কিডনি টিউমার রোগে আক্রান্ত ছোট সোনামণি নিত্যশী দেওয়ানকে হারিয়ে যেতে দেওয়া যাবে না, সকলে মিলে সাহায্যের হাত বাড়িয়ে দিনঃ
ছোট সোনামণি নিত্যশী দেওয়ানকে হারিয়ে যেতে দেওয়া যায় না। নিত্যশী দেওয়ান নিত্যশী মতো করে পৃথিবীর বুকে বেঁচে থাকবে। নিত্যশী দেওয়ান সবেই মাত্র পৃথিবীর আলো দেখেছে। যার বয়স মাত্র তিন-চার বছরের কন্যা সন্তান। সে কয়েক বছর পর স্কুলে ভর্তি হবে। অন্যান্য মেয়েদের মতো সেও সুশিক্ষিত হওয়ার লক্ষ্যে পড়ালেখা করবে কত কিছু স্বপ্ন। কিন্তু টিউমার রোগ নামক কঠিন রোগ নিত্যশী দেওয়ানকে পৃথিবীতে বেঁচে থাকা হইতে বঞ্চিত করে রেখেছে। নিত্যশী দেওয়ান দীর্ঘ পাঁচ মাস ধরে কিডনি টিউমার রোগের আক্রান্ত।
Photo: Nittyoshi Dewan
রাঙ্গামাটি পার্বত্য জেলার,নানিয়ারচর উপজেলাধীন গ্রাম-ধর্ম চরণ (শিকল পাড়া) পিতাঃ জীবন দেওয়ান ও মাতাঃ নিশাদেবী চাকমার ১ম কন্যা সন্তান নিত্যশী দেওয়ান দীর্ঘ পাঁচ মাস কিডনি টিউমার রোগে আক্রান্ত। শিশু নিত্যশী দেওয়ান হঠাৎ অসুস্থ হলে, অসুস্থ অবস্থায় তাকে রাঙ্গামাটি সদর হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু ডিউটিরত ডাক্তার দেরী না করে রাঙ্গামাটি সদর হাসপাতালে থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
Photo: Nittyoshi Dewan&Nisha Debi Chakma (Mother)
চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে ডা: রেজাউল করিম এর কাছে তিনি দীর্ঘ পাঁচ মাস চিকিৎসাধীন ছিলেন এবং তাহার পরামর্শ অনুযায়ী CT Scan চেক আপ করা হয় Epic Health Care এর গিয়ে, CT Scan করা হয়। রিপোর্ট দেখার পর ডা: রেজাউল করিম বললেন, বাম পাশের কিডনী টিউমার হয়েছে, তখন তিনি বলেন অপারেশন করাতে হবে। তার অপারেশন জন্য চিকিৎসা বাবদ প্রায় ৩,০০,০০০ লক্ষ ( তিন লক্ষ্য টাকা) প্রয়োজন। কিন্তু একজন দরিদ্র, অসহায় পরিবারের পক্ষে এত টাকা যোগাড় করা সম্ভব নয়। প্রিয় বন্ধুগণ যেভাবে পারেন ১০,২০,৫০,১০০,২০০, করে সহযোগিতা কামনা করছি। আপনার সহযোগিতায় বাঁচাতে পারে একটি জীবন।
Photo: CT SCAN REPORT
Photo: ULTRASONOGRAPHY REPORT
সহযোগিতা পাঠানোর ঠিকানাঃ
===============




Comments