রাঙামাটির বাঘাইছড়িতে গভীর রাতে অস্ত্রের মুখে অবসরপ্রাপ্ত এক স্কুল শিক্ষক সহ তিন গ্রামবাসীকে অপহরণ করেছে অস্ত্রধারী সন্ত্রাসীরা। বাঘাইছড়ি প্রতিনিধি: Mru Indigenous Blog Date: 14 March 2020 Published: 14 March 2020/11:40AM প্রতীকী ছবিঃ অপহৃতরা হলেন, অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক (১) পূর্নকিশোর চাকমা (৬৫), পিতাঃ মৃতঃ থালমনি চাকমা, গ্রামঃ উগলছড়ি, (২) সমিরন চাকমা (৩৮) মেম্বার ১ নং ওয়ার্ড বাঘাইছড়ি ইউপি, পিতাঃ মৃতঃ চন্দ্রলাল চাকমা, গ্রামঃ জীবতলী, (৩) মেরিন চাকমা, পিতাঃ বিপুলেশ্বর চাকমা, গ্রামঃ মধ্যোম বাঘাইছড়ি। শনিবার (১৪ মার্চ) মধ্যোরাত আনুমানিক ২ ঘটিকা থেকে ২ঃ৪০ ঘটিকায় নিজ বাড়ী থেকে অস্ত্রেরমুখে তাদের তুলে নিয়ে যায় একদল অস্ত্রধারী সন্ত্রাসীরা। এই ঘটনার জন্য জেএসএস (সন্তু) লারমা দলকে দায়ী করেছে অপহৃত পরিবারের সদস্যরা। বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ এম এ মনজুর অপহরণের বিষয়টি শিকার করে বলেন, আমরা মৌখিক অভিযোগ পেয়েছি গভীর রাতে অস্ত্রের মুখে জেএসএস সন্তু লারমা দলের লোকজন তাদের অপহরণ করেছে। অপহৃত লোকজন জেএসএস সংস্কার দলের লোকজনের আত্মীয়স্বজন হওয়ায় তাদের অপহরণ করে ...
সত্যের সন্ধানে ম্রো আদিবাসী ব্লগ। সত্যের সংবাদ প্রকাশ করা ম্রো আদিবাসী ব্লগের মূল উদ্দেশ্য।