Skip to main content

Posts

Showing posts from 2019

সেক্স করার অবস্থায় আরাম বদলে বেরাম হয়ে তিন তলা থেকে পড়ে মরে গেছে।

তিনতলার বারান্দায় বয়ফ্রেন্ডের সঙ্গে উদ্দাম সেক্স, নগ্ন অবস্থায় নীচে পড়ে মৃত্যু যুগলের। খোলা বারান্দাতেই উদ্দাম সেক্স শুরু করেন ৷ সে সময়ই অসাবধানতাবশত নীচে পড়ে যেন তাঁরা ৷ সঙ্গে সঙ্গে মৃত্যু হয় ৷ Mru Indigenous Blog| SEPTEMBER 30, 2019, 2:11 PM #ইক্যুয়েডর: তিন তলার বারান্দায় বয়ফ্রেন্ডের সঙ্গে সেক্স করতে গিয়ে নীচে পড়ে মৃত্যু হল এক যুগলের ৷ মারাত্মক জোরে একটা আওয়াজ পেয়ে প্রতিবেশীরা বাইরে এসেন দেখেন নগ্ন অবস্থায় দু’জনেই নীচে পড়ে রয়েছেন ৷ ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয় ৷ ঘটনাটি ঘটেছে ইক্যুয়েডরের রাজধানী ক্যুইটোতে ৷ ২৮ বছরের অবিবাহিত ওই মহিলা, নিজের বাড়িতে বন্ধুদের পার্টি দিয়েছিলেন ৷ সেখানেই উপস্থিত ছিলেন তাঁর বছর পঁয়ত্রিশের বয়ফ্রেন্ডও ৷ গ্র্যাজুয়েশন পার্টি শেষ হওয়ার পর অন্যান্যরা বাড়ি চলে গেলে ঘনিষ্ঠ হন যুগলে ৷ খোলা বারান্দাতেই উদ্দাম সেক্স শুরু করেন ৷ সে সময়ই অসাবধানতাবশত নীচে পড়ে যেন তাঁরা ৷ সঙ্গে সঙ্গে মৃত্যু হয় ৷ ওই মহিলার ৮ বছরের একটি মেয়ে রয়েছে ৷ ----------------> Collected news

ম্রো ভাষার প্রথম লেখক ও ম্রো জনগোষ্ঠীর নক্ষত্রের আলো ইয়াংঙান ম্রো জীবনীঃ

ম্রো জনগোষ্ঠীর ভাষা সৈনিক ও ম্রো আদিবাসীদের অস্তিত্ব রক্ষক ইয়াংঙান ম্রো। ইয়াংঙান ম্রো খুবই সাধারণ একজন ব্যক্তি ও আদর্শ সংগ্রামীও বটে। তিনি ম্রো জাতিকে টিকিয়ে রাখার জন্য নির্লসভাবে কাজ করে যাচ্ছেন। গরীব দুঃখী অসহায় ম্রো জনগোষ্ঠীর জন্য বারে বার লড়ে গেছেন তিনি। ভাষায় যতগুলো বউ প্রকাশিত হয়েছে সবগুলা ইয়াংঙান দ্বারাই অসম্ভবকে সম্ভব হতে হয়েছে। ইয়াংঙান ম্রোর প্রকাশিত ম্রো ভাষার বই আজ গ্রামে গ্রামে ছড়িয়ে পড়েছে এবং সবাই পড়ছে। ইয়াংঙান ম্রোর মতো পরিশ্রমীক ও নিজ ম্রো জাতিকে টিকিয়ে রাখার সংগ্রামে আর কাউকে তেমন দেখা যায়নি বললে। আসুন জেনে নেওয়া যাক ম্রো আদিবাসী লেখক ইয়াংঙান সম্পর্কেঃ ছবিতেঃ ম্রো আদিবাসী লেখক ইয়াংঙান ম্রো ===========⊕⊕ প্রথম আলো সংবাদ সূত্রেঃ ম্রো ভাষার প্রথম লেখক ইয়াংঙান ম্রো। এই যুবক ম্রো সম্প্রদায়ের লেখক ও গবেষক। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাচ্য ভাষা ইনস্টিটিউট থেকে স্নাতকোত্তর শেষে লেখকজীবন বেছে নিয়েছেন। ম্রো ভাষায় প্রথম প্রকাশিত বইয়ের লেখকও তিনি। তাঁর প্রকাশিত বইয়ের সংখ্যা ১৫। এর বাইরে কাজ করে চলেছেন নিজ সম্প্রদায়ের মানুষকে এগিয়ে নিতে। বান্দরবান শহর থেকে ম্র...

