Skip to main content

বান্দরবান উচহ্লা ভান্তেকে খোলা চিঠিঃ রিয়াজ বাঙ্গালী:

শ্রদ্ধেয় উচহ্লা ভান্তের উদ্দেশ্যে ছোট একটি খোলা বার্তা দিয়েছেন রিয়াজ।

Mru Indigenous Blog
Selected Post
Date: 06 June 2019
Published: 08:40AM
Name: Riaz Bangali







লিখেছেনঃ রিয়াজ বাঙ্গালী👇

শ্রদ্ধাভাজন উচহ্লা ভান্তে আপনার উদ্দেশ্য বলছি।। বলতে পারেন আপনার কাছে আমার খোলা চিঠি!!

আমার পাহাড়ে কোন প্রকার শত্রু নেই। আমিও কারো শত্রু নয়। আমি চাকমা মারমা ত্রিপুরা তঞ্চঙ্গ্যা ম্রো আদিবাসী সহ পাহাড়ে যতো জাতিসত্তা আছে সবাইকে সমান দৃষ্টিতে দেখি সমানভাবে ভালোবাসি কারন আমি নিজেকে তাদের একজন ভাবি।
পার্বত্য চট্টগ্রাম হচ্ছে বহু ভাষাভাষী বহু জাতিসত্তার আঁতুড়ঘর। এখানে আছে বৌদ্ধ হিন্দু মুসলিম খ্রিস্টান ক্রামা ধর্ম সহ বহু ধর্মের মানুষের সহবস্থান।
এতো জাতি এতো ধর্ম এতো ভাষার পরেও তাদের মধ্যে আছে হাজার বছরের ঐক্য ভালোবাসা এবং সম্প্রীতির বন্ধন যেটা সত্যিকার অর্থে বিরল।

পাহাড়িরা বহু বছর ধরে এখানে মিলে মিশে সহবস্থান নিয়ে সম্প্রীতির সাথে বসবাস করে আসছে।  এর পর বাঙালি পুশব্যাক করার পরেও এখানে কখনো পাহাড়িদের মধ্যে ঐক্যের ফাটল দেখা যায়নি। আমরা কখনো এটা আশাও করি না।

আমরা সবাই জানি বনভান্তের কথা। তার শিক্ষাগত যোগ্যতা খুব একটা বেশি নয়। কিন্তু সাধনা করে তিনি নিজেকে এক অনন্য যোগ্যতায় পৌঁছিয়ে দিয়েছেন। 
পার্বত্য বৌদ্ধ জাতির জন্য রেখেছেন এক অতুলনীয় ভুমিকা। তারপরেও তিনি মানুষ হিসেবে তার কিছু ভুল থাকতে পারে বা কেউ কেউ তাকে কিছু কিছু ক্ষেত্রে বিতর্কিত বলছে।
তবে তাঁর উদ্দেশ্য এবং আদর্শের নিয়ে কোন প্রকার বিতর্ক নেই। তিনি গত হয়ে গেছেন আমাদের মাঝে। তবে তাঁর জীবনকালে যত সম্মান পেয়েছেন আমার মনে হয় এ যাবৎ কালে আর কোন কোন ভিক্ষু এতো সম্মান পায় নাই। 

শ্রদ্ধেয় উচহ্লা ভান্তে বনভান্তের মহানির্বান লাভের পর পার্বত্য বৌদ্ধ সমাজে আপনার অবস্থান সবার উপরে। আমি বহু চাকমার মুখে আপনার গুনগান শুনেছি।  আপনি অসাধারন ক্ষমতার অধিকারী দেবতারা আপনার সাথে সাক্ষাৎ করতে আসে যেটা ইতিপূর্বে আর ঘটে নাই। আপনি আপনার সাধনা ভাবনা দিয়ে দেবতাদের মন জয় করেছেন।।
আমার জানা মতে আপনি একজন সাবেক জাজ। আমি একজন আইনের ছাত্র হিসেবে বলতে পারি একজন জাজ হতে কত পড়াশোনা করতে হয় কত কষ্ট করতে হয় সেটা বলে বুঝানো যাবে না। জাজ মানেই সে এক অনন্য জ্ঞানের অধিকারী। কারন তিনি পৃথিবীর সব আইনের সম্পর্কে ধারণা রাখেন। 

আপনি ধর্মের প্রতি ভালোবাসায় নিজের মত সুখ আল্যাদ বিসর্জন দিয়ে সব কিছু ত্যাগ করে ধর্ম সাধনা করেছেন। আপনি এখানেও সম্মানিত হয়েছেন। আপনি হয়েছেন বান্দরবান স্বর্ন মন্দিরে কর্নধার। আপনার যোগ্যতা ক্ষ্যাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার কাছে ছড়িয়ে পড়েছে।  আপনি বান্দরবান রাঙ্গামাটি খাগড়াছড়ি মারমা চাকমা তঞ্চঙ্গ্যা সহ সকল বৌদ্ধ সম্প্রদায়ের কাছে সমানভাবে পূজনীয়।
Name: Uchaw Hla Vante
Bandarban District. 


