Skip to main content

প্রসঙ্গ, আমার খোলা চিঠি বনাম উচাহ্লা ভান্তের প্রতিক্রিয়াঃরিয়াজ বাঙ্গালী:

পার্বত্য ভান্তের মধ্যে অন্যতম বিভেদমূলক ও সাম্প্রদায়িক উগ্রবাদী উচহ্লা ভান্তের উদ্দেশ্যে প্রথমত রিয়াজ বাঙ্গালী নামে এক ব্যক্তি তার ফেসবুক প্রোফাইলে  খোলা চিঠি লিখেছিলেন। তার এই খোলা চিঠি মুহূর্তে ভাইরাল হয়ে যায়। অত:পর নতুন প্রসঙ্গে জড়ো হয়। প্রসঙ্গ,  খোলা চিঠি বনাম উচহ্লা ভান্তের প্রতিক্রিয়া।

নির্বাচিত পোস্ট
ম্রো আদিবাসী ব্লগ 
তারিখঃ ০৯/০৬/১৯
 প্রকাশিতঃ ২:৩০pm
লিখেছেনঃ Riaz Bangali 👇


Ochow Hla Vante,
Bandarban distric.


প্রসঙ্গ আমার খোলা চিঠি বনাম উচাহ্লা ভান্তের প্রতিক্রিয়া!!

আমি আপাতত ‌বেকার  মানে অলস সময়  কাটাচ্ছি। সে সুযোগে ইতিহাস নিয়ে বেশ ঘাটাঘাটি করেছি। নিজের প্রয়োজনে।

আমি গুরুজীর তথাকথিত ইতিহাসের প্রতিউত্তরে গুরুজীর আজগুবি দেবতা তত্ত্বের প্রতিউত্তরে ঐতিহাসিক বৈজ্ঞানিক যুক্তি খন্ডন করতে পারি। আপনারা সবাই জানেন বৌদ্ধ ধর্ম দেবতা বাদী ধর্ম নয়। আমি এসব বলতে চাচ্ছি না। আমি ইতিহাস নিয়ে কথা বলতে চাচ্ছি না। আমি ধর্ম নিয়ে কথা বলতে চাচ্ছি না।

কারন

আমি গুরুজীর মত নয়। গুরুজী ব্যক্তিগত রাগ ক্ষোভের বহিঃপ্রকাশ একটা জাতির অস্তিত্বের উপর আঘাত হানছে এবং নিজের ধর্মীয় ক্ষমতা দেখাতে গিয়ে পুরো ধর্মের মূল ভিত্তির বাহিরে চলে আসছেন। যাকে সহজ কথায় বৌদ্ধ ধর্মের আড়ালে নতুন ধর্মের প্রচারনা চালাচ্ছেন। আমি যদি সেগুলো নিয়ে কথা বলতে শুরু করি তাহলে হিতের বিপরীত হতে পারে।

আমি রিয়াজ যদি তার প্রতি শব্দের ঘন্ডন করতে যাই যেটা আর ব্যক্তি পর্যায়ে থাকবে না। সামষ্টিকভাবে চলে যাবে। প্রসঙ্গক্রমে অনেক কথা বলতে হবে। বলতে হবে চাকমা মারমাদের ইতিহাস। বলতে হবে হাজার বছরের ঐতিহাসিক ঘটনা ‌
বলতে হবে বৌদ্ধ ধর্মের উৎপত্তিগত ইতিহাস। বলতে হবে খুলে দিতে হবে মুখোশধারী ধর্ম ব্যবসায়ীদের মুখোশ।
Name: Riaz Bangali 


