"আর্থি হোক আমাদের। বেঁচে থাকুক আর্থি চাকমা।
হজ্জজ্জচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (২০১৬-২০১৭) সেশনের পালি বিভাগের ৩য় বর্ষের মেধাবী শিক্ষার্থী আর্থি চাকমা। কে.কে. রায় সড়ক নিবাসী বিমল কান্তি চাকমা এবং স্মৃতিকণা চাকমা'র কনিষ্ঠ কন্যা। তার দীর্ঘদিন ধরে জ্বর, পেটে এবং জোড়াই ব্যাথাসহ প্রায় সময় ডায়রিয়ার সমস্যা দেখা দিতো। ঢাকা পপুলার ডায়াগনস্টিক সেন্টারে পেটে টিউমার ধরা পড়ে। এরপরে চিটাগং এর একটি হাসপাতালে তার কোলন ক্যান্সার ধরা পড়ে। ডায়াগনোসিস ফাইনাল হওয়ার পর দেশে চিকিৎসা না করে তাকে গত ১৭ই মে চেন্নাইয়ের এপোলো হাসপাতালে নেয়া হয়। সেখানেও তার একই রোগ ধরা পড়ে। বর্তমানে আর্থি এপোলো ক্যান্সার হাসপাতালে ভর্তি আছে। ইতিমধ্যে তার কেমোথেরাপির প্রথম ডোজ শেষ হয়েছে। ডাক্তারদের পরামর্শ অনুযায়ী তাকে প্রতি মাসে ২টি করে ৬ মাস পর্যন্ত দিতে হবে। প্রতি ডোজ কেমো দিতে খরচ হয় দেড় লক্ষ রুপি। এর মধ্যে আছে পরীক্ষা নিরীক্ষার খরচ। ডাক্তাররা আশাবাদী করেছেন যে, কেমোর সম্পূর্ণ ডোজ দিতে পারলে আর্থি অবশ্যই সুস্থ হবে৷ তবে সবমিলিয়ে ৫০ লক্ষ টাকার অধিক খরচ হতে পারে জানিয়েছেন। ইতিমধ্যে দেশে এবং দেশের বাইরে চিকিৎসায় তার পরিবারে ৮-১০ লক্ষ টাকা খরচ হয়েছে৷ কিন্তু এত ব্যয়বহুল চিকিৎসার খরচ বহন করা তার পরিবারের পক্ষে কখনো সম্ভব নয়।
আর্থির এই দুঃসময়ে তার চঃবিঃ এর বন্ধুবান্ধবরা এগিয়ে এসেছেন। গত ২৬ মে থেকে ইতিমধ্যে প্রায় ৭০০০০ টাকার অধিক সংগ্রহ করতে সক্ষম হয়েছেন। তাদের এই মহতী উদ্যোগের সাথে আমরা উন্মেষ পরিবারও সম্পৃক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আজ সকাল ১১.০০ ঘটিকায় আর্থির আত্মীয়স্বজন, বন্ধবান্ধব এবং উন্মেষ এর ত্রিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয় এবং যৌথভাবে কাজ করার সম্মতি দিয়েছে উভয় পক্ষ।
কাজেই আমরা আশাবাদী আপনারাও আমাদের সাথে হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে এসে আর্থির পাশে দাঁড়াবেন। আমাদের বিশ্বাস সকলে যদি সম্মিলিতভাবে চেষ্টা করি আর্থি অবশ্যই তার স্বাভাবিক জীবন ফিরে পাবে, সুস্থ্য হয়ে আমাদের মাঝে ফিরে আসবে। আর্থি আমাদের জাতির এবং দেশের সম্পদ। আর্থিকে বাঁচানো আপনার আমার সকলের নৈতিক দায়িত্ব। আমরা চাইনা এই কম বয়সে আমাদের কাছে প্রতিভাবান একটি মেধা হারিয়ে যাক। কাজেই আমরা কত টাকা কতভাবে অপচয় করে থাকি। অন্তঃত সে অংশ থেকে কিছু সাহায্য করলে একটি মানুষ পৃথিবী উপভোগ করার সুযোগ পাবে।
কিন্তু আমাদের বিশ্বাস, আমরা যদি প্রকৃত মানুষের মতো কাজ করি তাহলে আর্থিকে ফিরিয়ে দিতে পারি একটি সুন্দর স্বপ্নময় ভবিষ্যত। তার পরিবারের সবার মুখে ফুটাতে পারি নির্মল হাসি। সর্বোপরি হাসবে এই
