Skip to main content

Posts

Showing posts from August 1, 2019

মেরিডিয়ান কোম্পানি কেড়ে নিলো ম্রো আদিবাসীদের ভিটামাটি, উচ্ছেদ ২০-২৫ ম্রো পরিবারঃ

মেরিডিয়ান কোম্পানি নামক একটি কোম্পানি প্রজেক্ট দখলে যাচ্ছে ২৫ পরিবার ম্রো আদিবাসীদের পায়ের তলায় মাটি। ম্রো আদিবাসীদের গ্রাম উচ্ছেদ করে দিয়ে কেড়ে ভিটামাটি জায়গা জমি জোরপূর্বক কেড়ে নিচ্ছে মেরিডিয়ান কোম্পানি। ম্রো আদিবাসীরা উচ্ছেদ হয়ে গ্রাম ছাড়ার প্রস্তুতি।  MRU INDIGENOUS BLOG Date: 1 August 2019 Published Time: 2 August 2019/1:30AM লামা সরই ইউনিয়নের ক্যজুপাড়া-লুলাইন সড়কে ম্রো পাড়া। নতুনপাড়া নামের পাড়ায় ২০টি দরিদ্র ম্রো পরিবার বসবাস করেন। ঢেকিছড়াপাড়া থেকে রাবার উন্নয়নের শিকার হয়ে, জুমচাষের জমি হারিয়ে একটি পাড়া করেছে। খুবই সহজ সরল। শিক্ষিত বলতে পাড়ায় কেউ নেই। ওই পাড়াটি উচ্ছেদ করার জন্য কোম্পানি নামক বহিরাগত ভূমিদস্যুরা তিন-চার বছর ধরে চেষ্টা করছে। সর্বশেষ গত ৩০ ও ৩১ জুলাই এবং ১ আগস্ট শতাধিক লাঠিসোটাধারি লোকজন এসে পাড়ার জুমের জমি ও পাড়াবাসীর বাগান দখল করে নিয়েছে। ওই জমি ছাড়া পাড়াটি টিকে থাকতে পারবে না। আইনশৃঙ্খলা বাহিনীকে বললেও কোনো কাজ হয়নি এবং বরং কেউ কেউ দখলদার মেরিডিয়েনকে সহযোগিতা করে বলে পাড়াবাসী অভিযোগ করেছে। ম্রোরা অভিযোগ করে বলেন, মেরিডিয়ান কোম্পানি লামা র...

নিরীহ ম্রোদের পায়েরতলার মাটি কেড়ে নিয়েছে মেরিডিয়ান কোম্পানিঃ

ম্রোদের ভূমি জবরদখল করা ভূমি দস্যু কোম্পানিগুলোকে প্রতিরোধে হাত বাড়িয়ে দিন। MRU INDIGENOUS BLOG Date: 1 August 2019 Published Time: 2.08.2019/12:30AM "নিরীহ ম্রোদের পায়েরতলার মাটি কেড়ে নিয়েছে মেরিডিয়ান কোম্পানি!! লামা সরই ইউনিয়নের ক্যজুপাড়া-লুলাইন সড়কে একটি ম্রোপাড়া। নতুনপাড়া নামের পাড়ায় ২০টি দরিদ্র ম্রো পরিবার বসবাস করেন। ঢেকিছড়াপাড়া থেকে  রাবার উন্নয়নের শিকার হয়ে, জুমচাষের জমি হারিয়ে একটি পাড়া করেছে। খুবই সহজ সরল। শিক্ষিত বলতে পাড়ায় কেউ নেই। ওই পাড়াটি উচ্ছেদ করার জন্য কোম্পানি নামক বহিরাগত ভূমিদস্যুরা তিন-চার বছর ধরে চেষ্টা করছে। সর্বশেষ গত ৩০ ও ৩১ জুলাই এবং ১ আগস্ট শতাধিক লাঠিসোটাধারি লোকজন এসে পাড়ার জুমের জমি ও পাড়াবাসীর বাগান দখল নিয়েছে। ওই জমি ছাড়া পাড়াটি টিকে থাকতে পারবে না। আইনশৃঙ্খলা বাহিনীকে বললেও কোনো কাজ হয়নি এবং বরং কেউ কেউ সহযোগিতা করে বলে পাড়াবাসী অভিযোগ করেছে।  কারা উচ্ছেদ করছে? ম্রোরা অভিযোগ করেছেন মেরিডিয়ান কোম্পানি, লামা রাবার লিমিটেড ও কোয়ান্টাম ফাউন্ডেশন সেখানে হাজার হাজার জমি রাবার বাগানের জন্য ইজারার নেওয়ার নামে দখল করেছে। লামার রাবার লিমিটেডে...