কথা ছিল আদিবাসীদের ঘরে ঘরে বিদ্যুতের বাতি জ্বলবে। আজ ৫৫ বছর পরেও বিদ্যুতের আলো পৌঁছায়নি ৬০% ঘরে/Mru Indigenous Blog
আমেরিকান অর্থায়নে বিশ্বের বৃহত্তম জ্বলবিদ্যুৎ কেন্দ্র কাপ্তাই লেক স্থাপন করা হয় ১৯৫৬-১৯৬২ ইংরেজী সনে। কথা ছিল আদিবাসীদের ঘরে ঘরে বিদ্যুতের বাতি জ্বলবে। আজ ৫৫ বছর পরেও বিদ্যুতের আলো পৌঁছায় নি ৬০% ঘরে। আদিবাসীদের চাহিদা না মিটিয়ে চলে আসে শহরের দিকে। এই কাপ্তাই বাঁধে লুকিয়ে আছে লক্ষাধিক আদিবাসীর নিরব কান্না। যার সূত্র ধরে শুরু হয়েছিল আদিবাসী উচ্ছেদের সূচনা। Mru Indigenous Blog Date: 10 March 2020 Published Time: 08:07PM পার্বত্যচ ট্টগ্রামে ভূমি থেকে উচ্ছেদের প্রথম বড় ধরনের মারাত্মক ঘটনা ষাটের দশকে কাপ্তাই বাঁধ নির্মাণের ফলে। প্রায় ৫৪ হাজার একর প্রথম শ্রেণীর ধানী জমি,যা মোট চাষযোগ্য জমির ৪০% পানির নীচে চিরদিনের মত হারিয়ে গেল। লক্ষাধিক মানুষ উদ্বাস্তু হলো। উদ্বাস্তুদের পূনর্বাসনের জন্য কাচালং সংরক্ষিত বনাঞ্চলের একটি অংশ উন্মুক্ত করার পরও যোগাড় করা গেল মাত্র ২০ হাজার একর জমি, তাও নিম্ন মানের। এই পরিমাণ জমির সাহায্যে পানির নীচে তলিয়ে যাওয়া জমির মাত্র এক-তৃতীয়াংশ প্রতিস্থাপন করা গেছে। প্রতি পরিবারের জন্য বরাদ্দ হলো ৩ একর জমি যা তাদের পুর্বের জমির পরিমাণের তুল...