না আমি তা করবোনা। আমি জাত ধর্ম নির্বিশেষে আপনাদের আপনজন। উচহ্লা ভান্তের মতো বহু গুরু আসবে যাবে। নিজেদের মনগড়া আদর্শ প্রতিষ্ঠা করার চেষ্টা করবে। কিন্তু না ২৫শ বছরের ইতিহাসে যা কখনোই টিকে নাই এবং টিকবেও না। তাছাড়া পাহাড়িদের ঐক্য বিনষ্ট করার জন্য সেনা সরকার সেটেলার নানার মুখি ষড়যন্ত্র করে যাচ্ছে। কিন্তু না বরং ঐক্য আরো বৃদ্ধি পাচ্ছে। যারা ষড়যন্ত্র করছে তারা ইতিহাসেও যায়গায় পায়নি।

পরিশেষে গুরুজীর উদ্দেশ্য একটা কথা- শ্রদ্ধেয় গুরুজী আপনার ব্যক্তিগত ক্ষোভ কোথাই তাতো আমারা সবাই জানি।
দয়া করে আবারো বলছি দয়া করে ব্যক্তিগত ক্ষোভ সমষ্টির উপর জাড়বেন না। আপনি একটা জাতির একটা ধর্মের নেতৃত্ব দেন। সবাই আপনার কাছে এসে মাথা নত করে। আপনি পুরো বৌদ্ধ সম্প্রদায়ের ভিক্ষু হতে পারেন নাই শুধু মাত্র আপনার সঙ্কীর্ণ মন মানসিকতার জন্য‌। আপনি সবার আপনজন হওয়ার বিশাল সুযোগ হাতছাড়া করে ফেলেছেন। এজন্য আপনার জন্য আমাদের মায়া হয়।
জয় হোক জুম্ম জনতার।
------------------->>>

Comments

Popular posts from this blog

চিকিৎসা না করেও চিকিৎসার বিল নিচ্ছেন চিটাগং হেলথ পয়েন্ট হসপিটাল লিঃ/ভুক্তভোগী সজীব চাকমার অভিযোগঃ

চিটাগং হেলথ পয়েন্ট হসপিটাল লিমিটেড নামক একটা বেসরকারি হাসপাতালে রোগীকে চিকিৎসা না করেও অতিরিক্ত চিকিৎসার বিল নিচ্ছেন বলে অভিযোগ করেছেন  রোগীর পিতা সজীব চাকমা। চিটাগং হেলথ পয়েন্ট হসপিটাল লিঃ   রোগীর পিতা সজীব চাকমার ফেসবুকের প্রথম পোস্ট তুলে ধরাহলোঃ         রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে নিউমোনিয়া আর জ্বর নিয়ে গত ০২/০২/২০২০ তারিখে ভর্তি করিয়ে ছিলাম। নিউমোনিয়া ভাল হলেও জ্বর গতকাল ০৬/০২/২০২০ পর্যন্ত ভাল না হওয়ায় ডাক্তাররা জ্বরের চিকিৎসা অপারগতা প্রকাশ করে চট্টগ্রামে রেফার করে😪😪 তাই গতকাল ০৬/০২/২০২০ রাত ১১টা থেকে আমার দেড় বছরের উচ্চোবী চাঙমার চিকিৎসার নতুন ঠিকানা এখন হেলথ পয়েন্ট হসপিটাল (প্রা) লিঃ চট্টগ্রাম। সবাই আমার মেয়ের জন্য আশীর্বাদ করুন🙏🙏🙏 ------------------------------------------------------   রোগীর পিতা সজীব চাকমা জানান, তিনি তার একমাত্র কন্যা সন্তান উচ্চোবী চাকমা, যার বয়স এখনো মাত্র দেড় বছর। জ্বরের সাথে নিউমোনিয়া হয়ে প্রথমত রাংগামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করে চিকিৎসা নেন। রাংগামাটি জেনারেল  হাসপাতালে উন্নত চি...

"মা" কাকে বলে? মায়ের জাত কিঃ মা মানে কি?

