Skip to main content

জিতে গেলো বাংলাদেশ, হেরে গেলো দক্ষিণ আফ্রিকাঃ

শেষমেশ দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ‍দিল বাংলাদেশ।

স্পোর্টস ডেস্ক 
২ জুন ২০১৯
প্রকাশিতঃ ১১:১০।

বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে আজ মুখোমুখি হয় বাংলাদেশ। ম্যাচটি বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় শুরু হয়। আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপ মিশন শুরু হল বাংলাদেশের। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
টস জিতে প্রথমে ফিল্ডিং করে দক্ষিণ আফ্রিকা। ফলে আগে ব্যাটিং করে বাংলাদেশ। ৫০ ওভার খেলে ৬ উইকেট হারিয়ে ৩৩০ রান সংগ্রহ করে বাংলাদেশ। ফলে দক্ষিণ আফ্রিকাকে ৩৩১ রানের টার্গেট দেয় বাংলাদেশ।
জবাবে ব্যাটিং করে দক্ষিণ আফ্রিকা। ৫০ ওভার খেলে ৮ উইকেট হারিয়ে ৩০৯ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা। ফলে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ২১ রানে ব্যবধানে বিশাল জয় পায় বাংলাদেশ।
শুরুতেই মিরাজের বলে মুশফিকের ঢিলে রান আউট হন ডি কক। পরে মার্করামকে বোল্ট আউট করেন সাকিব আল হাসান। পরে ফাফ ডু প্লেসিসকে আউট করেন মেহেদি হাসান মিরাজ। পরে ভয়ঙ্কর ডেভিড মিলারকে আউট করেন মুস্তাফিজ। পরে ভ্যান ডার ডুসেনকে আউট করেন সাইফুদ্দিন। পরে সাইফুদ্দিনের বলে সাকিবের ক্যাচে সাজঘরে ফিরেন আন্ডিল ফেলহুকওয়ে। পরে আবারো উইকেট পান মুস্তাফিজ। ফেরান মরিসকে। পরে ডুমিনিকে আউট করেন মুস্তাফিজ।
এর আগে শুরুতেই ব্যাটিংয়ে নেমে ২৯ বলে ১৬ করে আউট হন তামিম ইকবাল। পরে হাফসেঞ্চুরির দ্বারপ্রান্তে গিয়েও পারেনি সৌম্য সরকার। ৩০ বলে ৪২ রান করে আউট হন এই ব্যাটসম্যান। পরে দুর্দান্ত হাফসেঞ্চুরি করেন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। ৮৪ বলে ৭৫ রান করে আউট হন সাকিব। পরে ৮০ বলে ৭৮ রান করে আউট হন মুশফিক। ২১ বলে ২১ রান করে আউট হন মিথুন। পরে ২০ বলে ২৬ রান করে আউট হন মোসাদ্দেক। মাহমুদুল্লাহ ৩৩ বলে ৪৬ ও মিরাজ ৩ বলে ৫ রানে অপরাজিত থাকেন।
এদিকে,  দ্রুততম অলরাউন্ডার হিসাবে ওয়ানডে ক্রিকেটে ২৫০ উইকেটের মালিক হলেন সাকিব আল হাসান। আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মার্করামের উইকেট তুলে নিয়ে এই রেকর্ড গড়েন সাকিব। সাকিবের আগে ওয়ানডে ক্রিকেটে ২৫০ উইকেট শিকার করেছেন শ্রীলঙ্কার কিংবদন্তি অলরাউন্ডার সনাৎ জয়াসুরিয়া, পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি, দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি অলরাউন্ডার জ্যাক ক্যালিস এবং আফ্রিদির স্বদেশি আব্দুর রাজ্জাক।
বিশ্বকাপের প্রথম ম্যাচেই খেলতে নেমে দ্বিতীয় বাংলাদেশী হিসেবে তিন ফরম্যাটের খেলায় ১১ হাজার রান করে রেকর্ড গড়লেন সাকিব আল হাসান। তার আগে এ রেকর্ড করেন বাঁহাতি ওপেনার তামিম ইকবাল।
এটি শুধু বিশ্বকাপেই নয়, বাংলাদেশের ওয়ানডে ইতিহাসেই সর্বোচ্চ দলীয় রানের রেকর্ড। এর আগে ওয়ানতে টাইগারদের সর্বোচ্চ দলীয় স্কোর ছিল ৩২৯। ২০১৫ সালে ঢাকায় পাকিস্তানের বিপক্ষে ৬ উইকেটে এই রান করেছিল টাইগাররা। আর বিশ্বকাপে বাংলাদেশের সর্বোচ্চ দলী স্কোর ছিল ৩২২। ২০১৫ সালের আসরে নেলসনে স্কটল্যান্ডের বিপক্ষে ৪ উইকেটে এই সংগ্রহ পেয়েছিল বাংলাদেশ।



Comments

Popular posts from this blog

চিকিৎসা না করেও চিকিৎসার বিল নিচ্ছেন চিটাগং হেলথ পয়েন্ট হসপিটাল লিঃ/ভুক্তভোগী সজীব চাকমার অভিযোগঃ