সুন্দর পৃথিবী, জয় হবে মানবতার। সবেমাত্র তার জীবন শুরু এই বয়সে অকালে ঝরে পড়ুক এটি কারোর কাম্য নয়। তাই আপনাদের সকলের আশীর্বাদ ও সহযোগীতায় ফিরে পেতে পারে তার স্বাভাবিক জীবন। আর্থিকে বাঁচাতে তাই দেশের এবং প্রবাসের সকল মানবতাবাদী বন্ধু ও হৃদয়বান মানুষের কাছে আমাদের এই আকুল আবেদন
একটি কথা আছে, ছোট ছোট বালু কণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ, সাগর অতল। আপনার- আমার সামান্য সহায়তা বৃহৎআকার ধারন করেএকটি জীবন বাঁচানো সম্ভব।
আর্থিক সহায়তার জন্যঃ
--------------------------------------
#বিকাশ:
০১৮৪০৩২১৮০৯(পার্সোনাল)
০১৯০৬১৫৪৪৯০(পার্সোনাল)
০১৮৭৯১০৩৮৯৩(পার্সোনাল)
০১৮৬৫৩৬৭৫৫৯(পার্সোনাল)
০১৮৭৯১০৩৮৯৩ (পার্সোনাল)
০১৮৬৫৩৬৭৫৫৯(পার্সোনাল)
০১৯৮৪৩১৬১৩৪(পার্সোনাল)
০১৮৫০৫২৫৫৩৩(পার্সোনাল)
০১৮৫৯৭০৭৩৯০(পার্সোনাল)
০১৮২৮৮০৭৯২০(পার্সোনাল)
#রকেট
০১৫১৫২২৩৩৬৮১
০১৫১৫২৫৪৬৯৫৪
#ব্যাংক একাউন্ট
নাম: উন্মেষ
A/C NO: 100130445
সোনালী ব্যাংক লিমিটেড, নিউ কোর্ট বিল্ডিং শাখা, রাঙ্গামাটি।
যোগাযোগ:
দীপেন চাকমা, সভাপতি, উন্মেষ
(০১৫৫৭১৮৭৮০২)
বিদ্যুৎ চাকমা, সহ-সাধারণ সম্পাদক, উন্মেষ
(০১৫২২৪১৮৩৩৮)
এড.ভবতোষ দেওয়ান,(আর্থির মেসো)
(০১৭৩২৩৫০৬৫২)
বিমল কান্তি চাকমা(আর্থির বাবা)
(০১৮২০২২১৬৭৫)
#আর্থির আর্থিক সাহায্য উত্তোলনের জন্য উন্মেষ এর ১৬ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করেছে। তারা হচ্ছেন
উপদেষ্টাঃ
সুদীপ্ত চাকমা
১। আহ্বায়কঃ দীপেন চাকমা
২। সহ আহ্বায়কঃ রিপন চাকমা
৩। পরম চাকমা
৪। সদস্য সচিবঃ বিদ্যুৎ চাকমা
৫। যুগ্ম সচিবঃ বিটন চাকমা
সদস্যঃ
৬। রিন্টু চাকমা
৭।মিতু চাকমা
৮।করুন চাকমা
৯। পারমিতা চাকমা
১০। অর্পা দেওয়ান
১১। ধীমান চাকমা
১২। মিনতি চাকমা
১৩। নেপচুন চাকমা
১৪। দিপালো চাকমা
১৫। রিকেল চাকমা
--------------------------->>>
প্রথম কেমো দেওয়ার পরে আর্থি কিছুটা সুস্থ আছে, আজ তাকে আবার শারীরিক পরীক্ষা করা হয়েছে কেমো কতটুকু উন্নতি করলো,আর কি পরিমান দিতে হবে। আমরা এখনো রিপোর্ট পায়নি আশা করি আপনাদের খুব শীঘ্রই জানাতে পারবো। তবে আগামী ১০ তারিখ তার দ্বিতীয় কেমোর তারিখ নির্ধারণ করা আছে। তাই আমাদের প্রস্তুতিও চলছে সেভাবেই কারণ শুধু একটা কেমোর দাম দেড় লক্ষ রুপি, পরীক্ষার খরচ এবং হাসপাতালের খরচ আলাদা। আমরা একযোগে তার বন্ধুবান্ধব, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ তার শুভানুধ্যায়ীদের সাথে সমন্বয়ে কাজ করে যাচ্ছি, সাথে আছেন আমাদের, আর্থির বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন ও শুভাকাঙখী। আমরা খুব আশাবাদী এই বিশাল একটা নেটওয়ার্ক নিয়ে কাজে এগিয়ে যেতে পারলে অবশ্যই সফল হবো। আজ পর্যন্ত যাঁরা ধর্ম বর্ণ নির্বিশেষে আর্থির জন্য সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছেন আমরা অশেষ কৃতজ্ঞ আপনাদের কাছে। পাশে থাকুন ভালোবাসায়....
