শতাংশ মনে করেন ভালো। যেখানে ১৯৪২ সালে রপার/ফারচুন জরিপে দেখা গিয়েছিল, ৪০ শতাংশ মানুষ সমাজতন্ত্রকে খারাপ মনে করেন আর ২৫ শতাংশ মনে করেন ভালো। ওই জরিপের সময় ৩৪ শতাংশ মার্কিন সমাজতন্ত্র প্রশ্নে কোনো মন্তব্য করতে রাজি হননি। সমাজতন্ত্রের ব্যাপারে মার্কিন মনোভাব জানতে খুব সম্ভবত রপার/ফরচুনই প্রথম জরিপ করে। একই প্রশ্নে গত এপ্রিলের ১৭ থেকে ৩০ তারিখ পর্যন্ত জরিপ পরিচালনা করে গবেষণা প্রতিষ্ঠান গ্যালপ। এতে দেখা গেছে, সমাজতন্ত্রের ব্যাপারে আগ্রহী মার্কিনের সংখ্যা আগের চেয়ে অনেক বেড়েছে। পাশাপাশি সমাজতন্ত্রকে ভালো বা খারাপ বলা মানুষের সংখ্যায় পার্থক্যও কমছে। অর্থাত্ সমাজতন্ত্র প্রশ্নে মার্কিনদের মধ্যে বিভক্তি বাড়ছে। গ্যালপের আগের একটি জরিপে দেখা গিয়েছিল, যুক্তরাষ্ট্রে সাধারণ মানুষের মধ্যে সমাজতন্ত্রের ধারণা কয়েক বছরের মধ্যে বেশ পাল্টেছে। দেখা ...

বান্দরবানে খুন ও অপহরণ বেড়ে যাওয়ায় সন্ত্রাসীদের ধরতে পুলিশের অভিযানঃ

বান্দরবান পার্বত্য জেলায় গত কয়েকদিন ধরে চলছে খুনাখুনি ও অপহরণ। এবং বিভিন্ন গ্রাম হইতে চাঁদাবাজীসহ সন্ত্রাসীদের হামলা বাড়তে থাকে। নিজস্ব প্রতিবেদক  বান্দরবান বিভাগের সংবাদ  মে ২৩,২০১৯ প্রকাশিতঃ ০৯:৫০ মিনিট আগে উল্লেখ্য যে, বান্দরবানে খুন, অপহরণ আর চাঁদাবাজির পরিমাণ বেড়ে যাওয়ায় সন্ত্রাসীদের ধরতে অভিযানে নেমেছে পুলিশ । বৃহস্পতিবার (২৩ মে) সকালে বান্দরবানের পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন মজুমদারের নেতৃত্বে শুরু হয় সাঁড়াশি অভিযান। সাঁড়াশি অভিযানে পুলিশ সদস্যরা বান্দরবান সদর ইউনিয়নের দুই ও তিন নম্বর রাবার বাগান, বুড়িপাড়া ও কুহালং ইউনিয়নের উজি হেডম্যান পাড়া, চড়ুইপাড়া, হেব্রণ পাড়াসহ বিভিন্ন বাড়ি ও দুগর্ম পাহাড়ে অভিযান চালায়। এ সময় পুলিশ কাউকে আটক করতে না পারলেও এলাকার জনপ্রতিনিধি ও স্থানীয়দের সাথে কথা বলে সন্ত্রাসীদের সম্পর্কে তথ্য সংগ্রহ করেন। এছাড়াও এলাকায় কোন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালিত হতে দেখলেই পুলিশকে জানানোর আহ্বান জানান । অভিযানে অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম চৌধুরীসহ পুলিশের অর্ধশত...