ঢাকায় পিসিপির নবীন বরণ অনুষ্ঠিত-২০১৯/Mru Indigenous Blog

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে পাহাড়ী ছাত্র পরিষদ ঢাকা মহানগরের উদ্যোগে ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ঢাকাস্থ বিভিন্ন পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান এবং মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়েছে। Mru Indigenous Blog Published: 28/09/2019 Time: 08:07pm উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমদ। এছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. খায়রুল চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় স্টাফ সদস্য অনন্ত বিকাশ ধামাই, বাংলাদেশ আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদের সাধারন সম্পাদক অলীক মৃ এবং পাহাড়ী ছাত্র পরিষদের কেন্দ্রীয় স্কুল ও পাঠাগার বিষয়ক সম্পাদক পলাশ চাকমা প্রমুখ। পাহাড়ী ছাত্র পরিষদের ঢাকা মহানগর শাখার সাধারন সম্পাদক রেঙ ইয়ং ম্রো এর পরিচালনায় এবং সভাপতি নিপন ত্রিপুরার সভাপতিত্বে উক্ত আয়োজনে শুরুতেই জাতীয় সংগীত ও সংগঠনের দলীয় সংগীত পরিবেশন করা হয়...

থানচি সরকারি হাসপাতালে ভুল চিকিৎসায় মারা গেলো এক নিষ্পাপ শিশুঃ

থানচি উপজেলা সরকারি হাসপাতালে ভুল চিকিৎসায় এক শিশু রোগী মারা গেছে বলে খবর পাওয়া গেছে। Mru Indigenous Blog Date: 26.09.2019 Published Date: 27.09.2019 Time: 10:10am ছবিঃ থানচি সরকারি হাসপাতাল  সম্প্রতি বান্দরবান পার্বত্য জেলা থানচি উপজেলা সরকারি হাসপাতালে ভুল চিকিৎসায় ২ মাস ৫দিন বয়সের এক শিশু মারা গেছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগ করেছেন নিহত শিশুর পিতা থানচি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক খেমং মারমা। নিহত শিশু মারা যাওয়ার কয়েক ঘন্টা পর নিহত শিশুর পিতা খেমং মারমা তার নিজস্ব ফেসবুক টাইমলাইনে ভুল চিকিৎসায় তার নিষ্পাপ সন্তান মারা গিয়েছেন বলে পোস্ট করেন। উল্লেখ্য যে, খেমং মারমা এর একমাত্র পুত্র যার বয়স এখনো মাত্র ২ মাস ৫ দিন শিশু। অসুস্থ হওয়ায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে ভুল চিকিৎসায় শিশুটি মারা যায়। তার নিজস্ব ফেসবুক আইডিতে পোস্ট করা নিহতের শিশুর পিতা খেমং মারমা এর আবেগময় ও দুঃখের ভাষ্য স্ট্যাটাস।  নিহত শিশুর পিতার ভাষ্যমতে জানা যায়, তার সন্তানকে ভুল চিকিৎসা করার কারণে তার একমাত্র পুত্র অকালে প্রাণ হারিয়েছে। শুধু তাই নই, থানচি উপজেলায় পর্যাপ্ত চিকিৎসার সামগ...