Dipen Chakma-Wangza
#বিকাশ: (সকলের প্রতি অনুরোধ থাকবে টাকা পাঠানোর আগে বা পরে নাম্বার নিশ্চিত হয়ে নিন এবং রেফারেন্স এ নিজের নামটা লিখে দিবেন অথবা এসএমএস করে দিবেন।
যোগাযোগ:
মিতান চাকমা 01820428858(bikash)
Palitan Khisa 01818801270(bikash)
Newton Chakma 018288275074(rocket)
Mishuk Chakma 018543571082(rocket)
Khoka Mony Chakma +880 1554-673924
Rajib Chakma Rajo +880 1517-170933
সকলের প্রতি অনুরোধ বেশি বেশি শেয়ার করার জন্য। যেন অন্যরাও এগিয়ে আসতে পারে।
"ভালোবাসা হোক আর্থির জন্য"
মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। আর্থিকে বাঁচানোর জন্য আমরা নেমেছি আপনাদের দুয়ারে দুয়ারে, মাঠে নেমে যখন ক্লান্ত হই একবার আর্থির ছবির মায়াভরা মুখের দিকে তাকিয়ে আবার ছুটে চলি, আমরা যদি একদিন ও দেরী করি তার চিকিৎসার তহবিলে হয়ত কিছু অর্থ কম আসবে। কারণ আগামী ১০ তারিখ আপনাদের এই অর্থায়নে তার দ্বিতীয় কেমো শুরু হবে। দিনশেষে যখন হাতের মুঠোয় এক দুই তিন করে সংখ্যাগুলো জড়ো হয় তখন আর কষ্ট লাগেনা, নব উদ্যোমে আবার ফিরে চলি আগামী দিনের প্রস্তুতির জন্য। এভাবেই চলছে, আমরা আছি আর্থির পাশে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর শিক্ষার্থীবৃন্দ এবং আর্থির বন্ধু শুভাকাঙ্ক্ষী আত্নীয়স্বজন ছাড়াও আমাদের সাথে আর্থিকে ভালোবেসে, সমন্নয়ে যোগ দিয়েছেন "উন্মেষ" পরিবারের বন্ধু সংগঠন "জুবদা" পরিবার। আমরা আশাবাদী সবার সমন্নয়ে আর্থির জন্য অর্থ উত্তোলনের কর্মসূচী আরো বেগবান হবে। সবার প্রচেষ্টায় একটা শক্তির জয়গানে আমরা সফল হবো। আজ পর্যন্ত যাঁরা বিভিন্নভাবে সহযোগীতায় আর্থির পাশে দাঁড়িয়েছেন আমরা কৃতজ্ঞ। দেশে এবং প্রবাসী শুভাকাঙ্ক্ষীদের কাছে আবারো বিশেষ অনুরোধ আমাদের প্রতিদিনের খরচের কিছু অংশ আর্থির সহায়তায় দান করি। তার জীবন বাঁচার সংগ্রামে সামিল হই। আর্থির মুখে সেই চিরচেনা হাসি ফিরিয়ে দিই, আবারো ভালোবাসা হোক আর্থির জন্য। পাশে থাকুন ভালোবাসায়.....
