Skip to main content

Posts

Showing posts from May 16, 2019

রূপকথার যুবরাজ ইয়াংঙান ম্রো:

May 16, 2019 -Mru Indigenous Photo: Younguang Mru তোহয় (আওয়াজ) নাটকের রিহার্সেল চলছিল। দু’দিন বাদে নাটকটির মঞ্চায়ন হবে নাইক্ষংছড়ির দুর্গম এলাকায়। এ নিয়ে দাদার ব্যস্ততা, নিয়মিত অনুশীলন, নাটকের দলের সাথে আলাপ-আলোচনা, ঘুম হারাম হওয়ার মত অবস্থা। যার কথা বলছি তাঁর জীবন বাস্তবে রূপকথার মতই! জীবনের তেত্রিশ বছর যাবৎ তিনি যেসব কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন, অসাধ্যকে সাধন করেছেন! ইয়াংঙান ম্রো, ম্রো মাতৃভাষাসহ বাংলায় এ যাবৎ তাঁর প্রকাশিত বইয়ের সংখ্যা চৌদ্দটি। প্রকাশিতব্য বইয়ের সংখ্যাও আশ্চর্য রকমের, শুধু সংখ্যায় নয়, গুণেও। প্রকাশিতব্য বইয়ের মধ্যে রয়েছে, ম্রোদের ক্রামা ধর্মগ্রন্থের সংগ্রহ-সংকলন রিইয়ুংখতি। ম্রো সমাজে যাঁদের বড় অবদান, তাঁদের নিয়ে ‘‘একশ ম্রো’র জীবনী’’, মাতৃভাষা লেখার বই, গবেষণামূলক বই। চিম্বুক পাহাড়ের সন্তান ইয়াংঙান। বাবা মাংকম ম্রো, মা প্লংকম ম্রো। দুই ভাই চার বোনের মধ্যে ইয়াংঙান ছাড়া আর কারো পড়ালেখা হয়নি, কারণ ‘দুর্গম এলাকা, তখন তো কেউ লেখাপড়াও করে না, সবাই জুম চাষ করে।’ তাদেরই এক ভাই ম্রো আবাসিক উচ্চ বিদ্যালয়, রাঙামাটি সরকারি কলেজ পেরিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যাল...