পাহাড়ে চারটি পাহাড়ি সংগঠন ছাড়াও রয়েছে "মগ বাহিনী" নামে একটি সংগঠন! তাহলে মোট ৫টি পাহাড়ে পাহাড়ি সংগঠন রয়েছে। এই ছাড়াও আরো সংগঠন থাকতে পারে। আমার জানামতে যে সংগঠনগুলো রয়েছে তা নিচে তুলে ধরা হলোঃ ১। পিসিজেএসএস (এমএন লারমা গ্রুপ) ২। পিসিজেএসএস (সন্তু লারমা গ্রুপ) ৩। ইউপিডিএফ (গণতান্ত্রিক গ্রুপ) ৪। ইউপিডিএফ (অগণতান্ত্রিক গ্রুপ) ৫। মগ পার্টি এর পাশাপাশি রয়েছে "পাহাড়ি ছাত্র পরিষদ" (পিসিপি)- এবং চার পক্ষের দুই মহিলা সংগঠন "হিল উইমেন্স ফেডারেশন" (হউফ বা HWF)...... ==========➤ Mru Indigenous Blog Published: 02.03.2020 Published Time: 11:50PM Writer: Reng Hi File photo of R eng Hi পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিকঃ একদিকে পার্বত্য চট্টগ্রামকে শান্তিচুক্তি বাস্তবায়ন করতে পিসিজেএসএস নামক সংগঠনটি প্রতিনিয়ত লড়াই ও সংগ্রাম করে যাচ্ছেন। ১৯৯৭ সালে ২ডিসেম্বরে পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন করার লক্ষ্যে সবার সামনে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের হাতে শান্তিচুক্তির স্বাক্ষর করেছিলেন। আজ ২৩টি বছর পেরিয়েও পুরোপুরিভাবে পার্বত্য চট্ট...
সত্যের সন্ধানে ম্রো আদিবাসী ব্লগ। সত্যের সংবাদ প্রকাশ করা ম্রো আদিবাসী ব্লগের মূল উদ্দেশ্য।