দিপাশীঃ
১.প্রদীপ্ত খীসা, কক্সবাজার -২০৪০/-
২.৯৩১০ থেকে ৫০০/-
৩.মন্বসী- ৫১০/-
৪.ঈবেশ থেকে ৫০০/-
পংকজিণীঃ
ট্রাইবেল অফির্সাস কলোনী-৮০৫০/-
অজানা-৩২০/-
আরিকা দেওয়ান-১০০০/-
মুক্তা ৫০০/-
বিদ্যুৎঃ
বিবরন চাকমা ৫০/-
তন্নি চাকমা ২০০/-
নাম প্রকাশে অনিচ্ছুক ৫০০/-
পূর্ণিমা
১.পূর্বা = ১০০০/-
২.প্রিয়দর্শিনী = ১০০০/
৩.রিয়া( IUB) = ১০০০/-
৪.মিথিলা = ৫৫০/-
৫.কেনিয়া = ২০০/-
নিষ্ঠাঃ
মহাপূরম উচ্চ বিদ্যালয়, রামমণি পক্ষ থেকে -৩০৬০ টাকা
১১৯৮ থেকে ১০০/-
রিন্টু
নাম প্রকাশে অনিশ্চুক ৩০০/-
দীপেনঃ
Tiana & Mayumi Chakma ১০০০/-
সুফলা চাকমা ২০৫/-
অন্নি চাকমা মৌমি ২০০/-
Natasha chakma 1020/-
জয়া ৫০০/-
অনির্বাণ চাকমা ২০০০/-
৭৪৪১ থেকে ১৫১/-
৫৩১৩ থেকে ৩১০/-
৭৯২৯ থেকে ১০০/-
৫৪৮৪ থেকে ২৪০/-
৬৪৪৬ থেকে ৫০০/-
১৪৪৮ থেকে ১০০/-
৫১২৭ থেকে ৩০০/-
রকেটঃ
৮৬৯৮ থেকে ১০০/-
আজকে উত্তোলন ২৮,০০৬ টাকা
২৯ মে থেকে ৪ জুন পর্যন্ত সর্বমোট ৩,৬১,২৮০ টাকা।
যাঁরা আর্থিক সাহায্য দিয়ে আর্থির পাশে দাঁড়িয়েছেন সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।
--------------------------------------
#বিকাশ:
(সকলের প্রতি অনুরোধ থাকবে টাকা পাঠানোর আগে বা পরে নাম্বার নিশ্চিত হয়ে নিন এবং রেফারেন্স এ নিজের নামটা লিখে দিবেন অথবা এসএমএস করে দিবেন)
০১৮৪০৩২১৮০৯(পার্সোনাল)
০১৫৩৩৪১৮৩৩৮(পার্সোনাল)
০১৮৭৯১০৩৮৯৩(পার্সোনাল)
০১৮৬৫৩৬৭৫৫৯(পার্সোনাল)
০১৮৭৯১০৩৮৯৩ (পার্সোনাল)
০১৮৬৫৩৬৭৫৫৯(পার্সোনাল)
০১৯৮৪৩১৬১৩৪(পার্সোনাল)
০১৮৫০৫২৫৫৩৩(পার্সোনাল)
০১৮৫৯৭০৭৩৯০(পার্সোনাল)
০১৮২৮৮০৭৯২০(পার্সোনাল)
#রকেট
০১৫১৫২২৩৩৬৮১
০১৫১৫২৫৪৬৯৫৪
#ব্যাংক একাউন্ট
নাম: উন্মেষ
A/C NO: 100130445
সোনালী ব্যাংক লিমিটেড, নিউ কোর্ট বিল্ডিং শাখা, রাঙ্গামাটি।
যোগাযোগ:
দীপেন চাকমা, সভাপতি, উন্মেষ
(০১৫১৫২২৩৩৬৮)
বিদ্যুৎ চাকমা, সহ-সাধারণ সম্পাদক, উন্মেষ
(০১৫৩৩৪১৮৩৩৮)
এড.ভবতোষ দেওয়ান,(আর্থির মেসো)
(০১৭৩২৩৫০৬৫২)
বিমল কান্তি চাকমা(আর্থির বাবা)
(০১৮২০২২১৬৭৫)
সকলের প্রতি অনুরোধ বেশি বেশি শেয়ার করার জন্য। যেন অন্যরাও সহযোগীতায় এগিয়ে আসতে পারে।
কপিঃ https://www.facebook.com/UnmeshCht/
আর্থি চাকমা
হজ্জজ্জচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (২০১৬-২০১৭) সেশনের পালি বিভাগের ৩য় বর্ষের মেধাবী শিক্ষার্থী আর্থি চাকমা। কে.