Skip to main content

Posts

Showing posts from September 28, 2019

ম্রো ভাষার প্রথম লেখক ও ম্রো জনগোষ্ঠীর নক্ষত্রের আলো ইয়াংঙান ম্রো জীবনীঃ

ম্রো জনগোষ্ঠীর ভাষা সৈনিক ও ম্রো আদিবাসীদের অস্তিত্ব রক্ষক ইয়াংঙান ম্রো। ইয়াংঙান ম্রো খুবই সাধারণ একজন ব্যক্তি ও আদর্শ সংগ্রামীও বটে। তিনি ম্রো জাতিকে টিকিয়ে রাখার জন্য নির্লসভাবে কাজ করে যাচ্ছেন। গরীব দুঃখী অসহায় ম্রো জনগোষ্ঠীর জন্য বারে বার লড়ে গেছেন তিনি। ভাষায় যতগুলো বউ প্রকাশিত হয়েছে সবগুলা ইয়াংঙান দ্বারাই অসম্ভবকে সম্ভব হতে হয়েছে। ইয়াংঙান ম্রোর প্রকাশিত ম্রো ভাষার বই আজ গ্রামে গ্রামে ছড়িয়ে পড়েছে এবং সবাই পড়ছে। ইয়াংঙান ম্রোর মতো পরিশ্রমীক ও নিজ ম্রো জাতিকে টিকিয়ে রাখার সংগ্রামে আর কাউকে তেমন দেখা যায়নি বললে। আসুন জেনে নেওয়া যাক ম্রো আদিবাসী লেখক ইয়াংঙান সম্পর্কেঃ ছবিতেঃ ম্রো আদিবাসী লেখক ইয়াংঙান ম্রো ===========⊕⊕ প্রথম আলো সংবাদ সূত্রেঃ ম্রো ভাষার প্রথম লেখক ইয়াংঙান ম্রো। এই যুবক ম্রো সম্প্রদায়ের লেখক ও গবেষক। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাচ্য ভাষা ইনস্টিটিউট থেকে স্নাতকোত্তর শেষে লেখকজীবন বেছে নিয়েছেন। ম্রো ভাষায় প্রথম প্রকাশিত বইয়ের লেখকও তিনি। তাঁর প্রকাশিত বইয়ের সংখ্যা ১৫। এর বাইরে কাজ করে চলেছেন নিজ সম্প্রদায়ের মানুষকে এগিয়ে নিতে। বান্দরবান শহর থেকে ম্র...

ঢাকায় পিসিপির নবীন বরণ অনুষ্ঠিত-২০১৯/Mru Indigenous Blog

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে পাহাড়ী ছাত্র পরিষদ ঢাকা মহানগরের উদ্যোগে ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ঢাকাস্থ বিভিন্ন পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান এবং মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়েছে। Mru Indigenous Blog Published: 28/09/2019 Time: 08:07pm উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমদ। এছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. খায়রুল চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় স্টাফ সদস্য অনন্ত বিকাশ ধামাই, বাংলাদেশ আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদের সাধারন সম্পাদক অলীক মৃ এবং পাহাড়ী ছাত্র পরিষদের কেন্দ্রীয় স্কুল ও পাঠাগার বিষয়ক সম্পাদক পলাশ চাকমা প্রমুখ। পাহাড়ী ছাত্র পরিষদের ঢাকা মহানগর শাখার সাধারন সম্পাদক রেঙ ইয়ং ম্রো এর পরিচালনায় এবং সভাপতি নিপন ত্রিপুরার সভাপতিত্বে উক্ত আয়োজনে শুরুতেই জাতীয় সংগীত ও সংগঠনের দলীয় সংগীত পরিবেশন করা হয়...