খাগড়াছড়ির জেলার মেয়ে "ড্রুলুবাইসু চৌধুরী" মারমা জনগোষ্ঠীর মধ্য থেকে সর্বপ্রথম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইন্সটিটিউট এর প্রভাষক /শিক্ষিকা হয়েছেন।
নিজস্ব প্রতিবেদক
বিষয়ঃ শিক্ষা বিভাগ
মে ৫, ২০১৯। ১১:৩০।
ড্রলুবাইসু চৌধুরী বাড়ি খাগড়াছড়ি জেলায় গুগড়াছড়ি। তিনি কলেজ, ভার্সিটির লাইফে মারমা মেয়েদের মধ্যে অন্যতম মেধাবী ছাত্রী হিসেবে বেশ সু-পরিচিত।
তিনি অত্যন্ত একজন সহজ সরল ও সৎ নারী। তিনি সব সময় শিক্ষাটাকে আরো উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টাই থাকতেন এবং কঠোর পরিশ্রম করে তার স্বপ্নটি সহজেই পূরণ করে ফেললেন।
তিনি এখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইন্সটিটিউট এর প্রভাষক হিসেবে যোগদান করেছেন।
"ড্রলুবাইসু মারমা" এর এই অর্জন শুধু মারমা জাতি নয়, পুরো আদিবাসী জনগোষ্ঠীদের গর্বের বিষয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকা হওয়া যতটা সহজ বলে মনে করেন ততটা কঠিনও বটে। আর এই কঠিন কাজকে কঠোর পরিশ্রমের মাধ্যমে খুব সহজ করে গড়ে তুলেছেন আদিবাসী মেয়ে "ড্রলুবাইসু মারমা"
আদিবাসীদের জন্য অন্যতম সুখবর এর চেয়ে আর কি হতে পারে। আশা করি এখন থেকে পাহাড়ে বসবাসরত আদিবাসী নারীরা "ড্রলুবাইসু 'কে দেখে শিক্ষায় আরও এগিয়ে যাবে বলে মনে করি এবং পাশাপাশি " ড্রলুবাইসু" ম্যাডামও সকল আদিবাসী জাতিকে সুশিক্ষিত করে গড়ে তোলার কাজে নিয়োজিত থাকবেন।
আন্তরিক শুভেচছা ও অভিনন্দন জানাই।
" ড্রলুবাইসু চৌধুরী" আপনার জন্য অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা রইলো 💟
------------------------------
রিপোর্টঃ ম্রো আদিবাসী- Mru Indigenous পেইজ।
নিজস্ব প্রতিবেদক
বিষয়ঃ শিক্ষা বিভাগ
মে ৫, ২০১৯। ১১:৩০।
Photo: Dralubaishu Chowdhury
ড্রলুবাইসু চৌধুরী বাড়ি খাগড়াছড়ি জেলায় গুগড়াছড়ি। তিনি কলেজ, ভার্সিটির লাইফে মারমা মেয়েদের মধ্যে অন্যতম মেধাবী ছাত্রী হিসেবে বেশ সু-পরিচিত।
তিনি অত্যন্ত একজন সহজ সরল ও সৎ নারী। তিনি সব সময় শিক্ষাটাকে আরো উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টাই থাকতেন এবং কঠোর পরিশ্রম করে তার স্বপ্নটি সহজেই পূরণ করে ফেললেন।
তিনি এখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইন্সটিটিউট এর প্রভাষক হিসেবে যোগদান করেছেন।
"ড্রলুবাইসু মারমা" এর এই অর্জন শুধু মারমা জাতি নয়, পুরো আদিবাসী জনগোষ্ঠীদের গর্বের বিষয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকা হওয়া যতটা সহজ বলে মনে করেন ততটা কঠিনও বটে। আর এই কঠিন কাজকে কঠোর পরিশ্রমের মাধ্যমে খুব সহজ করে গড়ে তুলেছেন আদিবাসী মেয়ে "ড্রলুবাইসু মারমা"
আদিবাসীদের জন্য অন্যতম সুখবর এর চেয়ে আর কি হতে পারে। আশা করি এখন থেকে পাহাড়ে বসবাসরত আদিবাসী নারীরা "ড্রলুবাইসু 'কে দেখে শিক্ষায় আরও এগিয়ে যাবে বলে মনে করি এবং পাশাপাশি " ড্রলুবাইসু" ম্যাডামও সকল আদিবাসী জাতিকে সুশিক্ষিত করে গড়ে তোলার কাজে নিয়োজিত থাকবেন।
আন্তরিক শুভেচছা ও অভিনন্দন জানাই।
" ড্রলুবাইসু চৌধুরী" আপনার জন্য অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা রইলো 💟
------------------------------
রিপোর্টঃ ম্রো আদিবাসী- Mru Indigenous পেইজ।

Comments