বিশ্বশান্তি পুরস্কারের জন্য মনোনীত এক আদিবাসী মেয়ে- Mru Indigenous Blog

দেবাশীষ রেমা, আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক শিশু শান্তি পুরষ্কারের জন্য সম্প্রতি ঘোষণা করা হয়েছে ১৫১ জন মনোনীত প্রার্থীর এবং একমাত্র কানাডিয়ান প্রার্থী হলো উইকওয়েমিকং ফার্স্ট নেশন থেকে আসা অটাম পেল্টিয়ার নামে এক আনিসিনাবে কিশোরী। আনিসিনাবে হ’ল বর্তমানে কানাডা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সংস্কৃতি সম্পর্কিত আদিবাসীদের একটি গ্রুপ। এর মধ্যে ওডাভা, শৌলটাক্স, ওজিবওয়ে (মিসিসাগাস সহ), পটাওয়াতোমি, ওজি-ক্রি এবং অ্যালগনকুইন সম্প্রদায় অন্তর্ভুক্ত রয়েছে। পেলটিয়ার প্রায় ৮ বছর বয়স থেকেই বিশুদ্ধ খাবার জলের পক্ষে কথা বলে যাচ্ছে এবং ইতিমধ্যে জলরক্ষক হিসাবে তার নামডাক – ঠিক যেমন তার চাচি জোসেফাইন মান্ডামিন, যিনি ২০১৬ সালে এক্সেলেন্স ইন কনজারভেশনের জন্য লেফটেন্যান্ট গভর্নরের অন্টারিও হেরিটেজ অ্যাওয়ার্ড পেয়েছিলেন। ২০০৫ সালে চালু করা আন্তর্জাতিক শিশু শান্তি পুরষ্কার এমন শিশুকে দেওয়া হয় যে সারা বিশ্বের শিশুদের জীবন উন্নতি বিধানে কাজ করছে। পেল্টিয়ার তার কাজের জন্য আন্তর্জাতিকভাবে পরিচিত। ২০১৫ সালে সুইডেনে শিশু জলবায়ু সম্মেলনে তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। সম্মেলনের মূল বিষয়টি ছিলো বিশ্বন...

প্রীতিলতার শেষ বিবৃতিঃ Mru Indigenous Blog

প্রীতিলতার শেষ বিবৃতি: প্রীতিলতার পোস্ট মর্টেম করার সময়ে তাঁর সামরিক পোশাকের মধ্যে নিজ হাতে লেখা একটি বিবৃতি বের হয়ে আসে। অত্যন্ত যত্নে তিনি এটিকে অন্য একটি কাগজে মুড়ে পোশাকের ভিতরে রেখে দিয়েছিলেন। বেশ বড়সড় একটি বিবৃতি এটি। বেশ ভেবেচিন্তেই তিনি বিবৃতিটি লিখেছিলেন। দেখিয়েছিলেন তিনি এটি সূর্য সেনকে। সূর্য সেন পড়ে অনুমোদনও দিয়েছিলেন। এই বিবৃতিটি পড়লেই বোঝা যায় যে, প্রীতিলতা জানতেন, এই আক্রমণের পরে তাঁর জীবিত ফিরে আসার সম্ভাবনা খুবই কম। সে কারণেই শেষ লাইনে তিনি লিখেছিলেন, ‘এই আশা লইয়াই আমি আজ আত্মদানে অগ্রসর হইলাম।’ বিবৃতিটি সরকারি পক্ষ আদালতে হাজির করেছিল। পুরো বিবৃতিটি এরকম : আমি বিধিপূর্বক ঘোষণা করিতেছি, যে প্রতিষ্ঠান উচ্চ আদর্শে অনুপ্রাণিত হইয়া, অত্যাচারের স্বার্থসাধনে নিয়োজিত সাম্রাজ্যবাদী ব্রিটিশ শাসনের উচ্ছেদ সাধন করিয়া আমার মাতৃভূমি ভারতবর্ষে গণতান্ত্রিক শাসন প্রবর্তন করিতে ইচ্ছুক, আমি সেই ভারতীয় রিপাবলিকান আর্মির চট্টগ্রাম শাখার একজন সদস্য। এই বিখ্যাত ‘চট্টগ্রাম শাখা’ দেশের যুবকদের দেশপ্রেমের নবচেতনায় উদ্বুদ্ধ করিয়াছে। স্মরণীয় ১৯৩০-এর ১৮ এপ্রিল এবং উহার পরবর্তী পবিত্র জ...

খাগড়াছড়ি-দীঘিনালা সড়কের তিন মাইল রাবার বাগান পাশে অজ্ঞাত এক আদিবাসী নারীর লাশ উদ্ধারঃ

