করোনাভাইরাস ঝুঁকিতে তিন পার্বত্য জেলার পর্যটন কেন্দ্রগুলো বন্ধ রাখার দাবীতে আদিবাসীদেরকে একতাবদ্ধ হতে হবেঃ করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে পাহাড় অঞ্চলের অবস্থিত পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটকদের আনাগোনা বন্ধের দাবীতে সামাজিক যোগাযোগে ব্যাপকভাবে সবার মাঝে আলোচানা-সমালোচনা সৃষ্টি হয়েছে। তিন পার্বত্য জেলার বাসীন্দাদের একটাই দাবী- এই পরিস্থিতিতে পাহাড়ের এলাকায় অবস্থিত পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটকদের আনাগোনা বন্ধ রাখার জন্য তিন পার্বত্য জেলার প্রশাসনকে বিনীত অনুরোধ করেছেন স্থানীয় জেলার বাসীন্দা। বিস্তারিত লিখেছেনঃ রেংহাই File Photo of Reng Hi রেংহাই এর পোস্টটি হুবহু নিচে👇 তুলে ধরা হলোঃ Reng Hi is with Uno Dighinala বান্দরবান, রাংগামাটি, খাগড়াছড়ি জেলার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ ও বিনীত অনুরোধ করছি🙏 পার্বত্য চট্টগ্রাম তিন পার্বত্য জেলায় তথা বান্দরবান, রাংগামাটি, খাগড়াছড়ি জেলার পর্যটন কেন্দ্র গুলোতে পর্যটকদের আসা-যাওয়া আপাতত বন্ধ করে দেওয়া হোক! করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে ৩১ মার্চ পর্যন্ত দেশের সব শিক...
সত্যের সন্ধানে ম্রো আদিবাসী ব্লগ। সত্যের সংবাদ প্রকাশ করা ম্রো আদিবাসী ব্লগের মূল উদ্দেশ্য।