ম্রো জাতিতে একটি নির্দিষ্ট ডাক নাম কোনটা এই নিয়ে বিশ্লেষণ করছি যা অন্যেকেরই অজানা। MRU INDIGENOUS BLOG Date: 21 June 2019 Published: 01:50PM ক্ষুদ্র লেখকঃ রেংহাই (Reng Hai) আমাদের ম্রো জাতিতে একটি নির্দিষ্ট ডাক নাম রয়েছে। আমাদের একটি নির্দিষ্ট জাতির ডাক নাম হচ্ছে "ম্রো"। কিন্তু ভিন্ন জাতিরা আমাদেরকে বিভিন্ন রকমের নামে ডাক দিয়ে থাকেন যা ম্রো , মুরং, মুরুং, ম্র নামে। এর বিশেষ কারণ কি? ক. পার্বত্য চট্টগ্রাম সাধারণ জ্ঞান বইয়ের একটি ডায়েরিতে দেখলাম "মুরং" জাতি উল্লেখ্য রয়েছে। পার্বত্য চট্টগ্রাম ডায়েরিতে ম্রো জাতির সম্পর্কে যেগুলো উল্লেখ্য রয়েছে সব তথ্য সূত্রে সাবেক ইউপি চেয়ারম্যান রাংলাই ম্রো ও আওয়ামী লীগের সদস্য সিংইয়ং ম্রো। ★কোন জাতিরা কি নামে আমাদের জাতিকে সম্বোধন করেনঃ #বাঙ্গালীঃ "মুরং" ডাকটা হচ্ছে বাঙ্গালীদের চাপিয়ে দেওয়া নাম। সাধারণত বাঙ্গালীরা ম্রো জাতিকে মুরং/মুরংগিয়া বলে ডাকেন। এটি খুব একটা নিচু মনে আমাদের জাতিকে ডাকা হয়েছে যা জাতির মানহানি বলা যায়। ★মারমাঃ সাধারণত মারমা জাতিরা আমাদের জাতিকে "ম্র" নামে ডাকেন। কিন্তু ...
সত্যের সন্ধানে ম্রো আদিবাসী ব্লগ। সত্যের সংবাদ প্রকাশ করা ম্রো আদিবাসী ব্লগের মূল উদ্দেশ্য।