আযানের শব্দ শুনলে গান বাজনা বন্ধ করতাম, অথচ্য ওরা আমার ধর্মকে অসম্মান করলোঃ
MRU INDIGENOUS BLOG
Date: 19/06/19
Published: 11:35PM
আযানের শব্দ শোনা মাত্রই আমরা আমাদের রুমের সাউন্ড সিস্টেমে চলা গান বন্ধ করে রেখে দিতাম। আমাদেরকে কেউ বলেনি আযানের সময় গান বন্ধ করে রাখতে, কিন্তু শহরের দোকানগুলোতে দেখেছি তারা আযানের সময় গান বন্ধ করে রাখে কিংবা কোন মুসলীম মোবাইলে গান শোনার সময় আযান শুরু হলে তারাহুরো করে গান বন্ধ করে দিতে। উনাদের কাছ থেকে দেখেই আমরাও বুঝতে পেরেছি যে আযানের সময় গান চালানো কিংবা গান শোনা ইসলাম ধর্মের নীতিতে বোধগম্য নয়। তাই আযান শুরু হলেই আমরাও মোবাইলে শোনা গান এবং সাউন্ড সিস্টেম অফ করে রেখে দিতাম। তবে আমরা যে ইসলাম ধর্মের অনুসারী বা মুসলীম সেটাও নয়। আমি এবং আমার রুমমেট সবাই ছিলাম অমুসলীম। কিন্তু তবুও আমরা আযানের সময় গান শোনা কিংবা সাউন্ড সিস্টেম চালানো থেকে বিরত থাকি। কিন্তু কেন(?) আমরা তো অমুসলীম, তার কারণ আমরা অন্য আরেকটি ধর্মের অনুসারী হলেও ইসলাম ধর্মকে সম্মান করতে শ্রদ্ধা করতে যতেষ্ট আন্তরিক ছিলাম। পড়ালেখায় সেসময়ে আমরা খুব একটা পাকাপোক্ত সেটাও অবশ্যই বলা যাবেনা। মেট্রিক পেরিয়ে সবেমাত্র ইন্টারে পা দিয়েছি। ঐ অল্প জ্ঞান থেকেই আমরা সকল ধর্মকে সম্মান করতে হয়, শ্রদ্ধা করতে হয় উপলদ্ধি করতে সক্ষম হয়েছি। অথচ আজকে যারা কিনা সোনার বাংলা গড়ার কারিগর, ৩/৪'টা বড় বড় ডিগ্রীর সার্টিফিকেট নিয়ে ঘোরাফেরা করে, উচ্চ শিক্ষায় গতানুগতিক শিক্ষিত, সেসব সুশিক্ষিত মুসলীম ভাইয়েরাই আজ কোন ধর্মকে কিভাবে সম্মান করতে হয়(!) শ্রদ্ধা করতে হয় সেক্ষেত্রে আদি বাল্যশিক্ষার কিঞ্চিৎ পরিমান সংস্পর্শে পৌঁছাতে পারেনি বা যেতে পারেনি। তাহলে এরা কোন শিক্ষার আড়ালে শিক্ষিত বিবেকের ভার বহন করে আছে(?) প্রশ্ন সাপেক্ষ!!!
সংগৃহীতঃ Tapan chakma Jummo
https://www.facebook.com/100035084386846/posts/140964490416363/?app=fbl
MRU INDIGENOUS BLOG
Date: 19/06/19
Published: 11:35PM
আযানের শব্দ শোনা মাত্রই আমরা আমাদের রুমের সাউন্ড সিস্টেমে চলা গান বন্ধ করে রেখে দিতাম। আমাদেরকে কেউ বলেনি আযানের সময় গান বন্ধ করে রাখতে, কিন্তু শহরের দোকানগুলোতে দেখেছি তারা আযানের সময় গান বন্ধ করে রাখে কিংবা কোন মুসলীম মোবাইলে গান শোনার সময় আযান শুরু হলে তারাহুরো করে গান বন্ধ করে দিতে। উনাদের কাছ থেকে দেখেই আমরাও বুঝতে পেরেছি যে আযানের সময় গান চালানো কিংবা গান শোনা ইসলাম ধর্মের নীতিতে বোধগম্য নয়। তাই আযান শুরু হলেই আমরাও মোবাইলে শোনা গান এবং সাউন্ড সিস্টেম অফ করে রেখে দিতাম। তবে আমরা যে ইসলাম ধর্মের অনুসারী বা মুসলীম সেটাও নয়। আমি এবং আমার রুমমেট সবাই ছিলাম অমুসলীম। কিন্তু তবুও আমরা আযানের সময় গান শোনা কিংবা সাউন্ড সিস্টেম চালানো থেকে বিরত থাকি। কিন্তু কেন(?) আমরা তো অমুসলীম, তার কারণ আমরা অন্য আরেকটি ধর্মের অনুসারী হলেও ইসলাম ধর্মকে সম্মান করতে শ্রদ্ধা করতে যতেষ্ট আন্তরিক ছিলাম। পড়ালেখায় সেসময়ে আমরা খুব একটা পাকাপোক্ত সেটাও অবশ্যই বলা যাবেনা। মেট্রিক পেরিয়ে সবেমাত্র ইন্টারে পা দিয়েছি। ঐ অল্প জ্ঞান থেকেই আমরা সকল ধর্মকে সম্মান করতে হয়, শ্রদ্ধা করতে হয় উপলদ্ধি করতে সক্ষম হয়েছি। অথচ আজকে যারা কিনা সোনার বাংলা গড়ার কারিগর, ৩/৪'টা বড় বড় ডিগ্রীর সার্টিফিকেট নিয়ে ঘোরাফেরা করে, উচ্চ শিক্ষায় গতানুগতিক শিক্ষিত, সেসব সুশিক্ষিত মুসলীম ভাইয়েরাই আজ কোন ধর্মকে কিভাবে সম্মান করতে হয়(!) শ্রদ্ধা করতে হয় সেক্ষেত্রে আদি বাল্যশিক্ষার কিঞ্চিৎ পরিমান সংস্পর্শে পৌঁছাতে পারেনি বা যেতে পারেনি। তাহলে এরা কোন শিক্ষার আড়ালে শিক্ষিত বিবেকের ভার বহন করে আছে(?) প্রশ্ন সাপেক্ষ!!!
সংগৃহীতঃ Tapan chakma Jummo
https://www.facebook.com/100035084386846/posts/140964490416363/?app=fbl



Comments