ছবিঃ ম্রো আদিবাসী  মায়ের জাত মানে সন্তানের স্বর্গ স্থান। মায়ের জাত মানে সন্তানের পৃথিবী। মায়ের জাত মানে সন্তানের আলো। মায়ের জাত মানে সন্তানের এগিয়ে যাওয়ার পথ প্রদর্শক। মায়ের জাত মানে নিজে না খেয়ে সন্তানকে খাওয়ানো। মায়ের জাত মানে নিজে না ঘুমিয়ে সন্তানকে ঘুম পাড়ানো। মায়ের জাত মানে দশ মাস দশ দিন সন্তানকে গর্ভে ধারণ করা। মায়ের জাত মানে সন্তানকে সবসময় হাসি খুশিতে রাখার হাতিয়ার। মায়ের জাত মানে সন্তানের কোমলতা। মায়ের জাত মানে সন্তানের সুখ শান্তির জগৎ। মায়ের জাত মানে সন্তানের প্রথম শিক্ষক। মায়ের জাত মানে সন্তানের প্রথম ভাষা শেখার বই। মায়ের জাত মানে সন্তানকে সু-শিক্ষিত গড়ে তোলা। মায়ের জাত মানে স্বর্ণের চেয়েও দামী। মায়ের জাত মানে একবার হারিয়ে গেলে আর ফিরে না পাওয়া। মায়ের জাত মানে খেলার সাথী। মায়ের জাত  মানে কোমলপ্রাণ। "মা" চেয়েও সুন্দর ভুবন আর কিছুই হতে পারে না। "মা" চেয়েও ভালো মানুষ আর কেউ হতে পারে না। "মা" চেয়েও শিক্ষিত আর কেউ শিক্ষিত হতে পারে না। "মা" চেয়েও ভালো আদর সৌহাগ আর কেউ দিতে পারে না। আমাদের মা যতক্ষণ বেঁচে  থা...

নারীর স্বাধীনতা আর ক্ষমতায়ন নয় শুধু, তাদের ইজ্জতেরও মূল্যায়ন করি/Mru Indigenous Blog

 কাজ প্রায় একই, কিন্তু... অনেক সময় বনিনবনা না হলেই ধর্ষণ হয়ে যাই যা পেপার পত্রিকায় নিত্য দেখি। নারীর স্বাধীনতা আর ক্ষমতায়ন নয় শুধু, তাদের ইজ্জতেরও মূল্যায়ন করি। সম্মতিতে করলে ‘যিনা’ আর জোর-জবরদস্তিতে করলে ‘ধর্ষণ’। ওয়েস্টার্ন সভ্যতায় যিনাকে প্রমোট করা হয়। ফ্রি মাইন্ডে তারা ফ্রি সেক্স করে। এটা কোনো অপরাধ না। কিন্তু নারীর অনিচ্ছায় জোর-জবরদস্তিতে সেই একই কাজ করলে তা হয় Rape বা ধর্ষণ। এটা তাদের কাছে অন্যায়। এটার জন্য আন্দোলনও হয়। ‘মি-টু’ এর মতো ‘ধার্ষনিক বিপ্লব’ও হয়। কিন্তু ইসলাম? ইসলামের অবস্থান মূলত ‘যিনা’ বা adultery এর বিরুদ্ধে। ধর্ষণ বা Rape এর শরয়ি দণ্ডবিধিতে যিনার শাস্তির সাথে অতিরিক্ত হিসেবে জোর-জবরদস্তির শাস্তি, ত্রাসসৃষ্টির শাস্তি ইত্যাদি যুক্ত হয় মাত্র। সুতরাং ইসলাম উভয়টারই বিরোধিতা করে। এমন কঠোর বিরোধিতা যে, মুসলমানদের  কুরআন ঘোষণা করেছে- “লা তাকরাবুয যিনা” অর্থাৎ তোমরা ব্যভিচারের কাছেও যেয়ো না।  দিনের পর দিন, বছরের পর বছর প্রেম হয়, চ্যাটিং হয়, ডেটিং হয়, শপিং হয় অসুবিধে নেই। পার্কের বেঞ্চে বসে কোলাকুলি হয়, গাছের আড়ালে পরম মমতাভরা আলিঙ্গন হয় এটাও অসুবিধে না। রাতের প...