পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি বান্দরবান থানার শাখা সভাপতি শ্রী উচসিং মারমা এর বড় মেয়ে চাইমে উ মারমা এবারের অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ পেয়েছে।
নিজস্ব প্রতিবেদক
মে ৬, ২০১৯
৬:৪৩ PM
আদিবাসী জাতির গর্বিত মেয়ে চাইমে উ মারমা বান্দরবান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, বিজ্ঞান গ্রুপের ছাত্রী। এবারের ২০১৯ সালের অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে জিপিএ-৫ পেয়ে ভালো পাশ করেছে। 💚
চাইমে উ মারমা তার এই সাফল্যের জন্য বান্দরবান সকল আদিবাসী সম্প্রদায়ের নিকট আশীর্বাদ কামনা করেন।
এবং চাইমেউ মারমার এই সাফল্যে তার আত্নীয় স্বজন, বন্ধু বান্ধবী ও বান্দরবান পিসিজেএসএস নেতা কর্মীবৃন্দরা তাকে শুভেচ্ছা জানিয়েছেন। 💟
🌍তিন পার্বত্য জেলার এসএসসি পরীক্ষায় পাসের হার-২০১৯!
1. রাঙামাটিতে এবার পাসের হার সর্বোচ্চ ৬৮ দশমিক ৭৫ শতাংশ।
2. খাগড়াছড়ি জেলায় পাসের হার ৬৫ দশমিক ৪৬ শতাংশ
3. বান্দরবান জেলায় ৬৫ দশমিক ৩৬ শতাংশ।
🌐
প্রসঙ্গঃ এসএসসি পরীক্ষায় মোট পরীক্ষার্থী-২০১৯!
এসএসসি ও সমমানের পরীক্ষায় ২১ লাখ ২৭ হাজার ৮১৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে।
এর মধ্যে,
ছাত্রঃ ১০ লাখ ৭০ হাজার ৪৪১ জন।
ছাত্রীঃ ১০ লাখ ৬৪ হাজার ৮৯২ জন।
নিজস্ব প্রতিবেদক
মে ৬, ২০১৯
৬:৪৩ PM
আদিবাসী জাতির গর্বিত মেয়ে চাইমে উ মারমা বান্দরবান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, বিজ্ঞান গ্রুপের ছাত্রী। এবারের ২০১৯ সালের অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে জিপিএ-৫ পেয়ে ভালো পাশ করেছে। 💚
ছবিঃ চাইমে উ মারমা রেজাল্ট
চাইমে উ মারমা তার এই সাফল্যের জন্য বান্দরবান সকল আদিবাসী সম্প্রদায়ের নিকট আশীর্বাদ কামনা করেন।
এবং চাইমেউ মারমার এই সাফল্যে তার আত্নীয় স্বজন, বন্ধু বান্ধবী ও বান্দরবান পিসিজেএসএস নেতা কর্মীবৃন্দরা তাকে শুভেচ্ছা জানিয়েছেন। 💟
Photo: Chai May U Marma SSC Result Details
🌍তিন পার্বত্য জেলার এসএসসি পরীক্ষায় পাসের হার-২০১৯!
1. রাঙামাটিতে এবার পাসের হার সর্বোচ্চ ৬৮ দশমিক ৭৫ শতাংশ।
2. খাগড়াছড়ি জেলায় পাসের হার ৬৫ দশমিক ৪৬ শতাংশ
3. বান্দরবান জেলায় ৬৫ দশমিক ৩৬ শতাংশ।
🌐
প্রসঙ্গঃ এসএসসি পরীক্ষায় মোট পরীক্ষার্থী-২০১৯!
এসএসসি ও সমমানের পরীক্ষায় ২১ লাখ ২৭ হাজার ৮১৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে।
এর মধ্যে,
ছাত্রঃ ১০ লাখ ৭০ হাজার ৪৪১ জন।
ছাত্রীঃ ১০ লাখ ৬৪ হাজার ৮৯২ জন।



Comments