বাংলাদেশের আদিবাসীদের মধ্য থেকে প্রথম এমরিপ মেম্বার নির্বাচিত হলেন বিনোতাময় ধামাই/Mru Indigenous Blog
জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের এমরিপ মেম্বার নির্বাচিত হয়েছেন বাংলাদেশের বিনোতাময় ধামাই। সংগৃহীত প্রতিবেদনঃ ম্রো আদিবাসী ব্লগ প্রকাশঃ ১৪ মার্চ ২০২০ প্রকাশ সময়ঃ ১১:০০AM File photo of Binota Moy Dhamai বাংলাদেশের আদিবাসীদের জন্য অত্যন্ত একটি সুখবর যা সামাজিক মিডিয়াতে পাওয়া যাচ্ছে, তা হলো পার্বত্য চট্রগ্রামের ত্রিপুরা জাতিগোষ্ঠীর (জুম্ম) আদিবাসী এক্টিভিস্ট বিনোতাময় ধামাই জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের এমরিপ (এক্সপার্ট মেকানিজম অন দ্যা রাইট্স অফ ইন্ডিজেনাস পিপলস) এর একজন এক্সপার্ট মেম্বার হিসেবে নির্বাচিত হয়েছেন। এমরিপ এর এক্সপার্ট কমিটিতে বাংলাদেশের আদিবাসীদের মধ্য থেকে এটিই প্রথম সদস্য লাভ। জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল দ্বারা এমরিপ প্রতিষ্ঠিত হয় ২০০৭ সালে। ২০০৮-২০১৬ সাল পর্যন্ত এমরিপের স্বাধীন এক্সপার্ট সদস্য ছিল ৫ জন, ২০১৭ সাল থেকে তা বৃদ্ধি করে ৭জন সদস্য করা হয়েছে। ৭ জন সদস্যদের মধ্যে ২০২০ সালে এশিয়া অঞ্চলের এক্সপার্ট সদস্য এডতামি মানসয়াগন (ফিলিপিনো) এবং আরটিক অঞ্চলের এক্সপার্ট সদস্য লায়লা ভারস (নরওয়ে) এ দু’জনের মেয়াদ শেষ হলে...