কিন্তু ইদানিং চাকমা জাতির ইতিহাস নিয়ে আপনার ভাইরাল হওয়া একটা ভিডিও আমাদের সবাইকে দারুনভাবে আহত করেছে। আপনার ভিডিও শোনার পর আপনি যে একজন সাবেক আইনজীবী জাজ আমি আইনের ছাত্র হিসেবে সেটা বিশ্বাস করতে আমার কষ্ট হচ্ছে। 
আপনার মুখে এতোবড় মিথ্যাচার মানায় না গুরুজী? তাছাড়া আপনার তাদের ইতিহাস নিয়ে মাথা ঘামানোর প্রয়োজন টা কি? 
যদিও কথার পশঙ্গেক্রমে বলতে হয়। এমন কথা কেন বলবেন যেটা সবাইকে আহত করে। গুরুভান্তের কথায় তো কেউ কষ্ট পেতে পারে না। গুরু ভান্তের কথার মধ্যে তো হিংসার রেশ মাত্র থাকতে পারে না। কারন গুরু ভান্তের অবস্থান জাতি ধর্ম নির্বিশেষে সবার উপরে। আপনি তো বলেন অহিংসা পরম ধর্ম।
আপনার তো না জানার কথা নয় গুরুজী যেখানে পাহাড়িদের কে একদল বলে বার্মিজ সেটেলার সেখানে আপনার তথাকথিত ইতিহাস তাদেরকে কতোটা রসদ জুগিয়েছে তা কি আপনি একবার চিন্তা করেছেন?

পার্বত্য চট্টগ্রামে চাকমা মারমা তঞ্চঙ্গ্যার এবং বড়ুয়ারা এক বিশাল বৌদ্ধ সম্প্রদায়ের লোক। আপনারা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের বাসিন্দা সেখানে নিজেদের ঐক্য কতটা গুরুত্বপূর্ণ তা কি আপনি কখনো কল্পনা করেছেন?
আপনার তথাকথিত মনগড়া ইতিহাস সে ঐক্যের পথে কতবড় বাঁধা তা কি কখনো চিন্তা করেছেন?

শ্রদ্ধেয় উচহ্লা ভান্তে আমি আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আপনাকে অনেক ভালোবাসি। আপনার অবস্থান সবার মাথার উপরে। আপনাকে আপনার অবস্থান থেকে এমন মিথ্যাচার এমন হিংসাত্মক মন্তব্য কখনোই মানায় না
দয়া করে অন্তত আপনার অবস্থানের গুরুত্ব বুঝে আর কখনো বেফাঁস মন্তব্য করবেন না। সাধারণ মানুষ গুরুভান্তেকে গালি দিবে এটা কখনোই মেনে নেওয়া যায় না। 

** আমি আপনাদের একজন হিসেবে নিজের বিবেকের তাড়নায় এতোগুলো কথা বলছি। দয়া করে নিজের ভাই বন্ধু সন্তান হিসেবে আমার ভুল গুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে সংশোধন করার সুযোগ করে দিবেন।

জয় হোক জুম্ম জনতার।
Riaz Bangali



Note: This post is collected from Riaz Bangali timeline... 

Comments

Anonymous said…
Apni j pahari bangalir ato oikottar kotha bolchen ata ki apnar mongora kotha noi??

Popular posts from this blog

চিকিৎসা না করেও চিকিৎসার বিল নিচ্ছেন চিটাগং হেলথ পয়েন্ট হসপিটাল লিঃ/ভুক্তভোগী সজীব চাকমার অভিযোগঃ

চিটাগং হেলথ পয়েন্ট হসপিটাল লিমিটেড নামক একটা বেসরকারি হাসপাতালে রোগীকে চিকিৎসা না করেও অতিরিক্ত চিকিৎসার বিল নিচ্ছেন বলে অভিযোগ করেছেন  রোগীর পিতা সজীব চাকমা। চিটাগং হেলথ পয়েন্ট হসপিটাল লিঃ   রোগীর পিতা সজীব চাকমার ফেসবুকের প্রথম পোস্ট তুলে ধরাহলোঃ         রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে নিউমোনিয়া আর জ্বর নিয়ে গত ০২/০২/২০২০ তারিখে ভর্তি করিয়ে ছিলাম। নিউমোনিয়া ভাল হলেও জ্বর গতকাল ০৬/০২/২০২০ পর্যন্ত ভাল না হওয়ায় ডাক্তাররা জ্বরের চিকিৎসা অপারগতা প্রকাশ করে চট্টগ্রামে রেফার করে😪😪 তাই গতকাল ০৬/০২/২০২০ রাত ১১টা থেকে আমার দেড় বছরের উচ্চোবী চাঙমার চিকিৎসার নতুন ঠিকানা এখন হেলথ পয়েন্ট হসপিটাল (প্রা) লিঃ চট্টগ্রাম। সবাই আমার মেয়ের জন্য আশীর্বাদ করুন🙏🙏🙏 ------------------------------------------------------   রোগীর পিতা সজীব চাকমা জানান, তিনি তার একমাত্র কন্যা সন্তান উচ্চোবী চাকমা, যার বয়স এখনো মাত্র দেড় বছর। জ্বরের সাথে নিউমোনিয়া হয়ে প্রথমত রাংগামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করে চিকিৎসা নেন। রাংগামাটি জেনারেল  হাসপাতালে উন্নত চি...

