Skip to main content

Posts

Showing posts from October, 2019

সেক্স করার অবস্থায় আরাম বদলে বেরাম হয়ে তিন তলা থেকে পড়ে মরে গেছে।

তিনতলার বারান্দায় বয়ফ্রেন্ডের সঙ্গে উদ্দাম সেক্স, নগ্ন অবস্থায় নীচে পড়ে মৃত্যু যুগলের। খোলা বারান্দাতেই উদ্দাম সেক্স শুরু করেন ৷ সে সময়ই অসাবধানতাবশত নীচে পড়ে যেন তাঁরা ৷ সঙ্গে সঙ্গে মৃত্যু হয় ৷ Mru Indigenous Blog| SEPTEMBER 30, 2019, 2:11 PM #ইক্যুয়েডর: তিন তলার বারান্দায় বয়ফ্রেন্ডের সঙ্গে সেক্স করতে গিয়ে নীচে পড়ে মৃত্যু হল এক যুগলের ৷ মারাত্মক জোরে একটা আওয়াজ পেয়ে প্রতিবেশীরা বাইরে এসেন দেখেন নগ্ন অবস্থায় দু’জনেই নীচে পড়ে রয়েছেন ৷ ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয় ৷ ঘটনাটি ঘটেছে ইক্যুয়েডরের রাজধানী ক্যুইটোতে ৷ ২৮ বছরের অবিবাহিত ওই মহিলা, নিজের বাড়িতে বন্ধুদের পার্টি দিয়েছিলেন ৷ সেখানেই উপস্থিত ছিলেন তাঁর বছর পঁয়ত্রিশের বয়ফ্রেন্ডও ৷ গ্র্যাজুয়েশন পার্টি শেষ হওয়ার পর অন্যান্যরা বাড়ি চলে গেলে ঘনিষ্ঠ হন যুগলে ৷ খোলা বারান্দাতেই উদ্দাম সেক্স শুরু করেন ৷ সে সময়ই অসাবধানতাবশত নীচে পড়ে যেন তাঁরা ৷ সঙ্গে সঙ্গে মৃত্যু হয় ৷ ওই মহিলার ৮ বছরের একটি মেয়ে রয়েছে ৷ ----------------> Collected news