Skip to main content

Posts

Showing posts from February 14, 2020

বিয়ের জন্য পাত্রী খুঁজছেন সোপান চাকমাঃ/Mru Indigenous Blog

শীত প্রায় শেষের দিকে পাড়ি জমিয়েছে, নেমে এলো বসন্তকাল! বিয়ের জন্য পাত্রী খুঁজে বেড়াচ্ছেন সোপান চাকমা নামে একজন তরুণ। স্টাফ রিপোর্ট Mru Indigenous Blog  Date: 14/02/2020 Published time: 9:40PM File photo of Supan Chakma  আজ ১৪ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসার দিবস। আজ বিশ্ব ভালোবাসার দিবসে পাত্রীর সন্ধানে পার্কে ঘুরে বেড়াচ্ছেন সোপান চাকমা। অন্যদের কাপল দেখলে নিজেকে খুব আফসোস করেন তিনি। কারণ তিনি একেবারে সিংগেল পারসন। তাই তিনি চরম সিদ্ধান্ত নেন যে তিনি এই বসন্তের মাসে বিয়ে করবেন বলে জানান, তাই পাত্রীর অনুসন্ধানে ঘুরে বেড়াচ্ছেন প্রায় ৪ মাস।  ৪ মাস ঘুরে বেড়ানোর পরও পাত্রী মেলেনি বলে জানান। তাই পাত্রী সন্ধানে সাহায্য করার জন্য বন্ধুদের প্রতি অনুরোধও করেছেন। সোপান চাকমা কেমন পাত্রী চাই? তিনি জানিয়েছেন- একজন এইচএসসি অথবা অনার্স পাশ করা মেয়েকে বিয়ে করতে চান এবং মেয়েকে অবশ্যই ধার্মিক হতে হবে, সহজ সরল ও স্বামীর প্রতি সম্মান শ্রদ্ধা ও ভালোবাসা থাকতে হবে এবং শ্বশুর-শ্বাশুড়িকে ঠিক মতো যত্নসহকারে সেবা করতে হবে বলে জানান! সোপান চাকমা কি করেন? সোপান চাকমা বর্তমানে বেকার। ...