নিজের ভুল থাকুক বা নাই থাকুক মা-বাবার প্রতি অশ্রদ্ধা করে উচ্চশব্দে কথা বলা, মুখের উপর তর্ক করা, কথায় কথায় রাগের বহিঃপ্রকাশ করা অপরাধের৷ MRU INDIGENOUS BLOG Date: 20 June 2019 Published: 07:443AM সংগৃহীত ছবিঃ নিজের ভুল থাকুক বা নাই থাকুক মা-বাবার প্রতি অশ্রদ্ধা করে উচ্চশব্দে কথা বলা, মুখের উপর তর্ক করা, কথায় কথায় রাগের বহিঃপ্রকাশ করা অপরাধের৷ অার সেই অপরাধের ফল দশটি দন্ডকর্মের অন্তত একটি হলেও ইহলোকেই ভোগ করবে,, ১—তীব্র অসহ্য সন্ত্রনাময়ে জীবন পার করা৷ ২—অঙ্গ-প্রত্যঙ্গ নষ্ট হওয়া৷ ৩—রোগের তাড়নায় জীবন অতিবাহিত করা৷ ৪—উন্মাদ হওয়া৷ ৫—বিভিন্ন কারণে রাজার দন্ডে দণ্ডিত হওয়া৷ ৬—বড় ধরণের মামলা মোকদ্দমায় ফেঁসে যাওয়া৷ ৭—স্ত্রী-পুত্র-কন্যা, পরিবারের, সাংসারিক সুখ নষ্ট হওয়া৷ ৮—ধন সম্পত্তির ধীরে ধীরে পরিহানি হওয়া৷ ৯—ঘর-বাড়ি অগ্নির রাগে দগ্ধ হওয়াা৷ ১০—এবং সবশেষে নরকে পতিত হওয়া৷ অার তাই, যদিও নিজের কোন ভুল নেই, তারপরও পিতা-মাতার ক্রোধের সময় ক্ষান্তি পরায়ন হয়ে সহনশীল হও৷ পরে ক্রোধ কমে গেলে ধীরে ধীরে তা বিনয়ের সাথে বলার চেষ্টা কর৷ এতে তোমার উপর ...
সত্যের সন্ধানে ম্রো আদিবাসী ব্লগ। সত্যের সংবাদ প্রকাশ করা ম্রো আদিবাসী ব্লগের মূল উদ্দেশ্য।