আজ আনুমানিক সকাল ১০:৩০টায় খাগড়াছড়ি জেলার দীঘিনালা সড়কের ৩ মাইল রাবার বাগানের পাশে অজ্ঞাত এক আদিবাসী নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। Mru Indigenous Blog Published: 23 September 2019 Publish Time: ছবিঃ অজ্ঞাত আদিবাসী নারীর লাশ। স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ২৩ সেপ্টেম্বর ২০১৯ সকাল আনুমানিক ১০:৩০টায় ঘটিকায় খাগড়াছড়ি-দীঘিনালা সড়কের ৩ মাইল রাবার বাগান এলাকায় অজ্ঞাত আদিবাসী নারীর মৃতদেহটি  উদ্ধার করা হয়। তবে কিভাবে এই হত্যাকাণ্ড ঘটেছে সেই বিষয়ে জানতে পারেনি পুলিশ এবং নিহতের নারীর নাম, পরিচয়ও জানা যায়নি। ছবিঃ রাবার বাগানের পাশে পড়ে থাকা অজ্ঞাত আদিবাসী নারীর লাশ খাগড়াছড়ি সদর থানার ওসি আব্দুর রশিদ জানান, সকাল ঐ অজ্ঞাত আদিবাসী নারীর লাশ দেখতে পেয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) আমাদেরকে খবরটি জানায়, পরে পুলিশ ঘটনাস্থল থেকে ঐ অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। বর্তমানে লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করা হবে বলে জানান ওসি আব্দুর রশিদ। সাধারণ চিহ্নিত অনুযায়ী,  তার বাম হাতে প্রায়...

ধর্ম চন্দ্র তঞ্চঙ্গ্যা হতে চান একজন সফল অভিনেতা:

ধর্ম চন্দ্র তঞ্চঙ্গ্যা হতে চান একজন সফল অভিনেতা: ফটোগ্রাফি থেকে নাটক, গান থেকে আবৃত্তি—যেকোনো আয়োজনেই আছেন ধর্ম চন্দ্র তঞ্চঙ্গ্যা। কারও কাছে তিনি ক্যাপ্টেন হুররা, কেউ বলেন মুর্দা ফকির। তবে ধর্মরাজ নামেই সবার কাছে পরিচিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের চতুর্থ বর্ষের এই শিক্ষার্থী! ছবিতেঃ ধর্ম চন্দ্র তঞ্চঙ্গ্যা বেড়ে ওঠা রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলায়। ছোটবেলা থেকেই গানের পাগল ধর্মরাজ। ঢাকার নটর ডেম কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করে ভর্তি হন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। এই সবুজ ক্যাম্পাসেই নিজেকে খুঁজে পান তিনি। এরই মধ্যে প্রায় ২৫টি নাটকে অভিনয় করেছেন। এসব নাটকের মধ্যে নাট্যকার জিয়া হায়দারের তাইরে-নাইরে না, মুনির চৌধুরীর কবর, সেলিম আল দীনের শকুন্তলা ও পুত্র নাটকে অভিনয়ে করে প্রশংসা পেয়েছেন। তবে ক্যাম্পাসে সাড়া পড়ে নাট্য নির্দেশক শামীম হাসানের নাটক ক্যাপ্টেন হুররা নাটকের মূল চরিত্র ক্যাপ্টেন হুররায় অভিনয় করার পর। এই নাটক বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রদর্শিত হয়েছে। এ ছাড়া চট্টগ্রাম শিল্পকলা একাডেমি ও বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম কেন্দ্রেও প্রদর্শিত হয়েছে। পাশাপাশি চার বছর ধর...

ফিরে দেখা: রাঙ্গামাটিতে সেটেলার বাঙালি কর্তৃক আদিবাসী জুম্মদের উপর সাম্প্রদায়িক হামলা-ভিডিও ক্লিপঃ

On September 22,2012 Bengali Settlers  Attacked in Rangamati, Chittagong Hill Tracts. Mru Indigenous  Blog Published: 23 September 2019 Time: 10:55AM রাঙ্গামাটিতে সেটেলার বাঙালি কর্তৃক আদিবাসী জুম্মদের উপর সাম্প্রদায়িক হামলার ছবিঃ ফিরে দেখা: রাঙ্গামাটিতে সেটেলার বাঙালি কর্তৃক আদিবাসী জুম্মদের উপর সাম্প্রদায়িক হামলা আজ ২২ সেপ্টেম্বর রাঙ্গামাটিতে সেটেলার বাঙালি কর্তৃক আদিবাসী জুম্মদের উপর সাম্প্রদায়িক হামলা ঘটনার ৮ বছর। ২০১২ সালের আজকের এই দিনে নিরাপত্তাবাহিনীর উপস্থিতিতে সেটেলার বাঙালিরাা রাঙ্গামাটি শহরের বিভিন্ন এলাকায় জুম্মদের উপর এক বর্বরোচিত সাম্প্রদায়িক হামলা চালায়। সেটেলার বাঙালিরা সরকারি চিকিতসক ডা. সুশোভন দেওয়ানকে কুপিয়ে মারাত্মক জখম করে। এ ঘটনায় তাঁর ডাক চোখ সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায়। এছাড়া সেটেলার বাঙালিদের হামলায় ১৪ জন ইউপি চেয়ারম্যান, একজন সাংবাদিকসহ শতাধিক জুম্ম আহত হয়। এ সময়ে ধাওয়া –পাল্টা ধাওয়ায় ৯ জন সেটেলার বাঙালিও আহত হয়। সেটেলার বাঙালিরা পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের কার্যালয় ও বিশ্রামাগারসহ জুম্ম ঘরবাড়ি ও দোকানপাট ভাংচুর করে। ঘটনার দিন পু...

