Audity Falguni Gayen
প্রিয় মনিকা,
শুধুমাত্র সফল হলেই সংখ্যাগুরু বাঙ্গালীর রাষ্ট্র
তোমাকে সহ্য করবে...
এমনকি কোন কোন ভক্ত তোমার ছবি পাঠাতে পারে খোদ ফিফা-র ওয়েব সাইটেও,
শুধুমাত্র সফল হলেই তুমি ‘বাংলাদেশী,’
সফল হলেই তুমি লাল-সবুজ পতাকার রং বাড়াও!
আর অসফল তুমি ত’ দেশদ্রোহীই নিশ্চিত!
(যেদিনই বয়স হবে বা ইনজুরিতে পড়বে,
সেদিনই ‘চাকমা’ হয়ে যাবে...)
বাবা-কাকারা শান্তিবাহিনী ছিল? ভাই কয়টা ইউপিডিএফে?
এ্যাই মেয়ে...তোমার বাংলা উচ্চারণ এখনো ভাল না কেন?
ধর্ম ত’ আলাদাই...চেহারা র জোরেও যে ভিড়ের ভেতর লুকিয়ে থাকবে
তারও জো নেই!
শুধুমাত্র সফল হলেই সংখ্যাগুরু বাঙ্গালীর রাষ্ট্র
তোমাকে সহ্য করবে...
এমনকি কোন কোন ভক্ত তোমার ছবি পাঠাতে পারে খোদ ফিফা-র ওয়েব সাইটেও,
শুধুমাত্র সফল হলেই তুমি ‘বাংলাদেশী,’
সফল হলেই তুমি লাল-সবুজ পতাকার রং বাড়াও!
আর অসফল তুমি ত’ দেশদ্রোহীই নিশ্চিত!
(যেদিনই বয়স হবে বা ইনজুরিতে পড়বে,
সেদিনই ‘চাকমা’ হয়ে যাবে...)
বাবা-কাকারা শান্তিবাহিনী ছিল? ভাই কয়টা ইউপিডিএফে?
এ্যাই মেয়ে...তোমার বাংলা উচ্চারণ এখনো ভাল না কেন?
ধর্ম ত’ আলাদাই...চেহারা
তারও জো নেই!
অমন হলদে রং, বোঁচা নাক আর ছোট চোখে...
স্কুলে পাঠ্যক্রম জানাবে ‘আদিবাসীরা সাপ-ব্যঙ-শুঁটকি
ম্যাজিক্যাল চাকমা,
তোমার পূর্ব পুরুষের জমি বুঝে ডুবে গেছিল কাপ্তাই হ্রদের জলে?
বরপরংয়ে জ্ঞাতি-কুটুম্ব কত চিরতরে ছেড়েছে দেশ?
তোমার মা কি আজো কমর তাঁতে বোনেন রাঙা খাদি?
কত কত লোগাং-লংগদু গণহত্যার রক্তে ডুবে যায়
আমার লাল-সবুজ পতাকার লাল...
ভারতে মুম্বাই যেমন ছবি বানায় মেরি কমকে নিয়ে,
তোমার মত সফল সংখ্যালঘু হয়ে উঠতে পারে রাষ্ট্রীয় ঐক্যের প্রতীক
মার্কিনী কালো খেলোয়াড় যেমন প্রমাণ করে বর্ণ সংহতি...
সব ভুলে ‘ফুল বিঝু’র গান গেয়ে ওঠো ত’ মণিকা?
বিঝুর গান গাইতে গাইতে গোলপোস্টে বল ঢোকাও...
দাও সব ম্যাজিক্যাল গোল!
Photo: BD Women Footballer Monika Chakma
Note: Post Copy From Audity Falguni Gayen


Comments