পার্বত্য ভান্তের মধ্যে অন্যতম বিভেদমূলক ও সাম্প্রদায়িক উগ্রবাদী উচহ্লা ভান্তের উদ্দেশ্যে প্রথমত রিয়াজ বাঙ্গালী নামে এক ব্যক্তি তার ফেসবুক প্রোফাইলে খোলা চিঠি লিখেছিলেন। তার এই খোলা চিঠি মুহূর্তে ভাইরাল হয়ে যায়। অত:পর নতুন প্রসঙ্গে জড়ো হয়। প্রসঙ্গ, খোলা চিঠি বনাম উচহ্লা ভান্তের প্রতিক্রিয়া।
নির্বাচিত পোস্ট
ম্রো আদিবাসী ব্লগ
তারিখঃ ০৯/০৬/১৯
প্রকাশিতঃ ২:৩০pm
লিখেছেনঃ Riaz Bangali 👇
প্রসঙ্গ আমার খোলা চিঠি বনাম উচাহ্লা ভান্তের প্রতিক্রিয়া!!
আমি আপাতত বেকার মানে অলস সময় কাটাচ্ছি। সে সুযোগে ইতিহাস নিয়ে বেশ ঘাটাঘাটি করেছি। নিজের প্রয়োজনে।
আমি গুরুজীর তথাকথিত ইতিহাসের প্রতিউত্তরে গুরুজীর আজগুবি দেবতা তত্ত্বের প্রতিউত্তরে ঐতিহাসিক বৈজ্ঞানিক যুক্তি খন্ডন করতে পারি। আপনারা সবাই জানেন বৌদ্ধ ধর্ম দেবতা বাদী ধর্ম নয়। আমি এসব বলতে চাচ্ছি না। আমি ইতিহাস নিয়ে কথা বলতে চাচ্ছি না। আমি ধর্ম নিয়ে কথা বলতে চাচ্ছি না।
কারন
আমি গুরুজীর মত নয়। গুরুজী ব্যক্তিগত রাগ ক্ষোভের বহিঃপ্রকাশ একটা জাতির অস্তিত্বের উপর আঘাত হানছে এবং নিজের ধর্মীয় ক্ষমতা দেখাতে গিয়ে পুরো ধর্মের মূল ভিত্তির বাহিরে চলে আসছেন। যাকে সহজ কথায় বৌদ্ধ ধর্মের আড়ালে নতুন ধর্মের প্রচারনা চালাচ্ছেন। আমি যদি সেগুলো নিয়ে কথা বলতে শুরু করি তাহলে হিতের বিপরীত হতে পারে।
আমি রিয়াজ যদি তার প্রতি শব্দের ঘন্ডন করতে যাই যেটা আর ব্যক্তি পর্যায়ে থাকবে না। সামষ্টিকভাবে চলে যাবে। প্রসঙ্গক্রমে অনেক কথা বলতে হবে। বলতে হবে চাকমা মারমাদের ইতিহাস। বলতে হবে হাজার বছরের ঐতিহাসিক ঘটনা
বলতে হবে বৌদ্ধ ধর্মের উৎপত্তিগত ইতিহাস। বলতে হবে খুলে দিতে হবে মুখোশধারী ধর্ম ব্যবসায়ীদের মুখোশ।
না আমি তা করবোনা। আমি জাত ধর্ম নির্বিশেষে আপনাদের আপনজন। উচহ্লা ভান্তের মতো বহু গুরু আসবে যাবে। নিজেদের মনগড়া আদর্শ প্রতিষ্ঠা করার চেষ্টা করবে। কিন্তু না ২৫শ বছরের ইতিহাসে যা কখনোই টিকে নাই এবং টিকবেও না। তাছাড়া পাহাড়িদের ঐক্য বিনষ্ট করার জন্য সেনা সরকার সেটেলার নানার মুখি ষড়যন্ত্র করে যাচ্ছে। কিন্তু না বরং ঐক্য আরো বৃদ্ধি পাচ্ছে। যারা ষড়যন্ত্র করছে তারা ইতিহাসেও যায়গায় পায়নি।
পরিশেষে গুরুজীর উদ্দেশ্য একটা কথা- শ্রদ্ধেয় গুরুজী আপনার ব্যক্তিগত ক্ষোভ কোথাই তাতো আমারা সবাই জানি।
দয়া করে আবারো বলছি দয়া করে ব্যক্তিগত ক্ষোভ সমষ্টির উপর জাড়বেন না। আপনি একটা জাতির একটা ধর্মের নেতৃত্ব দেন। সবাই আপনার কাছে এসে মাথা নত করে। আপনি পুরো বৌদ্ধ সম্প্রদায়ের ভিক্ষু হতে পারেন নাই শুধু মাত্র আপনার সঙ্কীর্ণ মন মানসিকতার জন্য। আপনি সবার আপনজন হওয়ার বিশাল সুযোগ হাতছাড়া করে ফেলেছেন। এজন্য আপনার জন্য আমাদের মায়া হয়।
জয় হোক জুম্ম জনতার।
------------------->>>
নির্বাচিত পোস্ট
ম্রো আদিবাসী ব্লগ
তারিখঃ ০৯/০৬/১৯
প্রকাশিতঃ ২:৩০pm
লিখেছেনঃ Riaz Bangali 👇
Ochow Hla Vante,
Bandarban distric.
