Skip to main content

Posts

Showing posts from September 21, 2019

বাঁচার দায়ে লাক্রি বিক্রি করে আয় উপার্জন ম্রো আদিবাসী নারীরাঃ

বাঁচার দায়ে লাক্রি বিক্রি করে আয় উপার্জন ম্রো আদিবাসীরা! ------------> জুম চাষের পাশাপাশি নাপ্পি,লবণ কিনতে ম্রো আদিবাসী নারীরা লাক্রি বিক্রি করে থাকেন! Mru Indigenous Blog Published: 22 September 2019 Time: 12:12Pm আমি ছোট থাকতে জুম চাষের পাশাপাশি আমার মা-ও লাক্রি বিক্রি করতেন। লাক্রি বিক্রি করে আমাদের পড়াশোনা শিখিয়েছেন। তখন আমরা খুব গরীব ছিলাম। আমাদের নিজস্ব জায়গা জমি ছিলো না। ছিলো না ভালো একটা বাসস্থান। আমার বয়স যখন আট বছর বয়স ছিলো, তবে এর আগে থেকে আমার মা লাক্রি বিক্রি করতেন। আমার বয়স যখন ১৫-১৬ তখন থেকে আমার মা আর লাক্রি বিক্রি করেন না! কিন্তু, আমার মায়ের অবদানে আমরা শিক্ষার আলো পেয়েছি। আমার মা লাক্রি বিক্রি করে আমরা তিন ভাইবোনকে স্কুলে ভর্তি করিয়েছেন। খাতা কলম স্কুল ড্রেসসহ ইত্যাদি খরচ আমার মা বাবা অনেক কষ্ট করে চালাচ্ছেন। বর্তমানে আমরা মোটামুটি ভালো পর্যায়ে আছি। এখন আমাদের নিজস্ব জায়গা জমি আছে। আমাদের বিরাট বড় বাগান রয়েছে। বিভিন্ন ফলমূলের বাগান। আমার মা যে লাক্রি বিক্রেতা তা আমি অস্বীকার করবো না। আমার মা লাক্রি বিক্রি করে আমাদের বড় গড়ে তুলেছেন। তাই আমি আমার মা...