"মা" কাকে বলে? মায়ের জাত কিঃ মা মানে কি?

ছবিঃ ম্রো আদিবাসী  মায়ের জাত মানে সন্তানের স্বর্গ স্থান। মায়ের জাত মানে সন্তানের পৃথিবী। মায়ের জাত মানে সন্তানের আলো। মায়ের জাত মানে সন্তানের এগিয়ে যাওয়ার পথ প্রদর্শক। মায়ের জাত মানে নিজে না খেয়ে সন্তানকে খাওয়ানো। মায়ের জাত মানে নিজে না ঘুমিয়ে সন্তানকে ঘুম পাড়ানো। মায়ের জাত মানে দশ মাস দশ দিন সন্তানকে গর্ভে ধারণ করা। মায়ের জাত মানে সন্তানকে সবসময় হাসি খুশিতে রাখার হাতিয়ার। মায়ের জাত মানে সন্তানের কোমলতা। মায়ের জাত মানে সন্তানের সুখ শান্তির জগৎ। মায়ের জাত মানে সন্তানের প্রথম শিক্ষক। মায়ের জাত মানে সন্তানের প্রথম ভাষা শেখার বই। মায়ের জাত মানে সন্তানকে সু-শিক্ষিত গড়ে তোলা। মায়ের জাত মানে স্বর্ণের চেয়েও দামী। মায়ের জাত মানে একবার হারিয়ে গেলে আর ফিরে না পাওয়া। মায়ের জাত মানে খেলার সাথী। মায়ের জাত  মানে কোমলপ্রাণ। "মা" চেয়েও সুন্দর ভুবন আর কিছুই হতে পারে না। "মা" চেয়েও ভালো মানুষ আর কেউ হতে পারে না। "মা" চেয়েও শিক্ষিত আর কেউ শিক্ষিত হতে পারে না। "মা" চেয়েও ভালো আদর সৌহাগ আর কেউ দিতে পারে না। আমাদের মা যতক্ষণ বেঁচে  থা...

নারীর স্বাধীনতা আর ক্ষমতায়ন নয় শুধু, তাদের ইজ্জতেরও মূল্যায়ন করি/Mru Indigenous Blog

 কাজ প্রায় একই, কিন্তু... অনেক সময় বনিনবনা না হলেই ধর্ষণ হয়ে যাই যা পেপার পত্রিকায় নিত্য দেখি। নারীর স্বাধীনতা আর ক্ষমতায়ন নয় শুধু, তাদের ইজ্জতেরও মূল্যায়ন করি। সম্মতিতে করলে ‘যিনা’ আর জোর-জবরদস্তিতে করলে ‘ধর্ষণ’। ওয়েস্টার্ন সভ্যতায় যিনাকে প্রমোট করা হয়। ফ্রি মাইন্ডে তারা ফ্রি সেক্স করে। এটা কোনো অপরাধ না। কিন্তু নারীর অনিচ্ছায় জোর-জবরদস্তিতে সেই একই কাজ করলে তা হয় Rape বা ধর্ষণ। এটা তাদের কাছে অন্যায়। এটার জন্য আন্দোলনও হয়। ‘মি-টু’ এর মতো ‘ধার্ষনিক বিপ্লব’ও হয়। কিন্তু ইসলাম? ইসলামের অবস্থান মূলত ‘যিনা’ বা adultery এর বিরুদ্ধে। ধর্ষণ বা Rape এর শরয়ি দণ্ডবিধিতে যিনার শাস্তির সাথে অতিরিক্ত হিসেবে জোর-জবরদস্তির শাস্তি, ত্রাসসৃষ্টির শাস্তি ইত্যাদি যুক্ত হয় মাত্র। সুতরাং ইসলাম উভয়টারই বিরোধিতা করে। এমন কঠোর বিরোধিতা যে, মুসলমানদের  কুরআন ঘোষণা করেছে- “লা তাকরাবুয যিনা” অর্থাৎ তোমরা ব্যভিচারের কাছেও যেয়ো না।  দিনের পর দিন, বছরের পর বছর প্রেম হয়, চ্যাটিং হয়, ডেটিং হয়, শপিং হয় অসুবিধে নেই। পার্কের বেঞ্চে বসে কোলাকুলি হয়, গাছের আড়ালে পরম মমতাভরা আলিঙ্গন হয় এটাও অসুবিধে না। রাতের প...