প্রসঙ্গ আমার খোলা চিঠি বনাম উচাহ্লা ভান্তের প্রতিক্রিয়া!!
আমি আপাতত বেকার মানে অলস সময় কাটাচ্ছি। সে সুযোগে ইতিহাস নিয়ে বেশ ঘাটাঘাটি করেছি। নিজের প্রয়োজনে।
আমি গুরুজীর তথাকথিত ইতিহাসের প্রতিউত্তরে গুরুজীর আজগুবি দেবতা তত্ত্বের প্রতিউত্তরে ঐতিহাসিক বৈজ্ঞানিক যুক্তি খন্ডন করতে পারি। আপনারা সবাই জানেন বৌদ্ধ ধর্ম দেবতা বাদী ধর্ম নয়। আমি এসব বলতে চাচ্ছি না। আমি ইতিহাস নিয়ে কথা বলতে চাচ্ছি না। আমি ধর্ম নিয়ে কথা বলতে চাচ্ছি না।
কারন
আমি গুরুজীর মত নয়। গুরুজী ব্যক্তিগত রাগ ক্ষোভের বহিঃপ্রকাশ একটা জাতির অস্তিত্বের উপর আঘাত হানছে এবং নিজের ধর্মীয় ক্ষমতা দেখাতে গিয়ে পুরো ধর্মের মূল ভিত্তির বাহিরে চলে আসছেন। যাকে সহজ কথায় বৌদ্ধ ধর্মের আড়ালে নতুন ধর্মের প্রচারনা চালাচ্ছেন। আমি যদি সেগুলো নিয়ে কথা বলতে শুরু করি তাহলে হিতের বিপরীত হতে পারে।
আমি রিয়াজ যদি তার প্রতি শব্দের ঘন্ডন করতে যাই যেটা আর ব্যক্তি পর্যায়ে থাকবে না। সামষ্টিকভাবে চলে যাবে। প্রসঙ্গক্রমে অনেক কথা বলতে হবে। বলতে হবে চাকমা মারমাদের ইতিহাস। বলতে হবে হাজার বছরের ঐতিহাসিক ঘটনা
বলতে হবে বৌদ্ধ ধর্মের উৎপত্তিগত ইতিহাস। বলতে হবে খুলে দিতে হবে মুখোশধারী ধর্ম ব্যবসায়ীদের মুখোশ।
Name: Riaz Bangali
না আমি তা করবোনা। আমি জাত ধর্ম নির্বিশেষে আপনাদের আপনজন। উচহ্লা ভান্তের মতো বহু গুরু আসবে যাবে। নিজেদের মনগড়া আদর্শ প্রতিষ্ঠা করার চেষ্টা করবে। কিন্তু না ২৫শ বছরের ইতিহাসে যা কখনোই টিকে নাই এবং টিকবেও না। তাছাড়া পাহাড়িদের ঐক্য বিনষ্ট করার জন্য সেনা সরকার সেটেলার নানার মুখি ষড়যন্ত্র করে যাচ্ছে। কিন্তু না বরং ঐক্য আরো বৃদ্ধি পাচ্ছে। যারা ষড়যন্ত্র করছে তারা ইতিহাসেও যায়গায় পায়নি।
পরিশেষে গুরুজীর উদ্দেশ্য একটা কথা- শ্রদ্ধেয় গুরুজী আপনার ব্যক্তিগত ক্ষোভ কোথাই তাতো আমারা সবাই জানি।
দয়া করে আবারো বলছি দয়া করে ব্যক্তিগত ক্ষোভ সমষ্টির উপর জাড়বেন না। আপনি একটা জাতির একটা ধর্মের নেতৃত্ব দেন। সবাই আপনার কাছে এসে মাথা নত করে। আপনি পুরো বৌদ্ধ সম্প্রদায়ের ভিক্ষু হতে পারেন নাই শুধু মাত্র আপনার সঙ্কীর্ণ মন মানসিকতার জন্য। আপনি সবার আপনজন হওয়ার বিশাল সুযোগ হাতছাড়া করে ফেলেছেন। এজন্য আপনার জন্য আমাদের মায়া হয়।
জয় হোক জুম্ম জনতার।
------------------->>>


Comments