( দিনে দিনে বদলে যাচ্ছে ম্রো সংস্কৃতির রুপ চর্চা। আদিকাল থেকে পালিত নিয়ম রীতিনীতি গুলোকে বিচ্ছেদ করে নতুন রুপে দেখা যায় ম্রোদের।
short post by Mru Indigenous page)
Photo: Lung Ring Mro
আমাদের ম্রো জাতির সংস্কৃতি চর্চা কোন পথে ???
<<<<<<<#পড়ে_নিবেন_প্লিজ!
<<<<<<<#পড়ে_নিবেন_প্লিজ!
আমাদের সংস্কৃতি সমাজে যখন আধুনিকতা ছোঁয়া লেগেছে ঠিক তখনই জানালার দিকে সংস্কৃতি পলায়ন উপক্রম হয়েছে। যুগের সাথে তাল মিলানো মানেই এই নয়, যে নিমজ্জিত করে নতুন আনা।
সংস্কৃতি চর্চা করে জীবনযাত্রার মান পরিবর্তন আবশ্যক। আমরা কেউ চাই না নিজের সংস্কৃতি এমনভাবে পরিবর্তন করতে যা আমাদের সংস্কৃতি চর্চা হুমকির মুখে পড়ুক। একটা জাতি,বর্ণ, ভাষা ও জীবন বৈচিত্র্য প্রভৃতি সংস্কৃতির সাথে ওতোপ্রতোভাবে সম্পর্ক বিদ্যমান।
বাঁশি দেখলে মাত্রই আমরা সবাই বুঝতে পারি যে, ম্রো জাতির বাদ্যযন্ত্র। ম্রো জনগোষ্ঠীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিষ। কিন্তু আজ আমরা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে সংস্কৃতি উদযাপন ও উপস্থাপনের পরিলক্ষিত হয়। ফলে আমাদের সংস্কৃতি চর্চা সমাজে হাস্যকর হয়ে ওঠেছে।
Photo: Mru Indigenous
আমাদের সমাজে বাঁশি বাজিয়ে নেচে গেয়ে মন্ত্রী, প্রতিমন্ত্রী,চে য়ারম্যান, নেতা,দেশি-বিদেশি বড় ব্যবসায়ী, শিল্পী,ধর্মীয় গুরু,বিখ্যাত - কুখ্যাত ও অন্যান্য ব্যক্তিবর্গদের অভ্যর্থনা, বরণ,সংবর্ধনা ও আসন গ্রহন প্রভৃতি কাজে নির্দিষ্ট মঞ্চ ছাড়া অনুষ্ঠান করে যাচ্ছি।
এছাড়া র্যালী,সম্মেলন , প্রতিবাদ,আন্দোল ন,মিছিল, দিবস,মানববন্ধন এবং শুভাযাত্রা প্রভৃতি কার্যক্রমে করতেও দেখা যায।
ছবিগুলো দেখে বুঝতে পারবেন। এসব দৃশ্য অত্যন্ত দুঃখদায়ক। আপনারা দেখেছেন কিনা জানিনা, অন্যান্য জাতিগোষ্ঠীদের এভাবে ভিন্নভাবে অনুষ্ঠান আয়োজন বা উদযাপন করতে। ফলে আমরা আমাদের জাতিসত্তা পরিচয় বাহক সংস্কৃতিকে হারাতে বসেছি। কেউ মুখ খুলে বলার নাই।
কোথায়, কিভাবে,কোন ক্ষেত্রে " বাঁশি বাজিয়ে নৃত্য " সংস্কৃতি ব্যবহার করা যাবে বা যাবে না। তা এখানে তুলে ধরার চেষ্টা করছি।
এছাড়া র্যালী,সম্মেলন
ছবিগুলো দেখে বুঝতে পারবেন। এসব দৃশ্য অত্যন্ত দুঃখদায়ক। আপনারা দেখেছেন কিনা জানিনা, অন্যান্য জাতিগোষ্ঠীদের এভাবে ভিন্নভাবে অনুষ্ঠান আয়োজন বা উদযাপন করতে। ফলে আমরা আমাদের জাতিসত্তা পরিচয় বাহক সংস্কৃতিকে হারাতে বসেছি। কেউ মুখ খুলে বলার নাই।
কোথায়, কিভাবে,কোন ক্ষেত্রে " বাঁশি বাজিয়ে নৃত্য " সংস্কৃতি ব্যবহার করা যাবে বা যাবে না। তা এখানে তুলে ধরার চেষ্টা করছি।
কিভাবে,কোথায় ব্যবহার করা যাবে না/ উচিত নয়ঃ
--------------- --------------- --------------- --------------- --
---------------
Photo: Mru community musical instruments
১। কোন মন্ত্রী, চেয়ারম্যান, নেতা,শিল্পী, ব্যবসায়ী, কর্মকর্তা, বিখ্যাত -কুখ্যাত, দেশি-বিদেশি,ধর্
২। কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান সমর্থন, বিয়ে,ঘোষণা, মুক্তি, বিজয় ও সমর্পন প্রভৃতি কাজে বাঁশি বাজিয়ে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নেচে গেয়ে উল্লাসে উদযাপন করা যায় না ।
৩। দেশে-বিদেশে রাস্তায়,বাজার,শ
সেখানে,যেভাবে ব্যবহার হবে/ উচিতঃ
--------------- --------------- --------------- ------
১। "গো হত্যা"(চিয়াসদ পই) অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নির্দিষ্ট বা ঐতিহ্য মঞ্চ সাজিয়ে আয়োজন করে অনুষ্ঠান করা যাবে। এতে বর-কনে অংশগ্রহণ করতে পারবে। আর পুয়াইন প্লুং/ রিনা প্লুং বাজিয়ে কনেকে বরণ/ পাং করা যাবে। যা আদি থেকে প্রচলিত।
২। কর্তৃপক্ষ অনুমতিতে নির্দিষ্ট স্হান পাত্র বজায়ে মঞ্চ ব্যবহার করে সাংস্কৃতিক অনুষ্ঠান প্রদর্শন করা যাবে বা পারবে।
এতে মন্ত্রী, চেয়ারম্যান, নেতা,সমাজসেবক,দ েশি-বিদেশি, ধর্মীয়গুরু,শিল্ পী, কর্মকর্তা ও সমাজে সম্মানিব্যক্তিস হ সকল শ্রেণি মানুষের সম্মুখে সাংস্কৃতিক অনুষ্ঠান প্রদর্শন বা পরিবেশন করা যাবে।
৩। ধর্মীয় প্রতিষ্ঠান বা উৎসব নির্দিষ্ট স্থান পাত্র বজায় রেখে পালন করতে পারবে।
৪। যদি আমাদের জাতিসত্তার অবমাননা বা অন্য কোনো অপ্রীতিকর জনিত প্রতিবাদ,সম্মেল ন,ঘোষণা এবং বিজয় প্রভৃতির ক্ষেত্রে বাঁশি বাজিয়ে নৃত্য পরিবেশন করতে পারবে।
---------------
Photo: Mru Community Dance Screen
১। "গো হত্যা"(চিয়াসদ পই) অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নির্দিষ্ট বা ঐতিহ্য মঞ্চ সাজিয়ে আয়োজন করে অনুষ্ঠান করা যাবে। এতে বর-কনে অংশগ্রহণ করতে পারবে। আর পুয়াইন প্লুং/ রিনা প্লুং বাজিয়ে কনেকে বরণ/ পাং করা যাবে। যা আদি থেকে প্রচলিত।
২। কর্তৃপক্ষ অনুমতিতে নির্দিষ্ট স্হান পাত্র বজায়ে মঞ্চ ব্যবহার করে সাংস্কৃতিক অনুষ্ঠান প্রদর্শন করা যাবে বা পারবে।
এতে মন্ত্রী, চেয়ারম্যান, নেতা,সমাজসেবক,দ
৩। ধর্মীয় প্রতিষ্ঠান বা উৎসব নির্দিষ্ট স্থান পাত্র বজায় রেখে পালন করতে পারবে।
৪। যদি আমাদের জাতিসত্তার অবমাননা বা অন্য কোনো অপ্রীতিকর জনিত প্রতিবাদ,সম্মেল
Photo: Mru Community Traditional Dancing Dress
বিঃদ্রঃ দয়া করে কেউ ব্যক্তিগত, রাজনৈতিকভাবে নিবেন না। যদিও এটি রাজনীতির সাথে জড়িত। বরংচ সংস্কৃতি রক্ষার্থে এগিয়ে আসুন। আমাদের সংস্কৃতি ব্যক্তির নয়, সবার জন্য, জাতির জন্য। নিজ অবস্থান থেকে এগিয়ে আসার অনুরোধ রইলো।
আমার মোবাইলের লেখায় ভুলত্রুটি থাকতে পারে ক্ষমাদৃষ্টিতে দেখবেন।
সবার মতামত আশা করছি। ধন্যবাদ।
Post Writer:
আমার মোবাইলের লেখায় ভুলত্রুটি থাকতে পারে ক্ষমাদৃষ্টিতে দেখবেন।
সবার মতামত আশা করছি। ধন্যবাদ।
Post Writer:
Lung Ring Mro
Posted on November 30, 2018
Time: 01:25pm
Reported:
Published by Mru Indigenous page Admin.
May 6, 2019
Tme: 03:38pm
Tme: 03:38pm






Comments