চিটাগং হেলথ পয়েন্ট হসপিটাল লিমিটেড নামক একটা বেসরকারি হাসপাতালে রোগীকে চিকিৎসা না করেও অতিরিক্ত চিকিৎসার বিল নিচ্ছেন বলে অভিযোগ করেছেন  রোগীর পিতা সজীব চাকমা। চিটাগং হেলথ পয়েন্ট হসপিটাল লিঃ   রোগীর পিতা সজীব চাকমার ফেসবুকের প্রথম পোস্ট তুলে ধরাহলোঃ         রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে নিউমোনিয়া আর জ্বর নিয়ে গত ০২/০২/২০২০ তারিখে ভর্তি করিয়ে ছিলাম। নিউমোনিয়া ভাল হলেও জ্বর গতকাল ০৬/০২/২০২০ পর্যন্ত ভাল না হওয়ায় ডাক্তাররা জ্বরের চিকিৎসা অপারগতা প্রকাশ করে চট্টগ্রামে রেফার করে😪😪 তাই গতকাল ০৬/০২/২০২০ রাত ১১টা থেকে আমার দেড় বছরের উচ্চোবী চাঙমার চিকিৎসার নতুন ঠিকানা এখন হেলথ পয়েন্ট হসপিটাল (প্রা) লিঃ চট্টগ্রাম। সবাই আমার মেয়ের জন্য আশীর্বাদ করুন🙏🙏🙏 ------------------------------------------------------   রোগীর পিতা সজীব চাকমা জানান, তিনি তার একমাত্র কন্যা সন্তান উচ্চোবী চাকমা, যার বয়স এখনো মাত্র দেড় বছর। জ্বরের সাথে নিউমোনিয়া হয়ে প্রথমত রাংগামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করে চিকিৎসা নেন। রাংগামাটি জেনারেল  হাসপাতালে উন্নত চি...

"মা" কাকে বলে? মায়ের জাত কিঃ মা মানে কি?

ছবিঃ ম্রো আদিবাসী  মায়ের জাত মানে সন্তানের স্বর্গ স্থান। মায়ের জাত মানে সন্তানের পৃথিবী। মায়ের জাত মানে সন্তানের আলো। মায়ের জাত মানে সন্তানের এগিয়ে যাওয়ার পথ প্রদর্শক। মায়ের জাত মানে নিজে না খেয়ে সন্তানকে খাওয়ানো। মায়ের জাত মানে নিজে না ঘুমিয়ে সন্তানকে ঘুম পাড়ানো। মায়ের জাত মানে দশ মাস দশ দিন সন্তানকে গর্ভে ধারণ করা। মায়ের জাত মানে সন্তানকে সবসময় হাসি খুশিতে রাখার হাতিয়ার। মায়ের জাত মানে সন্তানের কোমলতা। মায়ের জাত মানে সন্তানের সুখ শান্তির জগৎ। মায়ের জাত মানে সন্তানের প্রথম শিক্ষক। মায়ের জাত মানে সন্তানের প্রথম ভাষা শেখার বই। মায়ের জাত মানে সন্তানকে সু-শিক্ষিত গড়ে তোলা। মায়ের জাত মানে স্বর্ণের চেয়েও দামী। মায়ের জাত মানে একবার হারিয়ে গেলে আর ফিরে না পাওয়া। মায়ের জাত মানে খেলার সাথী। মায়ের জাত  মানে কোমলপ্রাণ। "মা" চেয়েও সুন্দর ভুবন আর কিছুই হতে পারে না। "মা" চেয়েও ভালো মানুষ আর কেউ হতে পারে না। "মা" চেয়েও শিক্ষিত আর কেউ শিক্ষিত হতে পারে না। "মা" চেয়েও ভালো আদর সৌহাগ আর কেউ দিতে পারে না। আমাদের মা যতক্ষণ বেঁচে  থা...

নারীর স্বাধীনতা আর ক্ষমতায়ন নয় শুধু, তাদের ইজ্জতেরও মূল্যায়ন করি/Mru Indigenous Blog

 কাজ প্রায় একই, কিন্তু... অনেক সময় বনিনবনা না হলেই ধর্ষণ হয়ে যাই যা পেপার পত্রিকায় নিত্য দেখি। নারীর স্বাধীনতা আর ক্ষমতায়ন নয় শুধু, তাদের ইজ্জতেরও মূল্যায়ন করি। সম্মতিতে করলে ‘যিনা’ আর জোর-জবরদস্তিতে করলে ‘ধর্ষণ’। ওয়েস্টার্ন সভ্যতায় যিনাকে প্রমোট করা হয়। ফ্রি মাইন্ডে তারা ফ্রি সেক্স করে। এটা কোনো অপরাধ না। কিন্তু নারীর অনিচ্ছায় জোর-জবরদস্তিতে সেই একই কাজ করলে তা হয় Rape বা ধর্ষণ। এটা তাদের কাছে অন্যায়। এটার জন্য আন্দোলনও হয়। ‘মি-টু’ এর মতো ‘ধার্ষনিক বিপ্লব’ও হয়। কিন্তু ইসলাম? ইসলামের অবস্থান মূলত ‘যিনা’ বা adultery এর বিরুদ্ধে। ধর্ষণ বা Rape এর শরয়ি দণ্ডবিধিতে যিনার শাস্তির সাথে অতিরিক্ত হিসেবে জোর-জবরদস্তির শাস্তি, ত্রাসসৃষ্টির শাস্তি ইত্যাদি যুক্ত হয় মাত্র। সুতরাং ইসলাম উভয়টারই বিরোধিতা করে। এমন কঠোর বিরোধিতা যে, মুসলমানদের  কুরআন ঘোষণা করেছে- “লা তাকরাবুয যিনা” অর্থাৎ তোমরা ব্যভিচারের কাছেও যেয়ো না।  দিনের পর দিন, বছরের পর বছর প্রেম হয়, চ্যাটিং হয়, ডেটিং হয়, শপিং হয় অসুবিধে নেই। পার্কের বেঞ্চে বসে কোলাকুলি হয়, গাছের আড়ালে পরম মমতাভরা আলিঙ্গন হয় এটাও অসুবিধে না। রাতের প...