বাঁচার দায়ে লাক্রি বিক্রি করে আয় উপার্জন ম্রো আদিবাসী নারীরাঃ

বাঁচার দায়ে লাক্রি বিক্রি করে আয় উপার্জন ম্রো আদিবাসীরা! ------------> জুম চাষের পাশাপাশি নাপ্পি,লবণ কিনতে ম্রো আদিবাসী নারীরা লাক্রি বিক্রি করে থাকেন! Mru Indigenous Blog Published: 22 September 2019 Time: 12:12Pm আমি ছোট থাকতে জুম চাষের পাশাপাশি আমার মা-ও লাক্রি বিক্রি করতেন। লাক্রি বিক্রি করে আমাদের পড়াশোনা শিখিয়েছেন। তখন আমরা খুব গরীব ছিলাম। আমাদের নিজস্ব জায়গা জমি ছিলো না। ছিলো না ভালো একটা বাসস্থান। আমার বয়স যখন আট বছর বয়স ছিলো, তবে এর আগে থেকে আমার মা লাক্রি বিক্রি করতেন। আমার বয়স যখন ১৫-১৬ তখন থেকে আমার মা আর লাক্রি বিক্রি করেন না! কিন্তু, আমার মায়ের অবদানে আমরা শিক্ষার আলো পেয়েছি। আমার মা লাক্রি বিক্রি করে আমরা তিন ভাইবোনকে স্কুলে ভর্তি করিয়েছেন। খাতা কলম স্কুল ড্রেসসহ ইত্যাদি খরচ আমার মা বাবা অনেক কষ্ট করে চালাচ্ছেন। বর্তমানে আমরা মোটামুটি ভালো পর্যায়ে আছি। এখন আমাদের নিজস্ব জায়গা জমি আছে। আমাদের বিরাট বড় বাগান রয়েছে। বিভিন্ন ফলমূলের বাগান। আমার মা যে লাক্রি বিক্রেতা তা আমি অস্বীকার করবো না। আমার মা লাক্রি বিক্রি করে আমাদের বড় গড়ে তুলেছেন। তাই আমি আমার মা...

মেরিডিয়ান কোম্পানি কেড়ে নিলো ম্রো আদিবাসীদের ভিটামাটি, উচ্ছেদ ২০-২৫ ম্রো পরিবারঃ

মেরিডিয়ান কোম্পানি নামক একটি কোম্পানি প্রজেক্ট দখলে যাচ্ছে ২৫ পরিবার ম্রো আদিবাসীদের পায়ের তলায় মাটি। ম্রো আদিবাসীদের গ্রাম উচ্ছেদ করে দিয়ে কেড়ে ভিটামাটি জায়গা জমি জোরপূর্বক কেড়ে নিচ্ছে মেরিডিয়ান কোম্পানি। ম্রো আদিবাসীরা উচ্ছেদ হয়ে গ্রাম ছাড়ার প্রস্তুতি।  MRU INDIGENOUS BLOG Date: 1 August 2019 Published Time: 2 August 2019/1:30AM লামা সরই ইউনিয়নের ক্যজুপাড়া-লুলাইন সড়কে ম্রো পাড়া। নতুনপাড়া নামের পাড়ায় ২০টি দরিদ্র ম্রো পরিবার বসবাস করেন। ঢেকিছড়াপাড়া থেকে রাবার উন্নয়নের শিকার হয়ে, জুমচাষের জমি হারিয়ে একটি পাড়া করেছে। খুবই সহজ সরল। শিক্ষিত বলতে পাড়ায় কেউ নেই। ওই পাড়াটি উচ্ছেদ করার জন্য কোম্পানি নামক বহিরাগত ভূমিদস্যুরা তিন-চার বছর ধরে চেষ্টা করছে। সর্বশেষ গত ৩০ ও ৩১ জুলাই এবং ১ আগস্ট শতাধিক লাঠিসোটাধারি লোকজন এসে পাড়ার জুমের জমি ও পাড়াবাসীর বাগান দখল করে নিয়েছে। ওই জমি ছাড়া পাড়াটি টিকে থাকতে পারবে না। আইনশৃঙ্খলা বাহিনীকে বললেও কোনো কাজ হয়নি এবং বরং কেউ কেউ দখলদার মেরিডিয়েনকে সহযোগিতা করে বলে পাড়াবাসী অভিযোগ করেছে। ম্রোরা অভিযোগ করে বলেন, মেরিডিয়ান কোম্পানি লামা র...

