Sumya Arefin Arni 22 Sep 2018 Share https://roar.media/bangla/main/history/cholera-map Copy Li ws e চোখ বন্ধ করে লণ্ডনের কোনো একটা জায়গার কথা ভাবুন। আপনার কল্পনায় নিশ্চয়ই জাদুঘরে তুলে রাখার মতো বাড়িঘর, পরিচ্ছন্ন রাস্তাঘাট, ছাতা মাথায় ওভারকোট গায়ে চাপিয়ে হেঁটে চলা সাহেব মেমের দল চলে আসবে। লন্ডন কিন্তু সবসময় এমনটা ছিল না। খুব বেশি দিন আগে নয়, ঊনবিংশ শতকেই লন্ডনের পয়ঃনিষ্কাশন ব্যবস্থার দুর্বিসহ অবস্থা ছিল। লন্ডনের একটি জেলা সোহো। তখনো লন্ডনের নর্দমা গিয়ে পৌঁছায়নি সোহোতে। রাস্তার ধারে অপরিকল্পিতভাবে বেড়ে ওঠা গোয়াল, কসাইখানা, উঠতি কলকারখানার তেল-ময়লা পড়ে থাকতো। আদ্যিকালের হাড় জিরজিরে নর্দমাগুলো এসব আর বয়ে নিতে পারছিল না। প্রায় নর্দমা উপচে পড়তো ময়লা। কোথাও পাইপ চুঁইয়ে ময়লা বের হত। এসব আবর্জনায় দিনের পর দিন বিরক্ত হয়ে লন্ডনের কর্তারা ভাবলো, ড্রেনগুলোকে সোজা টেমস নদীতে গিয়ে ফেললেই হয়। হাজার হোক, নদী বলে কথা। কথায় বলে, নদীর জল ঘোলাও ভালো। ওসব ময়লা নদীর পানিতে দাঁড়াবে না। ওদিকে টেমস নদীর সাথে যোগাযোগ ছিল পুরো লন্ডনের পানি সরবরাহ ব্যবস্থা...
সত্যের সন্ধানে ম্রো আদিবাসী ব্লগ। সত্যের সংবাদ প্রকাশ করা ম্রো আদিবাসী ব্লগের মূল উদ্দেশ্য।