ছবিঃ ম্রো আদিবাসী
মায়ের জাত মানে সন্তানের স্বর্গ স্থান।
মায়ের জাত মানে সন্তানের পৃথিবী।
মায়ের জাত মানে সন্তানের আলো।
মায়ের জাত মানে সন্তানের এগিয়ে যাওয়ার পথ প্রদর্শক।
মায়ের জাত মানে নিজে না খেয়ে সন্তানকে খাওয়ানো।
মায়ের জাত মানে নিজে না ঘুমিয়ে সন্তানকে ঘুম পাড়ানো।
মায়ের জাত মানে দশ মাস দশ দিন সন্তানকে গর্ভে ধারণ করা।
মায়ের জাত মানে সন্তানকে সবসময় হাসি খুশিতে রাখার হাতিয়ার।
মায়ের জাত মানে সন্তানের কোমলতা।
মায়ের জাত মানে সন্তানের সুখ শান্তির জগৎ।
মায়ের জাত মানে সন্তানের প্রথম শিক্ষক।
মায়ের জাত মানে সন্তানের প্রথম ভাষা শেখার বই।
মায়ের জাত মানে সন্তানকে সু-শিক্ষিত গড়ে তোলা।
মায়ের জাত মানে স্বর্ণের চেয়েও দামী।
মায়ের জাত মানে একবার হারিয়ে গেলে আর ফিরে না পাওয়া।
মায়ের জাত মানে খেলার সাথী।
মায়ের জাত মানে কোমলপ্রাণ।
"মা" চেয়েও সুন্দর ভুবন আর কিছুই হতে পারে না।
"মা" চেয়েও ভালো মানুষ আর কেউ হতে পারে না।
"মা" চেয়েও শিক্ষিত আর কেউ শিক্ষিত হতে পারে না।
"মা" চেয়েও ভালো আদর সৌহাগ আর কেউ দিতে পারে না।
আমাদের মা যতক্ষণ বেঁচে থাকবে ততক্ষণ আমাদের সুখ থাকবে।
মা নেই তো পৃথিবী নিরব।
মা না থাকলে পৃথিবীও সুন্দর থাকে না।
তাই মাকে ভালোবাসতে শিখুন, মাকে ভালোবাসুন।
মাকে অবহেলার করবেন না। মা একবার হারিয়ে গেলে আর ফিরে আসে না।
মা যতক্ষণ বেচে থাকবে ততক্ষণ মাকে হাসি খুশিতে রাখুন।
মাকে একদম কষ্ট দিবেন না।
সবাই বলুন, মা আমার মা।
মা আমি তোমায় ভালোবাসি।
-Reng Hi

Comments