প্রেমের টানে রিকেন চাকমা (২৩) নামে এক পাহাড়ি ছেলেকে বিয়ে করেছেন শারমিন আক্তার (২০) নামে মুসলমান তরুণী।
নিজস্ব প্রতিবেদক
খাগড়াছড়ির বিভাগের সংবাদ
মে ২৩,২০১৯।
প্রকাশিতঃ ০৯:২০ মিনিট
উল্লেখ্য যে, বিগত ১৭/০৫/২০১৯ইং তারিখে খাগড়াছড়ি জেলার মহালছড়ির উপজেলায় বসবাসরত মাইসছড়ি মাষ্টার পাড়া বাসিন্দা মৃদুল কান্তি চাকমার পুত্র রিকেন চাকমা (২৩) নামে এক পাহাড়ি ছেলের সাথে চট্টগ্রাম আনোয়ার বাশঁখালি বাসিন্দা শারমিন আক্তার (২০) নামে এক মুসলিম তরুণীর বিয়ে হয়েছে।
জানা যায়, রিকেন চাকমার সাথে শারমিন আক্তারের দীর্ঘ দিনের প্রেমের সম্পর্ক রয়েছে। এবং একে অপরের প্রতি বিশ্বাস রেখে নিজেদের সিদ্ধান্তে বিয়ে পিরিতে বসেন এই দুই তরুণ-তরুণী। এবং আইন অনুযায়ী ও চাকমার সামাজিক নিয়মে বিয়ের শেষে কনের নাম পরিবর্তন করা হয় যথা- শারমিন আক্তার থেকে টুম্পা চাকমা নামে রাখা হয়।
এই দুই নবদম্পতি জানায়, আমরা একে অপরকে ভালোবেসে বিয়ে করেছি। আমাদের মাঝে হাজারো বাধার সৃষ্টি আসলেও আমরা একে অপরকে ছেড়ে যাবো না। আমাদের নিজেদের সিদ্ধান্তে বিয়েটা করেছি। এবং যদি কোন সময় মানুষ ঝামেলা না করলে আশা করি আমরা দুজন সুখি থাকব।
সবাই আমাদেরকে আশীর্বাদ করবেন যাতে আমরা দুজন ভালোভাবে সংসার করতে পারি।
শারমিন আক্তার ও রিকেন চাকমা।
জানা যায়, রিকেন চাকমার সাথে শারমিন আক্তারের দীর্ঘ দিনের প্রেমের সম্পর্ক রয়েছে। এবং একে অপরের প্রতি বিশ্বাস রেখে নিজেদের সিদ্ধান্তে বিয়ে পিরিতে বসেন এই দুই তরুণ-তরুণী। এবং আইন অনুযায়ী ও চাকমার সামাজিক নিয়মে বিয়ের শেষে কনের নাম পরিবর্তন করা হয় যথা- শারমিন আক্তার থেকে টুম্পা চাকমা নামে রাখা হয়।
শারমিন আক্তার ও রিকেন চাকমার আংটি বদল মুহূর্তে।
এই দুই নবদম্পতি জানায়, আমরা একে অপরকে ভালোবেসে বিয়ে করেছি। আমাদের মাঝে হাজারো বাধার সৃষ্টি আসলেও আমরা একে অপরকে ছেড়ে যাবো না। আমাদের নিজেদের সিদ্ধান্তে বিয়েটা করেছি। এবং যদি কোন সময় মানুষ ঝামেলা না করলে আশা করি আমরা দুজন সুখি থাকব।
সবাই আমাদেরকে আশীর্বাদ করবেন যাতে আমরা দুজন ভালোভাবে সংসার করতে পারি।



Comments