কে. রায় সড়ক নিবাসী বিমল কান্তি চাকমা এবং স্মৃতিকণা চাকমা'র কনিষ্ঠ কন্যা। তার দীর্ঘদিন ধরে জ্বর, পেটে এবং জোড়াই ব্যাথাসহ প্রায় সময় ডায়রিয়ার সমস্যা দেখা দিতো। ঢাকা পপুলার ডায়াগনস্টিক সেন্টারে পেটে টিউমার ধরা পড়ে। এরপরে চিটাগং এর একটি হাসপাতালে তার কোলন ক্যান্সার ধরা পড়ে। ডায়াগনোসিস ফাইনাল হওয়ার পর দেশে চিকিৎসা না করে তাকে গত ১৭ই মে চেন্নাইয়ের এপোলো হাসপাতালে নেয়া হয়। সেখানেও তার একই রোগ ধরা পড়ে। বর্তমানে আর্থি এপোলো ক্যান্সার হাসপাতালে ভর্তি আছে। ইতিমধ্যে তার কেমোথেরাপির প্রথম ডোজ শেষ হয়েছে। ডাক্তারদের পরামর্শ অনুযায়ী তাকে প্রতি মাসে ২টি করে ৬ মাস পর্যন্ত দিতে হবে। প্রতি ডোজ কেমো দিতে খরচ হয় দেড় লক্ষ রুপি। এর মধ্যে আছে পরীক্ষা নিরীক্ষার খরচ। ডাক্তাররা আশাবাদী করেছেন যে, কেমোর সম্পূর্ণ ডোজ দিতে পারলে আর্থি অবশ্যই সুস্থ হবে৷ তবে সবমিলিয়ে ৫০ লক্ষ টাকার অধিক খরচ হতে পারে জানিয়েছেন। ইতিমধ্যে দেশে এবং দেশের বাইরে চিকিৎসায় তার পরিবারে ৮-১০ লক্ষ টাকা খরচ হয়েছে৷ কিন্তু এত ব্যয়বহুল চিকিৎসার খরচ বহন করা তার পরিবারের পক্ষে কখনো সম্ভব নয়।
আর্থির এই দুঃসময়ে তার চঃবিঃ এর বন্ধুবান্ধবরা এগিয়ে এসেছেন। গত ২৬ মে থেকে ইতিমধ্যে প্রায় ৭০০০০ টাকার অধিক সংগ্রহ করতে সক্ষম হয়েছেন। তাদের এই মহতী উদ্যোগের সাথে আমরা উন্মেষ পরিবারও সম্পৃক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আজ সকাল ১১.০০ ঘটিকায় আর্থির আত্মীয়স্বজন, বন্ধবান্ধব এবং উন্মেষ এর ত্রিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয় এবং যৌথভাবে কাজ করার সম্মতি দিয়েছে উভয় পক্ষ।
কাজেই আমরা আশাবাদী আপনারাও আমাদের সাথে হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে এসে আর্থির পাশে দাঁড়াবেন। আমাদের বিশ্বাস সকলে যদি সম্মিলিতভাবে চেষ্টা করি আর্থি অবশ্যই তার স্বাভাবিক জীবন ফিরে পাবে, সুস্থ্য হয়ে আমাদের মাঝে ফিরে আসবে। আর্থি আমাদের জাতির এবং দেশের সম্পদ। আর্থিকে বাঁচানো আপনার আমার সকলের নৈতিক দায়িত্ব। আমরা চাইনা এই কম বয়সে আমাদের কাছে প্রতিভাবান একটি মেধা হারিয়ে যাক। কাজেই আমরা কত টাকা কতভাবে অপচয় করে থাকি। অন্তঃত সে অংশ থেকে কিছু সাহায্য করলে একটি মানুষ পৃথিবী উপভোগ করার সুযোগ পাবে।
কিন্তু আমাদের বিশ্বাস, আমরা যদি প্রকৃত মানুষের মতো কাজ করি তাহলে আর্থিকে ফিরিয়ে দিতে পারি একটি সুন্দর স্বপ্নময় ভবিষ্যত। তার পরিবারের সবার মুখে ফুটাতে পারি নির্মল হাসি। সর্বোপরি হাসবে এই
সুন্দর পৃথিবী, জয় হবে মানবতার। সবেমাত্র তার জীবন শুরু এই বয়সে অকালে ঝরে পড়ুক এটি কারোর কাম্য নয়। তাই আপনাদের সকলের আশীর্বাদ ও সহযোগীতায় ফিরে পেতে পারে তার স্বাভাবিক জীবন। আর্থিকে বাঁচাতে তাই দেশের এবং প্রবাসের সকল মানবতাবাদী বন্ধু ও হৃদয়বান মানুষের কাছে আমাদের এই আকুল আবেদন