নিরীহ ম্রোদের পায়েরতলার মাটি কেড়ে নিয়েছে মেরিডিয়ান কোম্পানিঃ

ম্রোদের ভূমি জবরদখল করা ভূমি দস্যু কোম্পানিগুলোকে প্রতিরোধে হাত বাড়িয়ে দিন। MRU INDIGENOUS BLOG Date: 1 August 2019 Published Time: 2.08.2019/12:30AM "নিরীহ ম্রোদের পায়েরতলার মাটি কেড়ে নিয়েছে মেরিডিয়ান কোম্পানি!! লামা সরই ইউনিয়নের ক্যজুপাড়া-লুলাইন সড়কে একটি ম্রোপাড়া। নতুনপাড়া নামের পাড়ায় ২০টি দরিদ্র ম্রো পরিবার বসবাস করেন। ঢেকিছড়াপাড়া থেকে  রাবার উন্নয়নের শিকার হয়ে, জুমচাষের জমি হারিয়ে একটি পাড়া করেছে। খুবই সহজ সরল। শিক্ষিত বলতে পাড়ায় কেউ নেই। ওই পাড়াটি উচ্ছেদ করার জন্য কোম্পানি নামক বহিরাগত ভূমিদস্যুরা তিন-চার বছর ধরে চেষ্টা করছে। সর্বশেষ গত ৩০ ও ৩১ জুলাই এবং ১ আগস্ট শতাধিক লাঠিসোটাধারি লোকজন এসে পাড়ার জুমের জমি ও পাড়াবাসীর বাগান দখল নিয়েছে। ওই জমি ছাড়া পাড়াটি টিকে থাকতে পারবে না। আইনশৃঙ্খলা বাহিনীকে বললেও কোনো কাজ হয়নি এবং বরং কেউ কেউ সহযোগিতা করে বলে পাড়াবাসী অভিযোগ করেছে।  কারা উচ্ছেদ করছে? ম্রোরা অভিযোগ করেছেন মেরিডিয়ান কোম্পানি, লামা রাবার লিমিটেড ও কোয়ান্টাম ফাউন্ডেশন সেখানে হাজার হাজার জমি রাবার বাগানের জন্য ইজারার নেওয়ার নামে দখল করেছে। লামার রাবার লিমিটেডে...

পার্বত্য চট্টগ্রাম চুক্তি ও বোডোল্যান্ড চুক্তি: একটি তুলনামূলক পর্যালোচনা:শক্তিপদ ত্রিপুরাঃ

