Skip to main content

Posts

Showing posts from March 11, 2020

করোনা ভাইরাসের জন্য বৌদ্ধ ভিক্ষুদের এক সেনার নামাজ আদায় করার আদেশ/Mru Indigenous Blog

সেনাবাহিনী কোন সম্প্রদায়, জাতি- গোষ্ঠীর লোক নন, তারা দেশের সকল সম্প্রদায়, সকল নাগরিকের লোক, রাষ্ট্রীয় বাহিনী, জনগণের বাহিনী। তাদের কোন ধর্ম নেই, সম্প্রদায় নেই। তাদের ধর্ম হচ্ছে জনগণকে সেবা করা, নিরাপত্তা দিয়ে রক্ষা করা সর্বোপরি দেশের স্বার্বভৌমত্ব রক্ষা করা। সেনাবাহিনী কোন বৈষম্য, ভেদ, অসৌজন্যমূলক আচরণ করতে পারেন না। তারা রাষ্ট্রের পরিপন্থী, সেনাবাহিনীর আইনের পরিপন্থী কাজ করতে পারেন না। সকল নাগরিককে সমান দৃষ্টিতে দেখতে হয়। অথচ বাংলাদেশের সেনাবাহিনীরা সম্পূর্ণ উল্টো পথে হাঁটছেন। একজন সেনা সদস্য কিভাবে একজন ভিক্ষুকে নামাজ পড়তে বলে! অসৌজন্যমূলক কথা বলতে পারে! এটা রাষ্ট্র আইন ও সেনাবাহিনী আইনের বিরোধী ও কঠিন শাস্তিযোগ্য অপরাধ। মানুষরূপী এ অমানুষ সৈনিকদের আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি জানাচ্ছি। ------------------------------------------------------ Mru Indigenous Blog Date: 10 March 2020 Published Time: 02:10PM বিস্তারিত লিখেছেন: ত্রিরত্ন ভিক্ষু প্রত্যেক দিনের ন্যায় আমরা রোজ সকালে পিণ্ডাচরণে বের হতাম।আজও তার ব্যতিক্রম হয়নি। পিণ্ডাচরণে যাওয়ার পথে আম...