রাঙামাটিতে পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও ২৪তম কেন্দ্রীয় কাউন্সিল গতকাল সোমবার অনুষ্ঠিত হয়েছে।
নিজস্ব প্রতিবেদক
মে ২১,২০১৯। ০৫:৩০।
ছবিঃ অতিথিবৃন্দ
রাঙামাটি সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রাঙ্গণে প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভায় প্রধান অতিথি ও উদ্বোধক ছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় সহসভাপতি ও সাবেক সাংসদ উষাতন তালুকদার। পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি জুয়েল চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় নেতা রুহিন হোসেন প্রিন্স, বাংলাদেশ ছাত্রমৈত্রীর সভাপতি আলিফ উদ্দীন আহমেদ, বাংলাদেশ আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক অলীক মৃ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শিশির চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের রাঙামাটি শাখার সভাপতি আশিকা চাকমা, পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির জেলা শাখার সাধারণ সম্পাদক অরুণ ত্রিপুরা। স্বাগত বক্তব্য দেন পাহাড়ি ছাত্র পরিষদের আন্তর্জাতিক সম্পাদক নিপুণ ত্রিপুরা। এর আগে প্রধান অতিথি জাতীয় পতাকা ও বেলুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের উদ্বোধন করেন। কেন্দ্রীয় কাউন্সিলে তিন পার্বত্য জেলা থেকে আড়াই শতাধিক নেতাকর্মী অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে উষাতন তালুকদার অভিযোগ করে বলেন, ঔপনিবেশিক কায়দায় পার্বত্য চট্টগ্রামকে পরিচালনা করা হচ্ছে। বর্তমানে একটা অরাজক পরিস্থিতি চলছে। গ্রেফতার আতঙ্কের মধ্য দিয়ে এখানকার মানুষকে দিন পার করতে হচ্ছে। পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জনগোষ্ঠীকে উচ্ছেদ করে বাইরে ঠেলে দেওয়ার জন্য দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে।
তিনি আরও বলেন, পাহাড়ের মানুষ কোনো জুম ল্যান্ড বা স্বাধীনতা চায় না। তারা পার্বত্য চুক্তির যথাযথ বাস্তবায়ন ও সংবিধানে স্বীকৃতি চাওয়া ছাড়া আর কিছুই চায় না। তিনি পার্বত্য চুক্তির যথাযথ বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।





Comments