জোর করে কেউ যদি আপনার জায়গা জমি ও সম্পত্তি দখল করে, আপনার করণিয় কি? জেনে নিনঃ

জোর করে কেউ যদি আপনার জায়গা জমি ও সম্পত্তি দখল করে, আপনার করণিয় কি? জেনে নিন প্রতিনিয়ত জমি, বাড়ী, ফ্ল্যাট হতে কেউ না কেউ দখলচ্যূত হচ্ছেন। প্রভাবশালী ব্যক্তিরা প্রায়ই অন্য লোকজনের স্থাবর সম্পত্তি জোর পূর্বক বা চাতুরী পন্থায় দখল করে। সম্পত্তি বেদখল বলতে বোঝায় প্রকৃত মালিককে তার মালিকানা থেকে জোর করে উচ্ছেদ করে অবৈধভাবে সেখানে তার স্বত্তা ও দখল প্রতিষ্ঠিত করা। অনেকে দখলচ্যূত হলে থানায় মামলা করতে চাই। পুলিশ কে দিয়ে দখল পুনরুদ্বার করতে চায়। কিন্তু অনেকেই জানেন না বেদখল হলে তার করনীয় কি? ব্যক্তি কর্তৃক স্থাবর সম্পত্তি হতে বেদখল হলে দখল পুনরুদ্বারের জন্য যে সমস্ত প্রতিকার আছে তা নিম্নে তুলে ধরা হলো- ফৌজদারী আদালতে মামলা: কোন ব্যক্তি তার সম্পত্তি হতে বেদখল হওয়ার ২ মাসের মধ্যে তিনি উক্ত ব্যক্তিকে বেদখল করার চেষ্টা হতে বিরত করার জন্য বা সম্পত্তিতে ঐ ব্যক্তির প্রবেশ রোধ করার আদেশ প্রদানের জন্য অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট এর আদালতে ফৌজদারী কার্যবিধির ১৪৫ ধারার বিধান অনুসারে মামলা করতে পারবেন। এ ধরণের মামলা অল্প সময়ের মধ্যেই নিস্পত্তি হয়ে থাকে। তবে মামলা করার পূর্বে থ...

বিশ্বে প্রথমবারের মতো কৃত্রিম গর্ভাশয় তৈরি হলোঃ

জাপানী বিজ্ঞানীরা বিশ্বে প্রথমবারের মতো গর্ভাশয় কৃত্রিম তৈরি করেছে। অনলাইন ডেস্ক  মে ২৩, ২০১৯। -ম্রো আদিবাসী প্রকাশক বিশ্বে প্রথমবারের মতো কৃত্রিম গর্ভাশয় তৈরিতে সফল হয়েছেন বিজ্ঞানীরা। এ গর্ভাশয়ে অপরিণত ভেড়ার ভ্রূণ বাঁচিয়ে রাখার ক্ষেত্রে সফল হয়েছেন জাপানের বিজ্ঞানীরা। তাঁরা আশা করছেন, ভবিষ্যতে অপরিণত মানবভ্রূণ বাঁচাতেও এই কৃত্রিম গর্ভাশয় কাজে লাগানো যাবে। এ গর্ভাশয় তৈরিতে কৃত্রিম প্লাসেন্টা বা গর্ভফুল প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এর আগে গর্ভফুলের এ প্রযুক্তি কেবল পরিণত ভ্রূণের ক্ষেত্রে ব্যবহার করা সম্ভব ছিল। পিটিআইয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গবেষণাসংক্রান্ত নিবন্ধটি ‘আমেরিকান জার্নাল অব অবসট্রেটরিকস অ্যান্ড গাইনোকলজি’ সাময়িকীতে প্রকাশিত হয়েছে। এর আগে অপরিণত ভ্রূণ এই গর্ভাশয়ে টেকানোর প্রমাণযুক্ত কোনো তথ্য ছিল না। এই প্রযুক্তির লক্ষ্য ছিল চিকিৎসাক্ষেত্রে প্রয়োগের জন্য একে প্রস্তুত করা। নতুন গবেষণায় দেখা গেছে, কৃত্রিম গর্ভাশয় বা কৃত্রিম গর্ভফুলভিত্তিক লাইফ সাপোর্ট সিস্টেমটি ৬০০ থেকে ৭০০ গ্রাম পর্যন্ত ভেড়ার ভ্রূণ ধরে রাখতে পারে, যা মানবভ্রূণের ক...

