Skip to main content

Posts

Showing posts from March 14, 2020

বাংলাদেশের আদিবাসীদের মধ্য থেকে প্রথম এমরিপ মেম্বার নির্বাচিত হলেন বিনোতাময় ধামাই/Mru Indigenous Blog

জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের এমরিপ মেম্বার নির্বাচিত হয়েছেন বাংলাদেশের বিনোতাময় ধামাই। সংগৃহীত প্রতিবেদনঃ ম্রো আদিবাসী ব্লগ প্রকাশঃ ১৪ মার্চ ২০২০ প্রকাশ সময়ঃ ১১:০০AM File photo of Binota Moy Dhamai    বাংলাদেশের আদিবাসীদের জন্য অত্যন্ত  একটি সুখবর যা সামাজিক মিডিয়াতে পাওয়া যাচ্ছে, তা হলো পার্বত্য চট্রগ্রামের ত্রিপুরা জাতিগোষ্ঠীর (জুম্ম) আদিবাসী এক্টিভিস্ট বিনোতাময় ধামাই জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের এমরিপ (এক্সপার্ট মেকানিজম অন দ্যা রাইট্স অফ ইন্ডিজেনাস পিপলস) এর একজন এক্সপার্ট মেম্বার হিসেবে নির্বাচিত হয়েছেন। এমরিপ এর এক্সপার্ট কমিটিতে বাংলাদেশের আদিবাসীদের মধ্য থেকে এটিই প্রথম সদস্য লাভ। জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল দ্বারা এমরিপ প্রতিষ্ঠিত হয় ২০০৭ সালে। ২০০৮-২০১৬ সাল পর্যন্ত এমরিপের স্বাধীন এক্সপার্ট সদস্য ছিল ৫ জন, ২০১৭ সাল থেকে তা বৃদ্ধি করে ৭জন সদস্য করা হয়েছে। ৭ জন সদস্যদের মধ্যে ২০২০ সালে এশিয়া অঞ্চলের এক্সপার্ট সদস্য এডতামি মানসয়াগন (ফিলিপিনো) এবং আরটিক অঞ্চলের এক্সপার্ট সদস্য লায়লা ভারস (নরওয়ে) এ দু’জনের মেয়াদ শেষ হলে...

রাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য শামীম আরা রশিদ আর নেই/Mru Indigenous Blog

মারা গেলেন রাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য ও বর্তমান জেলা আওয়ামী লীগের নেত্রী শামীম আরা রশীদ (৬৫) । Mru Indigenous  Blog Date: 14 March 2020 Published: 14 March 2020/06:40PM File photo of Shamim Aara Rashid    রাঙ্গামাটি প্রতিনিধিঃ  শনিবার (১৪মার্চ) দুপুরে ভারতের ভেলুর-এ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি। তার পারিবারি সূত্রে জানানো হয়- হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার থেকে তার শরীরে অবস্থা খারাপ হতে থাকে এবং শনিবার দুপুরে তিনি মারা যান। তিনি দীর্ঘদিন ধরে দূরারোগ্য ক্যান্সারে আক্রান্ত ছিলেন। মৃত্যকালে তিনি এক ছেলে-মেয়ে রেখে যান। এদিকে জেলা আ’লীগের এ নেত্রীর মৃত্যুতে আওয়ামীলীগ এবং রাঙ্গামাটি আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার, রাঙ্গামাটির  উপজেলা চেয়ারম্যান শহিদুজ্জামান মহসিন রোমানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক এবং স্বেচ্ছাসেবী সংগঠনগঠনগুলো গভীর শোক প্রকাশ করেন।