Skip to main content

Posts

Showing posts from March 9, 2020

মহামারী করোনাভাইরাস থেকে বাঁচতে পোড়া নাপ্পি খাওয়ার সুপরামর্শ দিলেন নাপ্পির বিশেষজ্ঞ/Mru Indigenous Blog

করোনাভাইরাস থেকে রক্ষা পেতে পোড়ানো নাপ্পি খাওয়ার পরামর্শ দিয়েছেন একজন বিশেষজ্ঞ নাপ্পির ফ্যাক্টরির সভাপতি সিনানখ্যাং রাখাইন। কক্সবাজার প্রতিনিধিঃ Mru Indigenous Blog Date: 10 March 2020 Published Time: 08:23AM পোড়ানো নাপ্পির চিত্রঃ   সিনানখ্যাং রাখাইন জানিয়েছেন, কোন ধরনের নাপ্পি খাইলে যেকোনো রোগ থেকে রক্ষা পাবেন তা স্পষ্ট জানিয়ে দিয়েছেন।  তিনি জানান, আপনারা সাদা নাপ্পি খাবেন। সাদা নাপ্পি তৈরি প্রক্রিয়া মূলত চিংড়ি, কাকরা, ছোট ছোট মাছ মিশিয়ে সাদা নাপ্পি তৈরি করা হয়। এটি সাধারণত পরিস্কার পরিচ্ছন্ন জায়গায় তৈরি করা হয়ে থাকেন বলে তিনি জানান।  সাদা ও পরিস্কার নাপ্পির মূল্য প্রতি কেজি ২৫০-৩০০টাকা হয়ে থাকে। তিনি আরো জানিয়েছেন, আপনারা নাপ্পিটাকে বেশ ৫-১০ মিনিট চারদিকে উলটে পালটে আগুনে পোড়াবেন। পোড়ানোর শেষে হালকা শুকিয়ে রাখেন। বেশ- হয়েগেলো রোগ মুক্ত করার কার্যকরী ওষুধ। পোড়া নাপ্পির সাথে চাইলে ভাতও খাইতে পারেন। ভাত হজম হবে ১০০℅।  আমরা অনেক সময় মরিচ ভর্তা খেয়ে থাকি যা প্রায় নাপ্পি মিশিয়ে মরিচ ভর্তা করে থাকেন। নাপ্পি মিশ্রিত মরিচ ভর্তা হলো আরেক কার্যকরী ওষুধ। না...

সাঁওতালি উইকিপিডিয়ায় অবদান রাখছেন যে ছয় নারী/Mru Indigenous Blog

আজ বিশ্ব নারী দিবস। এই বছর জাতিসংঘ ঘোষিত নারী দিবেসের প্রতিপাদ্য হচ্ছে ‘আমি প্রজন্মের সমতা: নারী অধিকারের প্রতি সচেতনতা’ (আই অ্যাম জেনারেশন ইকুয়ালিটি: রিয়ালাইজিং উইমেনস রাইটস)। MRU INDIGENOUS BLOG 9 March 2020 Published Time: 7:00PM এরকম একটি দিনে আজ আমরা ছয়জন সাঁওতাল নারীর কথা বলবো যারা কিনা সাঁওতাল পুরুষদের পাশাপাশি স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে সাঁওতাল জাতির ভাষাকে সমৃদ্ধ করার জন্য নিরলসভাবে কাজ করে চলেছেন। মূলত এই নারীরা উইকিমিডিয়া ফাউন্ডেশন পরিচালিত উন্মুক্ত বিশ্বকোষ সাঁওতালি উইকিপিডিয়ায় (sat.wikipedia.org) নতুন নতুন নিবন্ধ তৈরি করে সাঁওতালি ভাষাকে সমৃদ্ধ করছেন। সাঁওতাল এই নারীরা হলেন ভারতের মায়নো টুডু, সুরুকুনি মুরমু, শকুন্তলা মারান্ডী, রাংকিনি হাঁসদা এবং বাংলাদেশের সোহাগিনী হাঁসদা ও অনুরাধা সরেন। সাঁওতালি উইকিপিডিয়ার স্থায়ী প্রশাসক মানিক সরেন বলেন, সাঁওতালি ভাষাকে বিশ্ব দরবারে নতুন করে পরিচিত করেছে সাঁওতালি উইকিপিডিয়া। আর এই কাজে সাঁওতাল নারীদের অংশগ্রহণ এখনো সীমতি থাকলেও আমরা আশা করছি ভবিষ্যতে সংখ্যাটা বাড়বে। তবে বর্তমানে যারা কাজ করছেন তারা অত্যন্ত দক্ষতার ...