বান্দরবানে কুহালং ইউনিয়নের চেমীর মুখ পাড়ায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর অর্থায়নে নবনির্মিত চেমীর মুখ আনু মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক ভবন নির্মাণে (এলজিইডি)’র প্রকৌশলীদের যোগসাজশে মলিন কনস্ট্রাকশন এর বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। Mru Indigenous Blog Date: 12 March 2020 Published: 12 March 2020/07:03PM বান্দরবানে নিম্নমানের সামগ্রী দিয়ে স্কুল ভবন নির্মাণের চিত্রঃ মোহাম্মদ আব্দুর রহিম, বান্দরবান প্রতিনিধি: স্থানীয়দের অভিযোগ, এই স্কুলের একাডেমিক ভবনের ফাউন্ডেশনে নিয়ম অনুযায়ী সিমেন্টের চেয়ে কম সিমেন্ট ব্যবহার ও (এলজিইডি)’র প্রকৌশলী অনুপস্থিতি থাকা অবস্থায় ভবনটি নির্মাণে স্থানীয় সাঙ্গু নদী থেকে উত্তোলনকৃত বালু মিশিয়ে ভবনের বেইস ঢালাই থেকে শুরু করে গ্রেট বিম পর্যন্ত সিমেন্ট কম দিয়ে ঢালাই করা হয়। স্থানীয়রা ও এলজিইডি অফিস সূত্রে জানা যায়, গত (২০ মে) ২০১৯ সালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) হতে ৭৮ লক্ষ ৬৬ হাজার টাকা ব্যয়ে লক্ষ টাকা ব্যয়ে সদর উপজেলার দুই নম্বর কুহালং ইউনিয়নের চেমীর মুখ আনু মিয়া সরকারি প্রাথমিক বিদ্যাল...
সত্যের সন্ধানে ম্রো আদিবাসী ব্লগ। সত্যের সংবাদ প্রকাশ করা ম্রো আদিবাসী ব্লগের মূল উদ্দেশ্য।