রাঙামাটি জেলার নানিয়াচর বেতছড়িতে এক পাহাড়ির জমি বেদখল করার অভিযোগ উঠেছে। এ নিয়ে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। Mru Indigenous Desk Date: 10/02/2020 Published Time: o4:05PM জানা যায়, বেশ কয়েক বছর আগে রাঙামাটির বাসিন্দা মিন্টু চাকমা বেতছড়ি দ্বিচান পাড়ায় শিখা মার কাছ থেকে ১০ একর জমি ক্রয় করেন। তবে টাকা পয়সার অভাবে তিনি এতদিন উক্ত জমির উন্নয়ন কিংবা সেখানে বাগান বাগিচা সৃষ্টি করতে পারেননি। কিন্তু গত ৫ ফেব্রয়ারি হাবিব নামে জনৈক সেটলার তার উক্ত জমিতে জোর পূর্বক একটি ঘর নির্মাণ করে। প্রতিবাদে এলাকার জনগণ সেটা ভেঙে দেয়। এরপর ৭ ফেব্রয়ারি উক্ত সেটলারসহ আরও ১০ পরিবার বাঙালি সেনাবাহিনীর সদস্যদের পাহারায় আবার সেখানে বাড়ি নির্মাণ করে। সেনাদের ভয়ে এলাকার জনগণ প্রতিবাদ করতে না পারলেও সেখানে তাদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। এলাকার কয়েক জনের সাথে কথা বলে জানা যায়, কয়েকজন জুম্ম রাজাকার সেনা ও সেটলারদেরকে ভূমি বেদখলের কাজে নানাভাবে সহায়তা করছে। তারা জুম্ম রাজাকারদের বিরুদ্ধে ঘৃণা ও বিষোদ্গার উচ্চারণ করেন। উক্ত জমি বেদখলের ঘটনা পাহড়িদের মনে বগাছড়ির ঘটনা স্মরণ করিয়ে দিয়েছে। গত ২০...
সত্যের সন্ধানে ম্রো আদিবাসী ব্লগ। সত্যের সংবাদ প্রকাশ করা ম্রো আদিবাসী ব্লগের মূল উদ্দেশ্য।