একটি কথা আছে, ছোট ছোট বালু কণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ, সাগর অতল। আপনার- আমার সামান্য সহায়তা বৃহৎআকার ধারন করেএকটি জীবন বাঁচানো সম্ভব।
আর্থিক সহায়তার জন্যঃ
--------------------------------------
#বিকাশ:
০১৮৪০৩২১৮০৯(পার্সোনাল)
০১৯০৬১৫৪৪৯০(পার্সোনাল)
০১৮৭৯১০৩৮৯৩(পার্সোনাল)
০১৮৬৫৩৬৭৫৫৯(পার্সোনাল)
০১৮৭৯১০৩৮৯৩ (পার্সোনাল)
০১৮৬৫৩৬৭৫৫৯(পার্সোনাল)
০১৯৮৪৩১৬১৩৪(পার্সোনাল)
০১৮৫০৫২৫৫৩৩(পার্সোনাল)
০১৮৫৯৭০৭৩৯০(পার্সোনাল)
০১৮২৮৮০৭৯২০(পার্সোনাল)
#রকেট
০১৫১৫২২৩৩৬৮১
০১৫১৫২৫৪৬৯৫৪
#ব্যাংক একাউন্ট
নাম: উন্মেষ
A/C NO: 100130445
সোনালী ব্যাংক লিমিটেড, নিউ কোর্ট বিল্ডিং শাখা, রাঙ্গামাটি।
যোগাযোগ:
দীপেন চাকমা, সভাপতি, উন্মেষ
(০১৫৫৭১৮৭৮০২)
বিদ্যুৎ চাকমা, সহ-সাধারণ সম্পাদক, উন্মেষ
(০১৫২২৪১৮৩৩৮)
এড.ভবতোষ দেওয়ান,(আর্থির মেসো)
(০১৭৩২৩৫০৬৫২)
বিমল কান্তি চাকমা(আর্থির বাবা)
(০১৮২০২২১৬৭৫)
#আর্থির আর্থিক সাহায্য উত্তোলনের জন্য উন্মেষ এর ১৬ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করেছে। তারা হচ্ছেন
উপদেষ্টাঃ
সুদীপ্ত চাকমা
১। আহ্বায়কঃ দীপেন চাকমা
২। সহ আহ্বায়কঃ রিপন চাকমা
৩। পরম চাকমা
৪। সদস্য সচিবঃ বিদ্যুৎ চাকমা
৫। যুগ্ম সচিবঃ বিটন চাকমা
সদস্যঃ
৬। রিন্টু চাকমা
৭।মিতু চাকমা
৮।করুন চাকমা
৯। পারমিতা চাকমা
১০। অর্পা দেওয়ান
১১। ধীমান চাকমা
১২। মিনতি চাকমা
১৩। নেপচুন চাকমা
১৪। দিপালো চাকমা
১৫। রিকেল চাকমা
--------------------------->>>
প্রথম কেমো দেওয়ার পরে আর্থি কিছুটা সুস্থ আছে, আজ তাকে আবার শারীরিক পরীক্ষা করা হয়েছে কেমো কতটুকু উন্নতি করলো,আর কি পরিমান দিতে হবে। আমরা এখনো রিপোর্ট পায়নি আশা করি আপনাদের খুব শীঘ্রই জানাতে পারবো। তবে আগামী ১০ তারিখ তার দ্বিতীয় কেমোর তারিখ নির্ধারণ করা আছে। তাই আমাদের প্রস্তুতিও চলছে সেভাবেই কারণ শুধু একটা কেমোর দাম দেড় লক্ষ রুপি, পরীক্ষার খরচ এবং হাসপাতালের খরচ আলাদা। আমরা একযোগে তার বন্ধুবান্ধব, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ তার শুভানুধ্যায়ীদের সাথে সমন্বয়ে কাজ করে যাচ্ছি, সাথে আছেন আমাদের, আর্থির বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন ও শুভাকাঙখী। আমরা খুব আশাবাদী এই বিশাল একটা নেটওয়ার্ক নিয়ে কাজে এগিয়ে যেতে পারলে অবশ্যই সফল হবো। আজ পর্যন্ত যাঁরা ধর্ম বর্ণ নির্বিশেষে আর্থির জন্য সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছেন আমরা অশেষ কৃতজ্ঞ আপনাদের কাছে। পাশে থাকুন ভালোবাসায়....
