অসম্ভব সুন্দরভাবে পালন করা হয়েছে রেংহাই এর একমাত্র পুত্র সন্তান আর্য্য সুইফট এর শুভ জন্মদিন! Mru Indigenous Blog Stuff Report Date: 25-08-2020 আজ ২৫-০৮-২০২০ইং তারিখ উদযাপন করা হয়েছে আর্য্য সুইফট এর শুভ শুভ জন্মদিন। গতবছর ২৫-০৮-২০১৯ সালে ঠিক আজকের এই দিনে সুন্দর এই পৃথিবীতে জন্মগ্রহণ করেন রেংহাই এর একমাত্র রাজপুত্র আর্য্য সুইফট ম্রো ওরফে রেংমাং ম্রো। উক্ত শুভ জন্মদিন উপলক্ষে ছাগল ২টি ও মুরগী ২০ কেজি আয়োজন করে অতিথিদেরকে খাওয়ানো হয়। উক্ত শুভ জন্মদিন অনুষ্ঠানে স্থানীয় মেম্বার,কারবারী, হেডম্যানসহ অতিথি মোট ১০০ জন উপস্থিত ছিলেন। খাওয়া-দাওয়ার শেষে কেক কাটা হয়। কেক কাটার শেষে আর্য্য সুইফট জন্মদিন উপলক্ষে নাচের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ম্রো আদিবাসী ব্লগ পক্ষ থেকে রেংহাই এর একমাত্র পুত্র সন্তান আর্য্য সুইফট এর অনেক অনেক ভালোবাসা ও আশীর্বাদ রইলো। বড় হয়ে বাপের মতোই মানবতার সেবক হয়ে গরীবদের পাশে থাকার সক্ষমতা অর্জন করুক এই কামনায় রইলো।
সত্যের সন্ধানে ম্রো আদিবাসী ব্লগ। সত্যের সংবাদ প্রকাশ করা ম্রো আদিবাসী ব্লগের মূল উদ্দেশ্য।