Skip to main content

Posts

Showing posts from May 26, 2019

হাজার মানুষের জীবন বাঁচানো এক মানচিত্রের গল্পঃ ইতিহাস

Sumya Arefin Arni 22 Sep 2018 Share https://roar.media/bangla/main/history/cholera-map Copy Li ws e চোখ বন্ধ করে লণ্ডনের কোনো একটা জায়গার কথা ভাবুন। আপনার কল্পনায় নিশ্চয়ই জাদুঘরে তুলে রাখার মতো বাড়িঘর, পরিচ্ছন্ন রাস্তাঘাট, ছাতা মাথায় ওভারকোট গায়ে চাপিয়ে হেঁটে চলা সাহেব মেমের দল চলে আসবে। লন্ডন কিন্তু সবসময় এমনটা ছিল না। খুব বেশি দিন আগে নয়, ঊনবিংশ শতকেই লন্ডনের পয়ঃনিষ্কাশন ব্যবস্থার দুর্বিসহ অবস্থা ছিল। লন্ডনের একটি জেলা সোহো। তখনো লন্ডনের নর্দমা গিয়ে পৌঁছায়নি সোহোতে। রাস্তার ধারে অপরিকল্পিতভাবে বেড়ে ওঠা গোয়াল, কসাইখানা, উঠতি কলকারখানার তেল-ময়লা পড়ে থাকতো। আদ্যিকালের হাড় জিরজিরে নর্দমাগুলো এসব আর বয়ে নিতে পারছিল না। প্রায় নর্দমা উপচে পড়তো ময়লা। কোথাও পাইপ চুঁইয়ে ময়লা বের হত। এসব আবর্জনায় দিনের পর দিন বিরক্ত হয়ে লন্ডনের কর্তারা ভাবলো, ড্রেনগুলোকে সোজা টেমস নদীতে গিয়ে ফেললেই হয়। হাজার হোক, নদী বলে কথা। কথায় বলে, নদীর জল ঘোলাও ভালো। ওসব ময়লা নদীর পানিতে দাঁড়াবে না। ওদিকে টেমস নদীর সাথে যোগাযোগ ছিল পুরো লন্ডনের পানি সরবরাহ ব্যবস্থা...

২০ ধরনের সুবিধা মিলবে স্মার্ট কার্ডেঃ

ইসি প্রদত্ত নতুন পরিচয়পত্র ‘স্মার্টকার্ড’ ২৫টি খাতে ব্যবহার করা হবে। কার্ডটিতে তিন স্তরে ২৫টির মতো নিরাপত্তা বৈশিষ্ট্য রয়েছে। প্রথম স্তরের নিরাপত্তা বৈশিষ্ট্য খালি চোখে দেখা যাবে, দ্বিতীয় স্তরের বৈশিষ্ট্যগুলো দেখার জন্য প্রয়োজন হবে বহনযোগ্য যন্ত্রাংশ এবং শেষ স্তরের জন্য কোনো ল্যাবরেটরিতে ফরেনসিক টেস্ট করার প্রয়োজন হবে। এটিকে আন্তর্জাতিক মান নিশ্চিত করার জন্য আটটি আন্তর্জাতিক সনদপত্র ও মানপত্র নিশ্চিত করা হবে। ইসি সূত্র জানিয়েছে, নতুন স্মার্টকার্ড মেশিন রিডেবল, যা কার্ড জালিয়াতির হাত থেকে বাড়তি নিরাপত্তা প্রদান করবে।বর্তমানে ভোটারদের কাছে বিদ্যমান লেমিনেটেড ন্যাশনাল আইডি কার্ড ফেরত নিয়ে প্রথমবারের মত বিনামূল্যে  দেয়া হবে স্মার্টকার্ড। এরপর পুনরায় এই কার্ড পেতে চাইলে নির্দিষ্ট ফি দিতে হবে।  জানা গেছে, বিভিন্ন পাবলিক সার্ভিস নিতে এই আইডি কার্ড প্রদর্শন আবশ্যক করার পরিকল্পনা নিয়েছে সরকার। এদিকে নির্বাচন কমিশনের স্মার্টকার্ড প্রকল্পের মাধ্যমে ভোটারদের নতুন যে আধুনিক আইডি কার্ড দেওয়া হচ্ছে, সে ক্ষেত্রে ইসি কিছু নতুন বিধিবিধান করেছে। জানা গেছে, প্রায় ২০০ টাকা মূল্যের স...

