আমি তো তোমাদের হয়ে ছিলাম জীবনের প্রতিটি সকালে উজ্জীবিত হয়ে, সকলের আত্ম মর্যাদাবোধ প্রতিরোধক রূপে; বাঁচতে দিলো না আমাকে। ম্রো আদিবাসী ব্লগ সংগৃহীত পোস্ট প্রকাশিতঃ ২৯/০৬/২০১৯ সময়ঃ ০২:৪০AM পোস্ট লেখিকাঃ অরুমিতা চাকমা "ওরা আমাকে বাঁচতে দিলোনা" ------অরুমিতা চাকমা। আমি তো তোমাদের হয়ে ছিলাম জীবনের প্রতিটি সকালে উজ্জীবিত হয়ে, সকলের আত্ম মর্যাদাবোধ প্রতিরোধক রূপে; বাঁচতে দিলো না আমাকে। কি এমন চেয়েছি আমি.............. চেয়েছি তাজা রক্ত ঝরা বন্ধ হোক, মায়ের বুক ফাটা কান্না, পুত্র শোক থেমে যাক, পিতার স্নেহে সন্তান গর্বিত সন্তান হয়ে উঠুক, পত্মীর হৃদয় বিদীর্ণ হবে! মানতে পারিনি, ভ্রাতৃঘাতি সংঘাত মানতে পারিনি। ঝুঁকে পড়া রাতগুলো বিষন্ন মনে তাড়া করতো আমাকে, যখন গোপন বৈঠকে স্বার্থ লোভী ক্ষমতার কোলে অধিকার হারা মানুষের কথা, প্রাণের দাবী দুলে! লুটোপুটি করে স্বাধীনতা!! তখন নিরীহ বেদনার্ত সমাজের চোখ ভেসে উঠে। চেয়েছিলাম চেতনার গান, আগুয়ান, একতার বান, অস্তিত্ব রক্ষার বলিষ্ঠ মানবতার শ্লোগান, শাসন শোষনের বিরুদ্ধে কেঁপে উঠবে সবুজ প্রান্তর। সা...
সত্যের সন্ধানে ম্রো আদিবাসী ব্লগ। সত্যের সংবাদ প্রকাশ করা ম্রো আদিবাসী ব্লগের মূল উদ্দেশ্য।