Skip to main content

Posts

Showing posts from June 19, 2019

মাতা-পিতার প্রতি অশ্রদ্ধায় ১০টি ফলঃঅাশিন ধর্মপাল:

  নিজের ভুল থাকুক বা নাই থাকুক মা-বাবার প্রতি অশ্রদ্ধা করে উচ্চশব্দে কথা বলা, মুখের উপর তর্ক করা, কথায় কথায় রাগের বহিঃপ্রকাশ করা অপরাধের৷  MRU INDIGENOUS BLOG Date: 20 June 2019 Published: 07:443AM সংগৃহীত ছবিঃ  নিজের ভুল থাকুক বা নাই থাকুক মা-বাবার প্রতি অশ্রদ্ধা করে উচ্চশব্দে কথা বলা, মুখের উপর তর্ক করা, কথায় কথায় রাগের বহিঃপ্রকাশ করা অপরাধের৷ অার সেই অপরাধের ফল দশটি দন্ডকর্মের অন্তত একটি হলেও ইহলোকেই ভোগ করবে,, ১—তীব্র অসহ্য সন্ত্রনাময়ে জীবন পার করা৷ ২—অঙ্গ-প্রত্যঙ্গ নষ্ট হওয়া৷ ৩—রোগের তাড়নায় জীবন অতিবাহিত করা৷ ৪—উন্মাদ হওয়া৷ ৫—বিভিন্ন কারণে রাজার দন্ডে দণ্ডিত হওয়া৷ ৬—বড় ধরণের মামলা মোকদ্দমায় ফেঁসে যাওয়া৷ ৭—স্ত্রী-পুত্র-কন্যা, পরিবারের, সাংসারিক সুখ নষ্ট হওয়া৷ ৮—ধন সম্পত্তির ধীরে ধীরে পরিহানি হওয়া৷ ৯—ঘর-বাড়ি অগ্নির রাগে দগ্ধ হওয়াা৷ ১০—এবং সবশেষে নরকে পতিত হওয়া৷  অার তাই, যদিও নিজের কোন ভুল নেই, তারপরও পিতা-মাতার ক্রোধের সময় ক্ষান্তি পরায়ন হয়ে সহনশীল হও৷ পরে ক্রোধ কমে গেলে ধীরে ধীরে তা বিনয়ের সাথে বলার চেষ্টা কর৷ এতে তোমার উপর ...

চট্টগ্রামে ভুয়া ডাক্তার বিকিরন বড়ুয়াকে ৬ মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতঃ

চট্টগ্রামের দক্ষিন পতেঙ্গা এলাকার বিজয় নগরে বিকিরন বড়ুয়া  নামে এক ভুয়া ডাক্তারকে ছয় মাসের কারাদন্ড ও এক লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। এ সময় আয়েশা মেডিকেল নামে এক ফার্মেসিকে মেয়াদোত্তীর্ণ ও ভেজাল ঔষধ বিক্রির দায়ে পঞ্চাশ হাজার টাকা জরিমানা ও এর মালিক ফরিদুল আলমকে তিন মাসের কারাদন্ড প্রদান করা হয়। পতেঙ্গা সার্কেল এর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়, এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের ডাঃ মোহাঃ ওয়েজেদ চৌধুরী অভি এবং র‍্যাব ৭ এর সিনিয়র পুলিশ সুপার  মিমতানূর সহ অন্যান্য র‍্যাব সদস্যবৃন্দ। গতকাল বিকালে কথিত ডাক্তার বিকিরন বড়ুয়াকে ধরার জন্য তার কাছে রোগী সেজে এক র‍্যাব সদস্যের মাধ্যমে সিরিয়াল নেওয়া হয়। সন্ধ্যা ৬ টায় চেম্বারে আসতে বলা হয় তাকে। দক্ষিন পতেঙ্গার বিজয়নগরের আয়েশা মেডিকেলে তার চেম্বারে গিয়ে দেখা যায় বাইরে অসংখ্যা রোগীর ভীড়। নিজেকে ডায়েবেটিস, মেডিসিন ও শিশু রোগের চিকিৎসক দাবি করা বিকিরনের চেম্বারের বাইরে বেশ কয়েকজন অন্তঃস্বত্তা মহিলা ও কয়েকটি শিশুকে দে...

আযানের শব্দ শুনলে গান বাজনা বন্ধ করতাম, অথচ্য ওরা আমার ধর্মকে অসম্মান করলোঃ তপন চাকমাঃ