নাইক্ষ্যংছড়িতে বন্য হাতি আক্রমণে এক ব্যক্তি নিহতঃ

বান্দরবান জেলায় নাইক্ষ্যংছড়িতে বন্য হাতির আক্রমণে এক ব্যক্তির নিহতের খবর পাওয়া গেছে। নিজস্ব প্রতিবেদক  উনুয়ই মারমা রুহি বান্দরবান প্রতিনিধি  ২৬ মে ২০১৯। ভোর ০৪:২০। বান্দরবান জেলার  নাইক্ষ্যংছড়ির উপজেলার সোনাইছড়িতে বন্যহাতির আক্রমণে মাছাউ মারমা  (৫২) নামে এক ব্যক্তির নিহত  হয়েছে। রোববার (২৬ মে) ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মাছাউ মার্মা উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ৫নং ওয়ার্ড হেডম্যান পাড়ার বাসিন্দা মৃত হ্লারী মার্মার পুত্র ও ৪ সন্তানের জনক। পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার ভোরে প্রতিদিনের ন্যায় নিজ খামার বাড়িতে যাচ্ছিলেন। পথে হেডম্যান পাড়ার দক্ষিণ পার্শ্বে বিলের মাঝখানে বন্যহাতির আক্রমণের শিকার হন। স্থানীয় লোকজন কাজে যাওয়ার সময় লাশ পড়ে থাকতে দেখে তার আত্বীয়-স্বজন ও পুলিশকে খবর দেয়। খবর পেয়ে সোনাইছড়ি পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থল থেকে নিহত মাছাউ মার্মার লাশ উদ্ধার করেন। সোনাইছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহান মার্মা প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, লাশের আশেপাশে অসংখ্য হাতির পায়ের চিহ্ন রয়েছে। তাছাড়া ওই পথে  বন্য হাতির নিয়...

অবৈধ্যভাবে আটককৃত জেএসএস দুই নেতাসহ মোট ৬ জনের নিঃশর্ত মুক্তির দাবিতে জেএসএস প্রেস বিজ্ঞপ্তিঃ

জনসংহতি সমিতির প্রেস বিজ্ঞপ্তি তারিখ: ২৬ মে ২০১৯ সেনাজোনে ডেকে নিয়ে কেএস মং মারমা ও ক্যবামং মারমাকে গ্রেফতারের ঘটনায় নিন্দা ও নি:শর্ত মুক্তির দাবি গতকাল ২৫ মে ২০১৯ বান্দরবান সেনা জোন কর্তৃক পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কেএস মং মারমা এবং বান্দরবান জেলা কমিটির সাধারণ সম্পাদক ও রোয়াংছড়ি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ক্যবামং মারমাকে বান্দরবান সেনাজোনে ডেকে নিয়ে অবৈধ গ্রেফতারের ঘটনায় জনসংহতি সমিতি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। ঘটনার বিবরণে জানা যায় যে, সেনাজোন থেকে খবর দিলে গতকাল অপরাহ্ন ২:০০ ঘটিকায় আলোচনার জন্য কেএস মং মারমা ও ক্যবামং মারমা বান্দরবান সেনাজোনে যান। সেনাজোনে তাদেরকে দুই ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদের পর অবৈধভাবে গ্রেফতার করে বিকাল ৪:০০ ঘটিকায় সেনাজোন কর্তৃপক্ষ তাদেরকে বান্দরবান থানায় সোপর্দ করে। অপরদিকে গতকাল কোলক্ষ্যং মৌজার হেডম্যান থোয়াইহ্ণা প্রু মারমা ও জর্ডান পাড়ার কার্বারী মংহ্লা ত্রিপুরাসহ আরো তিনজনকে আটক করে থানায় নেয়া হয় বলে জানা যায়। তাদের সকলের বিরুদ্ধে গত ২২ মে...