১৯৯৭ সালের ২ ডিসেম্বর বাংলাদেশ সরকার ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির মধ্যেকার ‘পার্বত্য চট্টগ্রাম চুক্তি’ স্বাক্ষরিত হয়। অপরদিকে ২০০৩ সালের ১০ ফেব্রুয়ারী ভারত সরকার ও বোডোল্যান্ড লিবারেশন টাইগার্স এর মধ্যে ‘বোডোল্যান্ড চুক্তি’ স্বাক্ষরিত হয়। পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি ও বোডোল্যান্ড লিবারেশন টাইগার্স উভয়ই সশস্ত্র সংগ্রামে লিপ্ত ছিল এবং সশস্ত্র সংগ্রামরত অবস্থায় সরকারের সাথে চুক্তিতে আবদ্ধ হয়। বোডোল্যান্ড লিবারেশন টাইগার্স (বিএলটি)- এর অন্যতম একটি দাবী ছিল- বোডো অধ্যুষিত অঞ্চল ৪টি জেলা- কোকরাজার, বাকসা, উদলগুরি ও চিরাঙকে ‘বোডোল্যান্ড’ হিসেবে স্বীকৃতি দিতে হবে। বিএলটির দাবী অনুসারে ভারত সরকার আসামের ৪টি জেলাকে ‘বোডোল্যান্ড’ হিসেবে স্বীকৃতি প্রদান করে। অপরদিকে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জনসংহতি সমিতি) তিন পার্বত্য জেলা নিয়ে গঠিত পার্বত্য চট্টগ্রামকে ‘জুম্মল্যান্ড’ হিসেবে স্বীকৃতি প্রদানের দাবী জানিয়েছিল। কিন্তু বাংলাদেশ সরকার জনসংহতি সমিতির এই দাবীকে প্রত্যাখান করে। বিএলটির দাবী অনুসারে বিটিসির নিকট আইন প্রণয়নের ক্ষমতা প্রদান করা হয়েছে; কিন্তু জনসংহতি সমিতি আইন পরিষদ সম্...

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পিসিপির উদ্যোগে নবীন বরন ও বিদায় সংবর্ধনা '১৯ অনুষ্ঠিত:

"জুম পাহাড় ডাকছে তোমায় করোনা হেলা হে নবীন এসেছে ক্ষণ ভাসাও মুক্তির ভেলা" এই স্লোগানকে সামনে রেখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা কর্তৃক ২০১৮-১৯ শিক্ষাবর্ষের আদিবাসী শিক্ষার্থীদের নবীন বরন ও ২০১৪-১৫ ব্যাচের আদিবাসী শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনার অনুষ্ঠান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। ছবিঃ নবীন বরনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আদিবাসী শিক্ষার্থীবৃন্দ। উক্ত অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক কৃতি চাকমার সঞ্চালনায় ও সভাপতি মিন্টু চাকমার সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহ সভাপতি ও ২৯৯ নং রাঙামাটি আসনের সাবেক সাংসদ শ্রী ঊষাতন তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ সাইদুল ইসলাম, প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. কাঞ্চন চাকমা, ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক ড. আনন্দ বিকা...

ওরা আমাকে বাঁচতে দিলো না: অরুমিতা চাকমাঃ

আমি তো তোমাদের হয়ে ছিলাম জীবনের প্রতিটি সকালে উজ্জীবিত হয়ে, সকলের আত্ম মর্যাদাবোধ প্রতিরোধক রূপে; বাঁচতে দিলো না আমাকে। ম্রো আদিবাসী ব্লগ  সংগৃহীত পোস্ট  প্রকাশিতঃ ২৯/০৬/২০১৯ সময়ঃ ০২:৪০AM পোস্ট লেখিকাঃ অরুমিতা চাকমা "ওরা আমাকে বাঁচতে দিলোনা"     ------অরুমিতা চাকমা। আমি তো তোমাদের হয়ে ছিলাম জীবনের প্রতিটি সকালে উজ্জীবিত হয়ে, সকলের আত্ম মর্যাদাবোধ প্রতিরোধক রূপে; বাঁচতে দিলো না আমাকে। কি এমন চেয়েছি আমি.............. চেয়েছি তাজা রক্ত ঝরা বন্ধ হোক, মায়ের বুক ফাটা কান্না, পুত্র শোক থেমে যাক, পিতার স্নেহে সন্তান গর্বিত সন্তান হয়ে উঠুক, পত্মীর হৃদয় বিদীর্ণ হবে! মানতে পারিনি, ভ্রাতৃঘাতি সংঘাত মানতে পারিনি। ঝুঁকে পড়া রাতগুলো বিষন্ন মনে তাড়া করতো আমাকে, যখন গোপন বৈঠকে স্বার্থ লোভী ক্ষমতার কোলে অধিকার হারা মানুষের কথা, প্রাণের দাবী দুলে! লুটোপুটি করে স্বাধীনতা!! তখন নিরীহ বেদনার্ত সমাজের চোখ ভেসে উঠে। চেয়েছিলাম চেতনার গান, আগুয়ান, একতার বান, অস্তিত্ব রক্ষার বলিষ্ঠ মানবতার শ্লোগান, শাসন শোষনের বিরুদ্ধে কেঁপে উঠবে সবুজ প্রান্তর। সা...