Skip to main content

Posts

Showing posts from June 29, 2019

ওরা আমাকে বাঁচতে দিলো না: অরুমিতা চাকমাঃ

আমি তো তোমাদের হয়ে ছিলাম জীবনের প্রতিটি সকালে উজ্জীবিত হয়ে, সকলের আত্ম মর্যাদাবোধ প্রতিরোধক রূপে; বাঁচতে দিলো না আমাকে। ম্রো আদিবাসী ব্লগ  সংগৃহীত পোস্ট  প্রকাশিতঃ ২৯/০৬/২০১৯ সময়ঃ ০২:৪০AM পোস্ট লেখিকাঃ অরুমিতা চাকমা "ওরা আমাকে বাঁচতে দিলোনা"     ------অরুমিতা চাকমা। আমি তো তোমাদের হয়ে ছিলাম জীবনের প্রতিটি সকালে উজ্জীবিত হয়ে, সকলের আত্ম মর্যাদাবোধ প্রতিরোধক রূপে; বাঁচতে দিলো না আমাকে। কি এমন চেয়েছি আমি.............. চেয়েছি তাজা রক্ত ঝরা বন্ধ হোক, মায়ের বুক ফাটা কান্না, পুত্র শোক থেমে যাক, পিতার স্নেহে সন্তান গর্বিত সন্তান হয়ে উঠুক, পত্মীর হৃদয় বিদীর্ণ হবে! মানতে পারিনি, ভ্রাতৃঘাতি সংঘাত মানতে পারিনি। ঝুঁকে পড়া রাতগুলো বিষন্ন মনে তাড়া করতো আমাকে, যখন গোপন বৈঠকে স্বার্থ লোভী ক্ষমতার কোলে অধিকার হারা মানুষের কথা, প্রাণের দাবী দুলে! লুটোপুটি করে স্বাধীনতা!! তখন নিরীহ বেদনার্ত সমাজের চোখ ভেসে উঠে। চেয়েছিলাম চেতনার গান, আগুয়ান, একতার বান, অস্তিত্ব রক্ষার বলিষ্ঠ মানবতার শ্লোগান, শাসন শোষনের বিরুদ্ধে কেঁপে উঠবে সবুজ প্রান্তর। সা...

দেশটা কি উচ্ছন্নে গেলো?-ধীমান ওয়াংজা:

একসাথে অনেকগুলো হত্যাকাণ্ডের খবর। কী পাহাড়ে, কী সমতলে সর্বত্র একই অবস্থা। মানুষ কিংবা নিরীহ প্রাণী, কেউই আর এখন রেহাই পাচ্ছে না। অন্যদিকে সড়ক-রেল দুর্ঘটনায়ও নিরীহ মানুষের প্রাণ ঝরছে তো ঝরছেই! ক্রসফায়ারেও প্রায় প্রতিদিন কোনো না কোনো মাদক কারবারি কিংবা মানব পাচারকারির প্রাণ চলে যাচ্ছে। কিন্তু তবুও এদেশে অপরাধ, নৃশংসতা, হত্যাকাণ্ড, দুর্বৃত্তি, দুষ্ক্রিয়া কোনো কিছুই থামনো যাচ্ছে না। বরং দিনদিন সেসব আরও বাড়ছে। তাহলে প্রশ্ন, দেশটা কি সত্যিই আরেকবার উচ্ছন্নে যেতে বসেছে? ম্রো আদিবাসী ব্লগ  নির্বাচিত পোস্ট তারিখঃ ২৮/০৬/২০১৯ প্রকাশিতঃ ২৯/০৬/২০৯। ০২:২০AM লিখেছেনঃ ধীমান ওয়াংজা (Dhiman Wangzha) সংগৃহীত ছবিঃ গত বুধবার (২৬/০৬/১৯) বরগুনায় ধারালো অস্ত্র দিয়ে প্রকাশ্য দিবালোকে স্ত্রীর সামনে স্বামীকে নৃশংসভাবে খুন করা হলো। বছর কয়েক আগে ছাত্রনেতা নামধারী অনেক দুর্বৃত্ত মিলে যেভাবে নিরীহ বিশ্বজিতকে কুপিয়ে মেরেছিলো, দৃশ্যটা অনেকটা সেরকমই। মানুষ এমন নির্মম, নৃশংস, বর্বর কীভাবে হতে পারে? এ জাতীয় হত্যাকাণ্ডের দৃশ্য ধর্মোন্মাদ কিছু জনগোষ্ঠীতে ও রাষ্ট্রে দৃষ্ট হওয়াটা অস্বাভাবিক কিছু নয়। যেমনটি...