আদিবাসী ছেলেকে বিয়ে করলেন বাঙ্গালী তরুণী শারমিন আক্তারঃ

প্রেমের টানে রিকেন চাকমা (২৩) নামে এক পাহাড়ি ছেলেকে বিয়ে করেছেন  শারমিন আক্তার (২০) নামে মুসলমান তরুণী। নিজস্ব প্রতিবেদক  খাগড়াছড়ির বিভাগের সংবাদ  মে ২৩,২০১৯। প্রকাশিতঃ ০৯:২০ মিনিট  রিকেন চাকমা ও শারমিন আক্তার বিয়ের মালা বদলঃ উল্লেখ্য যে, বিগত ১৭/০৫/২০১৯ইং তারিখে খাগড়াছড়ি জেলার মহালছড়ির উপজেলায় বসবাসরত মাইসছড়ি মাষ্টার পাড়া বাসিন্দা মৃদুল কান্তি চাকমার পুত্র রিকেন চাকমা (২৩) নামে এক পাহাড়ি ছেলের সাথে চট্টগ্রাম আনোয়ার বাশঁখালি বাসিন্দা শারমিন আক্তার (২০) নামে এক মুসলিম তরুণীর বিয়ে হয়েছে। শারমিন আক্তার ও রিকেন চাকমা।  জানা যায়, রিকেন চাকমার সাথে শারমিন আক্তারের দীর্ঘ দিনের প্রেমের সম্পর্ক রয়েছে। এবং একে অপরের প্রতি বিশ্বাস রেখে নিজেদের সিদ্ধান্তে বিয়ে পিরিতে বসেন এই দুই তরুণ-তরুণী। এবং আইন অনুযায়ী  ও চাকমার সামাজিক নিয়মে বিয়ের শেষে কনের নাম পরিবর্তন করা হয় যথা- শারমিন আক্তার থেকে টুম্পা চাকমা নামে রাখা হয়। শারমিন আক্তার ও রিকেন চাকমার আংটি বদল মুহূর্তে।  এই দুই  নবদম্পতি জানায়, আমরা একে অপরকে ভালোবেসে বিয়ে করেছ...

রাজশাহীতে আদিবাসী নারীকে ধর্ষণ, আটক একঃ

রাজশাহীতে এক আদিবাসী নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এবং একজনকে আটক করেছে পুলিশ।  রাজশাহী প্রতিবেদকঃ মে ২০, ২০১৯ প্রকাশিতঃ ৫:৩০ মিনিট আগে। রাজশাহীর দুর্গাপুরে এক আদিবাসী নারী শ্রমিককে ধর্ষণের অভিযোগে জাহাঙ্গীর আলম (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সকালে গ্রেপ্তার জাহাঙ্গীরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। দুর্গাপুর থানার ওসি আব্দুল মোতালেব বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযুক্ত জাহাঙ্গীর উপজেলার বহ্মপুর পূর্বপাড়া গ্রামের বাসিন্দা। ওসি আব্দুল মোতালেব জানান, ভুক্তভোগী নারীর বাড়ি চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায়। কয়েকদিন আগে আরও কয়েকজন আদিবাসী নারীর সঙ্গে ওই নারী দুর্গাপুরে কৃষি শ্রমিক হিসেবে কাজ করতে আসেন। সারাদিন কাজ শেষে রাতে তারা সবাই বহ্মপুর গ্রামের একটি কলোনিতে থাকতেন। শুক্রবার মাঠে কাজ শেষে কলোনিতে ফিরে যান ওই নারী। এরপর তিনি কলোনির পাশে জাহাঙ্গীরের বাড়িতে টিউবওয়েলে পানি আনতে যান। এ সময় একা পেয়ে জাহাঙ্গীর তাকে জোরপূর্বক ধর্ষণ করেন। ওসি আরও জানান, এ ঘটনায় রোববার রাতে একটি মামলা করেন ওই নারী। পরে রাতেই আসামিকে গ্রেপ্তার করে সোমবার আদালতের ...