Dipen Chakma-Wangza
#বিকাশ: (সকলের প্রতি অনুরোধ থাকবে টাকা পাঠানোর আগে বা পরে নাম্বার নিশ্চিত হয়ে নিন এবং রেফারেন্স এ নিজের নামটা লিখে দিবেন অথবা এসএমএস করে দিবেন।
যোগাযোগ:
মিতান চাকমা 01820428858(bikash)
Palitan Khisa 01818801270(bikash)
Newton Chakma 018288275074(rocket)
Mishuk Chakma 018543571082(rocket)
Khoka Mony Chakma +880 1554-673924
Rajib Chakma Rajo +880 1517-170933
সকলের প্রতি অনুরোধ বেশি বেশি শেয়ার করার জন্য। যেন অন্যরাও এগিয়ে আসতে পারে।
চিকিৎসাধীন অবস্থায় আর্থি চাকমা
মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। আর্থিকে বাঁচানোর জন্য আমরা নেমেছি আপনাদের দুয়ারে দুয়ারে, মাঠে নেমে যখন ক্লান্ত হই একবার আর্থির ছবির মায়াভরা মুখের দিকে তাকিয়ে আবার ছুটে চলি, আমরা যদি একদিন ও দেরী করি তার চিকিৎসার তহবিলে হয়ত কিছু অর্থ কম আসবে। কারণ আগামী ১০ তারিখ আপনাদের এই অর্থায়নে তার দ্বিতীয় কেমো শুরু হবে। দিনশেষে যখন হাতের মুঠোয় এক দুই তিন করে সংখ্যাগুলো জড়ো হয় তখন আর কষ্ট লাগেনা, নব উদ্যোমে আবার ফিরে চলি আগামী দিনের প্রস্তুতির জন্য। এভাবেই চলছে, আমরা আছি আর্থির পাশে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর শিক্ষার্থীবৃন্দ এবং আর্থির বন্ধু শুভাকাঙ্ক্ষী আত্নীয়স্বজন ছাড়াও আমাদের সাথে আর্থিকে ভালোবেসে, সমন্নয়ে যোগ দিয়েছেন "উন্মেষ" পরিবারের বন্ধু সংগঠন "জুবদা" পরিবার। আমরা আশাবাদী সবার সমন্নয়ে আর্থির জন্য অর্থ উত্তোলনের কর্মসূচী আরো বেগবান হবে। সবার প্রচেষ্টায় একটা শক্তির জয়গানে আমরা সফল হবো। আজ পর্যন্ত যাঁরা বিভিন্নভাবে সহযোগীতায় আর্থির পাশে দাঁড়িয়েছেন আমরা কৃতজ্ঞ। দেশে এবং প্রবাসী শুভাকাঙ্ক্ষীদের কাছে আবারো বিশেষ অনুরোধ আমাদের প্রতিদিনের খরচের কিছু অংশ আর্থির সহায়তায় দান করি। তার জীবন বাঁচার সংগ্রামে সামিল হই। আর্থির মুখে সেই চিরচেনা হাসি ফিরিয়ে দিই, আবারো ভালোবাসা হোক আর্থির জন্য। পাশে থাকুন ভালোবাসায়.....
