Skip to main content

Posts

Showing posts from March 10, 2020

কথা ছিল আদিবাসীদের ঘরে ঘরে বিদ্যুতের বাতি জ্বলবে। আজ ৫৫ বছর পরেও বিদ্যুতের আলো পৌঁছায়নি ৬০% ঘরে/Mru Indigenous Blog

আমেরিকান অর্থায়নে বিশ্বের বৃহত্তম জ্বলবিদ্যুৎ কেন্দ্র কাপ্তাই লেক স্থাপন করা হয় ১৯৫৬-১৯৬২ ইংরেজী সনে। কথা ছিল আদিবাসীদের ঘরে ঘরে বিদ্যুতের বাতি জ্বলবে। আজ ৫৫ বছর পরেও বিদ্যুতের আলো পৌঁছায় নি ৬০% ঘরে। আদিবাসীদের চাহিদা না মিটিয়ে চলে আসে শহরের দিকে। এই কাপ্তাই বাঁধে লুকিয়ে আছে লক্ষাধিক আদিবাসীর নিরব কান্না। যার সূত্র ধরে শুরু হয়েছিল আদিবাসী উচ্ছেদের সূচনা। Mru Indigenous Blog Date: 10 March 2020 Published Time: 08:07PM   পার্বত্যচ ট্টগ্রামে ভূমি থেকে উচ্ছেদের প্রথম বড় ধরনের মারাত্মক ঘটনা ষাটের দশকে কাপ্তাই বাঁধ নির্মাণের ফলে। প্রায় ৫৪ হাজার একর প্রথম শ্রেণীর ধানী জমি,যা মোট চাষযোগ্য জমির ৪০% পানির নীচে চিরদিনের মত হারিয়ে গেল। লক্ষাধিক মানুষ উদ্বাস্তু হলো। উদ্বাস্তুদের পূনর্বাসনের জন্য কাচালং সংরক্ষিত বনাঞ্চলের একটি অংশ উন্মুক্ত করার পরও যোগাড় করা গেল মাত্র ২০ হাজার একর জমি, তাও নিম্ন মানের। এই পরিমাণ জমির সাহায্যে পানির নীচে তলিয়ে যাওয়া জমির মাত্র এক-তৃতীয়াংশ প্রতিস্থাপন করা গেছে। প্রতি পরিবারের জন্য বরাদ্দ হলো ৩ একর জমি যা তাদের পুর্বের জমির পরিমাণের তুল...

চিম্বুকে আগুনে পুড়ে ছাই ম্রো আদিবাসীদের বস্তঘর-বাড়ি /Mru Indigenous Blog

আজ সকালে চিম্বুক ম্রো পাড়ায় ১৮ মাইলে চুলার আগুনে পুড়ে ছাই হয়েগেছে কয়েকটি ম্রো আদিবাসীদের ঘর-বাড়ি। চিম্বুক প্রতিনিধিঃ Mru Indigenous Blog Date: 10 March 2020 Published Time: 02:02PM পুড়ে যাওয়া ম্রো আদিবাসীর ঘরঃ   আজ সকাল ১০:৩০টায় দিকে চিম্বুক ম্রো পাড়ায় ১৮ মাইলে বাতাস অতিরিক্ত হওয়ায়  চুলা থেকে আগুন জ্বলে উঠার পর সোজা শনে লেগে গিয়ে পুরো ঘরটি আগুনে পুড়ে ছাই হয়ে যায়। তবে গ্রামে বাসীরা মিলে আগুনটাকে কোন রকম নিয়ন্ত্রণ করতে পেরেছেন, তাই একটি ঘর ছাড়া বাকি ঘরগুলো পুড়ে যায়নি বলে জানান। বাড়ি পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত পরিবারের কর্তা জানান-  আমার স্ত্রী শূকরকে খাওয়ানোর জন্য  ভাত রান্না করছিলো। ঠিক তখনই হঠাৎ বাতাস বইতে শুরু করেন- ঐ সময় আমার স্ত্রীও ঘরে ছিলো না, বাইরে পানি তুলতে গিয়েছিলো। বাতাস  জোরে জোরে বইতে থাকে। ঠিক তখনই বাতাসের জোরে আগুন ঢাউ ঢাউ করে জ্বলতে থাকলে আগুন অতিরিক্ত হওয়ায় সোজা শনে আগুন লাগে। তাছাড়া গরমও বেশি এবং শন তো আগুন ধরলে ভালোই জ্বলে। শন দিয়ে সাদ বানানোর কারণে আগুন সহজে জ্বলজ্বল করে।  তবে গ্রামবাসীরক মিলে আগুন নিয়ন্ত্রণ করার...