Skip to main content

Posts

Showing posts from September 25, 2019

বিশ্বশান্তি পুরস্কারের জন্য মনোনীত এক আদিবাসী মেয়ে- Mru Indigenous Blog

দেবাশীষ রেমা, আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক শিশু শান্তি পুরষ্কারের জন্য সম্প্রতি ঘোষণা করা হয়েছে ১৫১ জন মনোনীত প্রার্থীর এবং একমাত্র কানাডিয়ান প্রার্থী হলো উইকওয়েমিকং ফার্স্ট নেশন থেকে আসা অটাম পেল্টিয়ার নামে এক আনিসিনাবে কিশোরী। আনিসিনাবে হ’ল বর্তমানে কানাডা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সংস্কৃতি সম্পর্কিত আদিবাসীদের একটি গ্রুপ। এর মধ্যে ওডাভা, শৌলটাক্স, ওজিবওয়ে (মিসিসাগাস সহ), পটাওয়াতোমি, ওজি-ক্রি এবং অ্যালগনকুইন সম্প্রদায় অন্তর্ভুক্ত রয়েছে। পেলটিয়ার প্রায় ৮ বছর বয়স থেকেই বিশুদ্ধ খাবার জলের পক্ষে কথা বলে যাচ্ছে এবং ইতিমধ্যে জলরক্ষক হিসাবে তার নামডাক – ঠিক যেমন তার চাচি জোসেফাইন মান্ডামিন, যিনি ২০১৬ সালে এক্সেলেন্স ইন কনজারভেশনের জন্য লেফটেন্যান্ট গভর্নরের অন্টারিও হেরিটেজ অ্যাওয়ার্ড পেয়েছিলেন। ২০০৫ সালে চালু করা আন্তর্জাতিক শিশু শান্তি পুরষ্কার এমন শিশুকে দেওয়া হয় যে সারা বিশ্বের শিশুদের জীবন উন্নতি বিধানে কাজ করছে। পেল্টিয়ার তার কাজের জন্য আন্তর্জাতিকভাবে পরিচিত। ২০১৫ সালে সুইডেনে শিশু জলবায়ু সম্মেলনে তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। সম্মেলনের মূল বিষয়টি ছিলো বিশ্বন...