দিপাশীঃ
১.প্রদীপ্ত খীসা, কক্সবাজার -২০৪০/-
২.৯৩১০ থেকে ৫০০/-
৩.মন্বসী- ৫১০/-
৪.ঈবেশ থেকে ৫০০/-
পংকজিণীঃ
ট্রাইবেল অফির্সাস কলোনী-৮০৫০/-
অজানা-৩২০/-
আরিকা দেওয়ান-১০০০/-
মুক্তা ৫০০/-
বিদ্যুৎঃ
বিবরন চাকমা ৫০/-
তন্নি চাকমা ২০০/-
নাম প্রকাশে অনিচ্ছুক ৫০০/-
পূর্ণিমা
১.পূর্বা = ১০০০/-
২.প্রিয়দর্শিনী = ১০০০/
৩.রিয়া( IUB) = ১০০০/-
৪.মিথিলা = ৫৫০/-
৫.কেনিয়া = ২০০/-
নিষ্ঠাঃ
মহাপূরম উচ্চ বিদ্যালয়, রামমণি পক্ষ থেকে -৩০৬০ টাকা
১১৯৮ থেকে ১০০/-
রিন্টু
নাম প্রকাশে অনিশ্চুক ৩০০/-
দীপেনঃ
Tiana & Mayumi Chakma ১০০০/-
সুফলা চাকমা ২০৫/-
অন্নি চাকমা মৌমি ২০০/-
Natasha chakma 1020/-
জয়া ৫০০/-
অনির্বাণ চাকমা ২০০০/-
৭৪৪১ থেকে ১৫১/-
৫৩১৩ থেকে ৩১০/-
৭৯২৯ থেকে ১০০/-
৫৪৮৪ থেকে ২৪০/-
৬৪৪৬ থেকে ৫০০/-
১৪৪৮ থেকে ১০০/-
৫১২৭ থেকে ৩০০/-
রকেটঃ
৮৬৯৮ থেকে ১০০/-
আজকে উত্তোলন ২৮,০০৬ টাকা
২৯ মে থেকে ৪ জুন পর্যন্ত সর্বমোট ৩,৬১,২৮০ টাকা।
যাঁরা আর্থিক সাহায্য দিয়ে আর্থির পাশে দাঁড়িয়েছেন সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।
--------------------------------------
#বিকাশ:
(সকলের প্রতি অনুরোধ থাকবে টাকা পাঠানোর আগে বা পরে নাম্বার নিশ্চিত হয়ে নিন এবং রেফারেন্স এ নিজের নামটা লিখে দিবেন অথবা এসএমএস করে দিবেন)
০১৮৪০৩২১৮০৯(পার্সোনাল)
০১৫৩৩৪১৮৩৩৮(পার্সোনাল)
০১৮৭৯১০৩৮৯৩(পার্সোনাল)
০১৮৬৫৩৬৭৫৫৯(পার্সোনাল)
০১৮৭৯১০৩৮৯৩ (পার্সোনাল)
০১৮৬৫৩৬৭৫৫৯(পার্সোনাল)
০১৯৮৪৩১৬১৩৪(পার্সোনাল)
০১৮৫০৫২৫৫৩৩(পার্সোনাল)
০১৮৫৯৭০৭৩৯০(পার্সোনাল)
০১৮২৮৮০৭৯২০(পার্সোনাল)
#রকেট
০১৫১৫২২৩৩৬৮১
০১৫১৫২৫৪৬৯৫৪
#ব্যাংক একাউন্ট
নাম: উন্মেষ
A/C NO: 100130445
সোনালী ব্যাংক লিমিটেড, নিউ কোর্ট বিল্ডিং শাখা, রাঙ্গামাটি।
যোগাযোগ:
দীপেন চাকমা, সভাপতি, উন্মেষ
(০১৫১৫২২৩৩৬৮)
বিদ্যুৎ চাকমা, সহ-সাধারণ সম্পাদক, উন্মেষ
(০১৫৩৩৪১৮৩৩৮)
এড.ভবতোষ দেওয়ান,(আর্থির মেসো)
(০১৭৩২৩৫০৬৫২)
বিমল কান্তি চাকমা(আর্থির বাবা)
(০১৮২০২২১৬৭৫)
সকলের প্রতি অনুরোধ বেশি বেশি শেয়ার করার জন্য। যেন অন্যরাও সহযোগীতায় এগিয়ে আসতে পারে।
কপিঃ https://www.facebook.com/UnmeshCht/




Comments