আযানের শব্দ শুনলে গান বাজনা বন্ধ করতাম, অথচ্য ওরা আমার ধর্মকে অসম্মান করলোঃ MRU INDIGENOUS BLOG Date: 19/06/19 Published: 11:35PM আযানের শব্দ শোনা মাত্রই আমরা আমাদের রুমের সাউন্ড সিস্টেমে চলা গান বন্ধ করে রেখে দিতাম। আমাদেরকে কেউ বলেনি আযানের সময় গান বন্ধ করে রাখতে, কিন্তু শহরের দোকানগুলোতে দেখেছি তারা আযানের সময় গান বন্ধ করে রাখে কিংবা কোন মুসলীম মোবাইলে গান শোনার সময় আযান শুরু হলে তারাহুরো করে গান বন্ধ করে দিতে। উনাদের কাছ থেকে দেখেই আমরাও বুঝতে পেরেছি যে আযানের সময় গান চালানো কিংবা গান শোনা ইসলাম ধর্মের নীতিতে বোধগম্য নয়। তাই আযান শুরু হলেই আমরাও মোবাইলে শোনা গান এবং সাউন্ড সিস্টেম অফ করে রেখে দিতাম। তবে আমরা যে ইসলাম ধর্মের অনুসারী বা মুসলীম সেটাও নয়। আমি এবং আমার রুমমেট সবাই ছিলাম অমুসলীম। কিন্তু তবুও আমরা আযানের সময় গান শোনা কিংবা সাউন্ড সিস্টেম চালানো থেকে বিরত থাকি। কিন্তু কেন(?) আমরা তো অমুসলীম, তার কারণ আমরা অন্য আরেকটি ধর্মের অনুসারী হলেও ইসলাম ধর্মকে সম্মান করতে শ্রদ্ধা করতে যতেষ্ট আন্তরিক ছিলাম। পড়ালেখায় সেসময়ে আমরা খুব একটা পাকাপোক্ত সেটাও অবশ্যই বলা যাবেনা।...

মাতৃভাষার প্রতি আগ্রহ হারাচ্ছে রাখাইনদের নতুন প্রজন্মঃ এম.এ আজিজ রাসেল:

MRU INDIGENOUS BLOG Date: 19/06/19 Published: 11:11PM ছবিঃ সংগৃহীত মাতৃভাষার প্রতি আগ্রহ হারাচ্ছে রাখাইনদের নতুন প্রজন্মঃ এম.এ আজিজ রাসেল: পাকিস্তান আমলে শহরের বার্মিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাখাইন ভাষা শেখানো হতো। স্বাধীনতার পর তিন বছরের মাথায় সেটিও বন্ধ হয়ে যায়। এরপর বিভিন্ন ব্যক্তি ও বেসরকারি সংস্থার উদ্যোগে বিচ্ছিন্নভাবে রাখাইন ভাষা শিক্ষা কার্যক্রম চালু ছিল। ধীরে ধীরে সেগুলোও গুটিয়ে যায়। এখন রাখাইন ভাষা শেখানো কার্যক্রম নেই বললেই চলে। এছাড়াও বাংলা-ইংরেজি শিক্ষার প্রতিযোগিতার দৌড়ে মাতৃভাষা চর্চায় আগ্রহ নেই প্রায় ৯৬ শতাংশ রাখাইনদের মধ্যে। ক্ষীণ সুযোগ-সুবিধা ও সচেতনতার অভাবে দিনদিন মাতৃভাষায় দক্ষতা হারাচ্ছে রাখাইন সম্প্রদায়। এনিয়ে উদ্বীগ্ন রাখাইন সম্প্রদায়ের সচেতন ব্যক্তিরা। রাখাইন ভাষার গবেষক রামু উচ্চবালিকা বিদ্যালয়ের শিক্ষক মংহ্লা প্রু পিন্টু বলেন, রাখাইন জনগোষ্ঠির ৯৬ শতাংশ শিশু-কিশোরেরা মাতৃভাষায় কথা বলতে পারলেও লিখতে পড়তে পারে না। অবশিষ্ট চার শতাংশ শিশু বাবা মায়ের কাছে অথবা বৌদ্ধবিহারের পাঠাগারে গিয়ে রাখাইন ভাষা শিখেছে। রাখাইন শিক্ষকের অভাব, পাঠ্যপুস্তক সংকট ও সর...

জেএসএস’র বিরুদ্ধে সকল মিথ্যা মামলা তুলে নিতে হবে: আবুল হাসনাত আব্দুল্লাহ:

গত ১৬ জুন ২০১৯ সকাল ১১:০০ ঘটিকায় পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির তৃতীয় বৈঠক কমিটির আহ্বায়ক জনাব আবুল হাসনাত আব্দুল্লাহ’র সভাপতিত্বে বাংলাদেশ জাতীয় সংসদ ভবনের ৪র্থ তলার উত্তর পশ্চিম ব্লকের ৪২৩-৪২৪ নং কক্ষে অবস্থিত তাঁর কার্যালয়ে অনুষ্ঠিত হয়। Mru Indigenous Blog Date: 19/06/19 Published: 10:18PM Photo:  শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির তৃতীয় সভা ১৬ জুন ২০১৯ ইং তারিখ সকাল ১১ টায় জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়েছে।  কমিটির সম্মানিত আহ্বায়ক জনাব আবুল হাসনাত আব্দুল্লাহ (মন্ত্রী পদমর্যাদা) সভাপতিত্ব করেন।  সভায় কমিটির সদস্য পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব বীর বাহাদুর উশৈসিং এমপি, টাস্কফোর্সের চেয়ারম্যান জনাব কুজেন্দ্র লাল ত্রিপুরা, এমপি, আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জনাব জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা, পার্বত্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব জনাব মোঃ মেসবাহুল ইসলাম সহ উর্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। Ipnews.com Desk👇 জেএসএস’র বিরুদ্ধে সকল মিথ্যা মামলা তুলে নিতে হবে: আবুল হাসনাত আব্দুল্লাহ নিজস্ব প্রতিবেদক, ...