ম্রো জনগোষ্ঠীর ভাষা সৈনিক ও ম্রো আদিবাসীদের অস্তিত্ব রক্ষক ইয়াংঙান ম্রো। ইয়াংঙান ম্রো খুবই সাধারণ একজন ব্যক্তি ও আদর্শ সংগ্রামীও বটে। তিনি ম্রো জাতিকে টিকিয়ে রাখার জন্য নির্লসভাবে কাজ করে যাচ্ছেন। গরীব দুঃখী অসহায় ম্রো জনগোষ্ঠীর জন্য বারে বার লড়ে গেছেন তিনি। ভাষায় যতগুলো বউ প্রকাশিত হয়েছে সবগুলা ইয়াংঙান দ্বারাই অসম্ভবকে সম্ভব হতে হয়েছে। ইয়াংঙান ম্রোর প্রকাশিত ম্রো ভাষার বই আজ গ্রামে গ্রামে ছড়িয়ে পড়েছে এবং সবাই পড়ছে। ইয়াংঙান ম্রোর মতো পরিশ্রমীক ও নিজ ম্রো জাতিকে টিকিয়ে রাখার সংগ্রামে আর কাউকে তেমন দেখা যায়নি বললে। আসুন জেনে নেওয়া যাক ম্রো আদিবাসী লেখক ইয়াংঙান সম্পর্কেঃ ছবিতেঃ ম্রো আদিবাসী লেখক ইয়াংঙান ম্রো ===========⊕⊕ প্রথম আলো সংবাদ সূত্রেঃ ম্রো ভাষার প্রথম লেখক ইয়াংঙান ম্রো। এই যুবক ম্রো সম্প্রদায়ের লেখক ও গবেষক। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাচ্য ভাষা ইনস্টিটিউট থেকে স্নাতকোত্তর শেষে লেখকজীবন বেছে নিয়েছেন। ম্রো ভাষায় প্রথম প্রকাশিত বইয়ের লেখকও তিনি। তাঁর প্রকাশিত বইয়ের সংখ্যা ১৫। এর বাইরে কাজ করে চলেছেন নিজ সম্প্রদায়ের মানুষকে এগিয়ে নিতে। বান্দরবান শহর থেকে ম্র...
সত্যের সন্ধানে ম্রো আদিবাসী ব্লগ। সত্যের সংবাদ প্রকাশ করা ম্রো আদিবাসী ব্লগের মূল উদ্দেশ্য।