Skip to main content

Posts

Showing posts from March 16, 2020

করোনাভাইরাস ঝুঁকিতে তিন পার্বত্য জেলার পর্যটনগুলো বন্ধ রাখার দাবীতে সবাই একতা হোকঃ

করোনাভাইরাস ঝুঁকিতে তিন পার্বত্য জেলার পর্যটন কেন্দ্রগুলো বন্ধ রাখার দাবীতে আদিবাসীদেরকে একতাবদ্ধ হতে হবেঃ করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে পাহাড় অঞ্চলের অবস্থিত পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটকদের আনাগোনা বন্ধের দাবীতে সামাজিক যোগাযোগে ব্যাপকভাবে সবার মাঝে আলোচানা-সমালোচনা সৃষ্টি হয়েছে। তিন পার্বত্য জেলার বাসীন্দাদের একটাই দাবী- এই পরিস্থিতিতে পাহাড়ের এলাকায় অবস্থিত পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটকদের আনাগোনা বন্ধ রাখার জন্য তিন পার্বত্য জেলার প্রশাসনকে বিনীত অনুরোধ করেছেন স্থানীয় জেলার বাসীন্দা। বিস্তারিত লিখেছেনঃ রেংহাই File Photo of  Reng Hi   রেংহাই এর পোস্টটি হুবহু নিচে👇 তুলে ধরা হলোঃ       Reng Hi  is with  Uno Dighinala  বান্দরবান, রাংগামাটি, খাগড়াছড়ি জেলার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ ও বিনীত অনুরোধ করছি🙏 পার্বত্য চট্টগ্রাম তিন পার্বত্য জেলায় তথা বান্দরবান, রাংগামাটি, খাগড়াছড়ি জেলার পর্যটন কেন্দ্র গুলোতে পর্যটকদের আসা-যাওয়া আপাতত বন্ধ করে দেওয়া হোক! করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে ৩১ মার্চ পর্যন্ত দেশের সব শিক...

লামায় অজ্ঞাত রোগে আক্রান্ত ৩৩ জনকে হাসপাতালে ভর্তি/Mru Indigenous Blog

বান্দরবানের লামা উপজেলার ১নং সদর ইউনিয়নের দুর্গম লাইল্যা মুরুং পাড়ায় অজ্ঞাত রোগে আক্তান্ত ৩৩ জনকে লামা হাসপাতালে আনা হয়েছে। অসুস্থ ৩৩ জন শিশু, নারী ও পুরুষকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা প্রদান করা হচ্ছে। লামা সদর ইউনিয়ন পরিষদ, স্থানীয় লোকজন ও সেনাবাহিনীর সহযোগিতায় সোমবার (১৬ মার্চ) সকালে টলি ট্রাক্টর দিয়ে অসুস্থ রোগীদের হাসপাতালে আনা হয়। Mru Indigenous  Blog Date: 16 March 2020 Published: 16 March 2020/06:30PM লামা প্রতিনিধিঃ লামা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোহাম্মদুল হক জানিয়েছেন, প্রাথমিক ধারনা মতে ও রোগের আলামত দেখে মনে হচ্ছে রোগটি হাম। তারপরেও আমরা নিশ্চিত হতে আক্রান্তদের কাছ থেকে নমুনা রক্ত সংগ্রহ করে ঢাকায় স্বাস্থ্য বিভাগের গবেষনাগারে পাঠানো হবে। এদিকে গতকাল রোববার খবর পাওয়া মাত্র আমরা তিন সদস্যের একটি মেডিকেল টিম সেখানে পাঠিয়েছিলাম। তারা তাদের প্রাথমিক চিকিৎসা প্রদান করে। আমার পুরো মেডিকেল টিম আক্রান্তদের সেবা দিচ্ছে। হাসপাতালে ২টি ওয়ার্ডকে আইসোলেশন সেন্টার করা হয়েছে। ৩৩ জন রোগীকে সেখানে আলাদা করে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। অজ্ঞাত রোগে আক্রান্...

জুম্ম তরুণদের বৈপ্লবিক রাজনীতিতে অংশগ্রহণের কোন বিকল্প নেই: বাচ্চু চাকমা

আমাদের সমাজ ব্যবস্থা জটিল ও গোলমেলে একটা সন্ধিক্ষণে এসে থেমে গেছে। তাই বলে এই নয় আমাদের সমাজ একেবারে এই অবস্থার মধ্যেই ইতি টানবে। মনে রাখবেন, বস্তু গতিশীল ও পরিবর্তনশীল! File photo of Bachchu Chakma    আমাদের জুম্ম সমাজ কোনদিন এই অবস্থার মধ্যে থেমে থাকবে না। আমরা গতিশীল ও পরিবর্তনশীলতাকে মনে প্রাণে বিশ্বাস করি, সেজন্য আমাদের সমাজ এগিয়ে যাবে, পরিবর্তন আসবেই। আমরা নৈরাজ্যবাদী নয়, আশাবাদী। আমরা স্বপ্ন দেখি, প্রতিদিন প্রতিক্ষণ স্বপ্ন বুনে চলি। আমরা আশাবাদী জুম্ম সমাজ একদিন তাদের নিজস্ব অধিকার ফিরে পাবে। আজ যেই যুবক মদ-জুয়া-হিরোইন-ইয়াবার নেশায় মত্ত একদিন সেই যুবক হবে পরিবর্তন। সেই যুবকটির হাত ধরে গড়ে উঠবে জাতির ভবিষ্যৎ। শাসকগোষ্ঠীর আসল চেহারা সেই মরণ নেশায় মত্ত থাকা যুবকটিও একদিন বুঝবে। একদিন সেই যুবকটি তার সমস্ত মরণ নেশা ছেড়ে দিয়ে জুম্ম জাতির জন্যে এগিয়ে আসবে বেঁচে থাকার লড়াই সংগ্রামে। যেই যুবকটি সমাজের পেটি বুর্জোয়া চিন্তাধারার দোদুল্যমানতার খাঁচার মধ্যে বন্দী হয়ে পড়ে আছে সেই যুবকটি একদিন খাঁচা ভেঙে চলে আসবে সংগ্রামের ময়দানে। আমরা এখনও আশাবাদী যেই পাহাড়ি যুবকটি আমার একটু...